আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩

আফগানিস্তানে গিরিখাতে ভ্যান পড়ে নিহত ২৪
নিহতদের মধ্যে ১২ জন নারী এবং ৮টি শিশু রয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বুধবার যাত্রীবাহী একটি ভ্যান গিরিখাতে পড়ে ১২ নারী ও আট শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সার ই পোল প্রদেশ পুলিশের মুখপাত্র দীন মোহাম্মদ নাজারি বলেন, ‘‘চালকের অবহেলায় ভ্যানটি রাস্তা থেকে ছিটকে গিরিখাতে গিয়ে পড়ে। সেখানে ২৪ জন মারা গেছেন।”দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: বিডি নিউজ

তিন দশক পর ভারতে হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

ভারতে আয়োজিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’ প্রতিযোগিতা। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার জমকালো এ আসর প্রায় তিন দশক পর ভারতে ফিরছে।সর্বশেষ ১৯৯৬ সালে ভারত এ প্রতিযোগিতার আয়োজক ছিল। বহুল প্রত্যাশিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৭১তম আসর বসবে এবার।চলতি বছরের নভেম্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিযোগিতার চূড়ান্ত তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। স ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এ প্রতিযোগিতাকে ঘিরে ভারতের অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় স্থানগুলো বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তর সইছে না। সূত্র: প্রথম আলো

বন্যায় ভেসে যাওয়া মাইন নিয়ে শঙ্কা

ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ধ্বংসের পর পরিবেশ ও কৃষির ক্ষয়ক্ষতির আশঙ্কার পর নতুন এক উদ্বেগের খবর দেওয়া হয়েছে। দিনিপ্র নদীর বন্যায় আশপাশের মাটিতে পুঁতে রাখা বিপুলসংখ্যক মাইন ভেসে গেছে। আগামী কয়েক দশক ধরে এসব মাইন বেসামরিক মানুষের জন্য বড় বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস।
বন্যায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে দখলকৃত খেরসন এলাকায় নিয়োজিত রুশ কর্তৃপক্ষ।
বাঁধ ধ্বংসের পর সৃষ্ট বন্যার পানি ৬০০ বর্গকিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। এদিকে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণেই বাঁধ ধ্বংস হয়েছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে মস্কো। বাঁধ ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করে আসছে কিয়েভ। গতকাল খেরসনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র দিমিত্রি পেসকভ। সূত্র: কালের কণ্ঠ

Nagad

ইউক্রেনে বাঁধে হামলা
মাইন ভাসছে বন্যার জলে
বাড়ছে কলেরার ঝুঁকি, ছাদে ছাদে বিশুদ্ধ পানির বোতল ফেলছে সেনাবাহিনীর হেলিকপ্টার * বিদ্যুৎবিভ্রাট, মোবাইল সংযোগ বিচ্ছিন্ন। ভিটেমাটি ছাড়তে নারাজ বয়স্করা

রাশিয়াকে পরাস্ত করতে সীমান্তবর্তী অঞ্চলগুলোর মাটির নিচে সারি সারি মাইন পুঁতে রেখেছিল ইউক্রেন। রুশ সেনাদের হত্যায় পেতে রাখা সেই মৃত্যফাঁদ এখন উলটো মৃত্যুদূত হয়ে ভাসছে ইউক্রেনর উঠোনেই। শুরুর দিনে ডুবে ছিল। দু’দিনের বানের স্রোতে এখন মাটি আলগা হয়ে ভেসে উঠছে ভয়ংকর সেসব মাইন। ময়লা-আবর্জনার ভেতর মাথা গুজে ভাসছে। কোথাও আবার ঘোলা পানির স্রোতে শুশুকের মতো কিঞ্চিৎ মাথা ভাসিয়েই আবার হারিয়ে যাচ্ছে। মঙ্গলবার দিনিপ্রো নদীর ওপর নির্মিত কাখনোভা বাঁধ ধ্বংসে বৃহস্পতিবার পর্যন্ত খেরসনের প্রায় ২৮টি অঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় সব অঞ্চলেই বিপজ্জনক মাইনগুলো চোখে পড়ছে। স্কাই নিউজ, সিএনএন, বিবিসি, রয়টার্স। ভেসে থাকা মাইনগুলো আরও মারাত্মক বিপর্যয়ের কারণ হবে বলে মনে করছে অনেক আন্তর্জাতিক সংস্থা। বুধবার আন্তর্জাতিক সংস্থা ‘রেড ক্রস’ অবস্থানরত বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।রেড ক্রসের এরিক টোলেফসেন বিবিসিকে জানিয়েছেন, বাঁধ ধ্বংসের আগেই মাইনগুলো স্থাপন করা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি পরিষেবাগুলো মাইনফিল্ডগুলো চিহ্নিত করতে মাসের পর মাস সময় ব্যয় করেছে। তবে এখন বন্যার পানিতে মাইনগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। ভেসে ভেসে চলে গিয়েছে জনবহুল এলাকায়। সক্রিয় এ মাইনগুলোই বন্য অঞ্চলের প্রধান উদ্বেগের বিষয়। সতর্কবার্তায় আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘কেয়ার’ ডিরেক্টর ফ্যাব্রিস মার্টিন বলেছেন, ‘কাখোভকা বাঁধের জায়গাটি ল্যান্ডমাইনে পূর্ণ, যা এখন পানিতে ভাসছে এবং একটি বিশাল ঝুঁকি তৈরি হয়েছে।’ সূত্র: যুগান্তর

