টেস্টের নতুন রাজা অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য ৭ উইকেট হাতে রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেও বেশি দূর আগাতে পারেননি ভারত। দিনের প্রথম সেশনে মাত্র ২ ঘণ্টার মধ্যেই গুঁটিয়ে গেছে বিরাট কোহলি-আজিঙ্কা রাহানেরা। ফলে টানা দ্বিতীয়বার সাদা পোশাকে শিরোপার খুব কাছে গিয়েও তরী ডোবালো রোহিত শর্মার দল ভারত।

অন্যদিকে, প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমেই শিরোপার দেখা পেলো অস্ট্রেলিয়া। তাদের দেওয়া ৪৪৪ রানের রেকর্ডময় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৩৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। এতে করে ২০৯ রানের দাপুটে জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।

শেষ দিন রোববার (১১ জুন) ভারতের দরকার ছিলো ২৮০ রান, অস্ট্রেলিয়ার ৭ উইকেট। ভারত যোগ করতে পারেছে মাত্র ৭০ রান।

ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৪৬৯ রান সংগ্রহ করেছিল অজিরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের জোড়া হাফ সেঞ্চুরির পরও ২৯৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অ্যালেক্স ক্যারির অপরাজিত ফিফটিতে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর জয়ের জন্য ৪৪৪ রানের পাহাড় তাড়া করতে নেমে ২৩৪ রানের বেশি করতে পারেনি রোহিত শর্মার ভারত। এর ফলে ২০৯ রানের জয়ে টেস্ট ক্রিকেটে নতুন রাজার মুকুট পরলো প্যাট কামিন্সের দল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৯।

ভারত প্রথম ইনিংস: ২৯৬।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৭০/৮ ডিক্লেয়ার।

ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) (আগের দিন ১৬৪/৩) ৬৩.৩ ওভারে ২৩৪।
(কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভারত ২৩, শার্দুল ০, উমেশ ১, শামি ১৩*, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোল্যান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-১৩-০-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)

ফল: অস্ট্রেলিয়া ২০৯ রানে জিতে চ্যাম্পিয়ন।

ম্যান অন দা ম্যাচ: ট্রাভিস হেড।

সারাদিন/১১ জুন/এমবি