পাকিস্তানের ‘হাইব্রিড’ পদ্ধতিতে হচ্ছে এশিয়া কাপ!

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড’ পদ্ধতিতে এশিয়া কাপ আয়োজনের অনুমোদন দিতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই হিসেবে এবার এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, চলতি সপ্তাহের শেষদিকে আসবে চূড়ান্ত ঘোষণাও।

রোববার (১১ জুন) ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে এই সপ্তাহান্তে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ০১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ।

প্রতিবেদন অনুযায়ী, আগামী এশিয়া কাপের অধিকাংশ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার মাটিতে।

টুর্নামেন্টের ১৩টি ম্যাচের মধ্যে চার বা পাঁচটি ম্যাচ হবে পাকিস্তানে। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে শ্রীলঙ্কাতেই হবে ওই ম্যাচ। তবে ভারত ফাইনালে জায়গা না পেলে শিরোপা নির্ধারণী লড়াইটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

সারাদিন/১১ জুন/এমবি 

Nagad