ছাই-ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি নিউইয়র্কে

কানাডায় দাবানলের ঘন ধোঁয়ায় ঢেকেছে নিউইয়র্কসহ বেশ কয়েকটি শহরের আকাশ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে স্কুলগুলোর বাইরে সব কার্যক্রম বাতিল করেছে কর্তৃপক্ষ। ফ্লাইট বিপর্যয় দেখা গেছে এবং কানাডার এই দাবানলের ধোঁয়া দক্ষিণে চলে যাওয়ায় লক্ষাধিক মার্কিন নাগরিককে বাড়ির ভিতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। শহরগুলো ঘন, হলদেটে কুয়াশায় ছেয়ে গেছে। এদিকে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল থেকেই নিউইয়র্কে বিনা পয়সায় মাস্ক বিতরণ করা শুরু হয়েছে। কানাডা বলেছে, মানুষ যদি ঘরে থাকতে না পারে এবং বাইরে বের হয় তাহলে তাদের মাস্ক পরা উচিত। কর্মকর্তারা বলেছেন, বিপজ্জনক এ ধোঁয়াটে অবস্থা পুরো সপ্তাহ ধরে চলতে পারে। বেশির ভাগ ধোঁয়া আসছে কানাডার কুইবেক থেকে। সেখানে ১৫০টির বেশি আগুন জ্বলছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বুধবার বলেন, বৃহস্পতিবার নিউইয়র্কের বাসিন্দাদের মধ্যে ১০ লাখ মাস্ক বিতরণ করা হবে। সুইস এয়ার কোয়ালিটি টেকনোলজি কোম্পানি ‘আইকিউ এয়ার’ জানায়, মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটে নিউইয়র্কের বাতাসের গুণমান সূচক ওঠে ২২২-এ, যা আমেরিকার বাতাসের গুণমান সূচকের নিরিখে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’। সেই সময়ে ভারতের রাজধানী দিল্লি, ইরাকের রাজধানী বাগদাদের মতো দূষিত শহরগুলোর বাতাসের অবস্থা নিউইয়র্কের চেয়ে ভালো ছিল। মার্কিন কর্তৃপক্ষ আরও কিছু অঞ্চলে অত্যন্ত খারাপ মানের বাতাসের সতর্কতা জারি করেছে। বাতাসে ভাসমান কালি, ছাইয়ের মাত্রা বিপজ্জনক স্তরে আছে। সূত্র: বিডি প্রতিদিন।

ঘোলাটে ভবিষ্যতের দিকে পিটিআই

পাকিস্তানের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) ভবিষ্যৎ ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে। সবচেয়ে প্রভাবশালী শক্তির রোষানল এড়াতে একসময়ের পরম আস্থাভাজনরা ইমরানের দল ছেড়েছেন। কিন্তু তার ডান হাত হিসেবে পরিচিত পিটিআই ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কুরেশি অন্যদের মতো দল ত্যাগ করেননি। গত ১১ মে কুরেশিকেও গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে। গত মঙ্গলবার মুক্ত হয়ে কুরেশি বুধবার ইমরানের সঙ্গে একান্তে বৈঠক করেন। এই বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেননি ইমরান কিংবা কুরেশি। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাহোরের জামান পার্কে ইমরানের বাসায় পিটিআইয়ের সর্বোচ্চ দুই নেতার এ বৈঠক তিক্ততা দিয়ে শেষ হয়। এমনকি দুজন বেশ কড়া ভাষায় কথা বলেন বলে দাবি সংবাদমাধ্যটির। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে করাচি চলে যান কুরেশি।জিও টিভির অনলাইনে বলা হয়, একটি সূত্র (কুরেশির কাছের বন্ধু) জানিয়েছেন, বৈঠকে কুরেশি ইমরান খানকে প্রস্তাব দেন, এ সংকটময় মুহূর্তে যেন তিনি পিছিয়ে যান অথবা বিদেশে চলে যান। আর এগুলো না করলে আপাতত যেন চুপ থাকেন। এ ছাড়া বর্তমান সমস্যা সমাধানে তাকে এবং অন্যদের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান ইমরান খানের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা কুরেশি। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে কুরেশি আরও বলেন, এখন তাদের খারাপ সময় যাচ্ছে। আর এ সময় আবেগ দিয়ে কোনো কিছু না করে বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে। ওই সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সূত্রটি আরও জানিয়েছে, কুরেশি ইমরানের কাছে পরিষ্কার করেছেন, যারা তাকে বিপথে নিয়ে যাচ্ছে তারা এ কঠিন মুহূর্ত থেকে বের হতে তাকে কোনো সহায়তা করতে পারবে না। এ সময়ই ক্ষেপে যান ইমরান। তখন কুরেশি বৈঠক শেষ করে বের হয়ে যান। সূত্র: দেশ রুপান্তর

ভোটাধিকার আইন ভেঙেছে আলাবামা অঙ্গরাজ্য: মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, আলাবামা অঙ্গরাজ্যের একটি নির্বাচনী ম্যাপে কেন্দ্রীয় সরকারের আইন লঙ্ঘন করেছে। খবর: বিবিসি’র।ভোটে বর্ণবাদমূলক বৈষম্য নিরসন আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগের ভিত্তিতে এমনটি বলেছেন মার্কিন ‍সুপ্রিম কোর্ট। ২০২১ সালে রিপাবলিকান গভর্নর পরিচালিত অঙ্গরাজ্যটিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাত আসনের যে বিন্যাস করা হয়, তাতে কৃষ্ণাঙ্গদের ভোটের অধিকার বিঘ্নিত হয়।এ মামলায় নিম্ন আদালতও ভোটাধিকার আইন লঙ্ঘনের কথা বলেছিল। সুপ্রিম কোর্টের বিচারকদের পাঁচ সদস্যের বেঞ্চে চারজনের রায়ে একে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার ব্যাহতের কথা বলা হয়েছে। বলা হচ্ছে, ১৯৬৫ সালের ভোটাধিকার আইনের লঙ্ঘন হয়েছে। এ আদেশের ফলে আলাবামাকে সাতটি কংগ্রেস নির্বাচনী আসনের এলাকা পুন:নির্ধারণ করে ম্যাপ তৈরি করতে হবে এবং এতে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডিস্ট্রিক্ট যুক্ত করতে হবে। সূত্র: সমকাল

রেকর্ড অনুমতির বছরে এভারেস্টে একের পর এক মৃত্যু

গত বসন্তে শুরু হওয়া পর্বতারোহণ মৌসুম থেকে এভারেস্টে এ পর্যন্ত ১২টি মৃত্যুর খবর পাওয়া গেছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া পাঁচ পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। এই সব ঘটনায় অনেকে রেকর্ড অনুমতিকে দায়ী করছেন। খবর বিবিসি।এর আগে ২০১৯ সালে ১১ জন পর্বতারোহী মারা যান। এবার তিনজন শেরপাও প্রাণ হারিয়েছেন। তারা বরফে চাপা পড়ে বা অসুস্থতায় মারা গেছেন।নেপালে রেকর্ড সংখ্যক ক্লাইম্বিং পারমিট ইস্যু ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাবও গভীর উদ্বেগ তৈরি করেছে।নেপালের জনপ্রিয় জাম্প-অফ পয়েন্ট থেকে উঠার জন্য এবার অভূতপূর্বভাবে ৮০০টি পারমিট দেয়া হয়েছে। মহামারী পরবর্তী বর্ধিত চাহিদা এর জন্য দায়ী।যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাডিসন মাউন্টেনিয়ারিং কোম্পানির গ্যারেট ম্যাডিসন রয়টার্সকে বলেছেন, অনেক লোকের কারণে আরোহণের পথে ‘ট্র্যাফিক জ্যাম’ তৈরি হয়েছে।এভারেস্ট অভিযান নেপালের আয়ের একটি প্রধান উৎস। অনুমতির জন্য পর্বতারোহীদের দিতে হয় ১১ হাজার ডলার। পশ্চিমা পর্বতারোহীরা এর সমালোচনা করেন প্রায়শ। শেরপাদের মতে, পারমিট ফি, গ্যাস, খাবার, গাইড ও স্থানীয় ভ্রমণসহ প্রতি পর্বতারোহীকে কমপক্ষে ২৬ হাজার ৭০০ ডলার খরচ করতে হয়।পারমিটের সংখ্যার সমালোচনার জবাবে নেপালের পর্যটন বিভাগের পরিচালক যুবরাজ খাতিওয়াদা জানান, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন তারা। সারা মৌসুমের অভিযান তদারকি করার জন্য প্রথমবারের মতো এভারেস্ট বেস ক্যাম্পে অবস্থান করছে চিকিৎসক ও সরকারী কর্মকর্তাদের একটি দল।অবশ্য এই বছর তুষারপাতের কারণে কোনো মৃত্যু হয়নি। হিমালয়ান ডেটাবেস অনুসারে সাম্প্রতিক বছরে এটি প্রায় ৪০ শতাংশ মৃত্যুর জন্য দায়ী। এর আগে ২০১৪ সালে এক তুষারধসেই ১৬ জনের মৃত্যু হয়েছিল। যা আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। সূত্র: বণিক বার্তা।

মিয়ানমারে জনপ্রিয় গায়িকার হত্যায় শঙ্কিত সেনা শাসনপন্থী সেলেব্রিটিরা

মিয়ানমারের গায়িকা লিলি নাইং চিয় মাথায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর ইয়াঙ্গনের একটি হাসপাতালে মারা গেছেন। অভিযোগ করা হয়, তিনি যে সামরিক বাহিনীকে সমর্থন করতেন, তার হত্যাকারীরা ছিল তার বিরোধী।তার মৃত্যু শুধু সামরিক সরকারের সমর্থকদেরই শোকাহত করেনি, বরং সামরিক-পন্থী মিডিয়ার সাথে যেসব সেলেব্রিটি কাজ করছেন তারাও হতবাক হয়েছেন।আটান্ন-বছর বয়সী এই গায়িকা মিয়ানমারের সামরিক জান্তার শীর্ষ নেতাদের খুবই ঘনিষ্ঠ ছিলেন। এই সামরিক অধিনায়করা ২০২১ সালে রাষ্ট্রের ক্ষমতা দখল করেন এবং দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেন। লিলি নাইং চিয় তাদের খবরাখবর যোগাতেন বলেও অভিযোগ করা হয়েছে।তাকে হত্যার অভিযোগে দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, এই দু’জন সেনাবাহিনীর বিরোধী একটি গেরিলা গ্রুপের সদস্য ছিলেন যেটি মূলত শহর এলাকায় তৎপর রয়েছে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে এদের একজনের দুই আত্মীয়কে দৃশ্যত প্রতিশোধ নেয়ার জন্য হত্যা করা হয়। সূত্র: বিবিসি বাংলা।

 

গাধা বেড়েছে পাকিস্তানে
মালামাল পরিবহনে উপকারী প্রাণী গাধার সংখ্যা বেড়েছে পাকিস্তানে। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা (পিইএস) ২০২২-২৩ এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে গাধা রয়েছে ৫৮ লাখ।নতুন সমীক্ষার তথ্য বলছে, পাকিস্তানে এ প্রাণীটির সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। যেখানে ২০১৯-২০ সালে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২১ সালে ছিল ৫৬ লাখ এবং ২০২১-২২ সালে ছিল ৫৭ লাখ— সেখানে এক বছর বাদে এ সংখ্যা ৫৮ লাখে পৌঁছেছে।পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বৃহস্পতিবার (৮ জুন) এ তথ্য প্রকাশ করেছেন। গাধার পাশাপাশি দেশটিতে বর্তমানে গবাদিপশুর সংখ্যা কেমন আছে সেই তথ্যও জানানো হয়েছে।অর্থমন্ত্রী ইশহাক দার বলেছেন, বর্তমানে পাকিস্তানে গরু রয়েছে ৫ কোটি ৫৫ লাখ, মহিষ রয়েছে ৪ কোটি ৫০ লাখ, ভেড়া রয়েছে ৩ কোটি ২৩ লাখ এবং ছাগল রয়েছে ৮ কোটি ৪৭ লাখ। সূত্র: ঢাকা পোস্ট