৩২৩৩ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৬৪ কোটি টাকা বরাদ্দ
দেশের ৩ হাজার ২৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংস্কারের জন্য ৬৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মেরামত বাবদ প্রতিটি স্কুলকে প্রায় ২ লাখ টাকা করে দেওয়া হবে।
সোমবার (১২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এই বরাদ্দ দেওয়া হয়েছ। চলতি ২০২২-২৩ অর্থবছর থেকে এই টাকা বরাদ্দ পেয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো।


ডিপিই’র এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও)-আওতায় সাব-কম্পোনেন্ট মেইনটেনেন্স কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২২-২৩ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুকূলে মেরামত ও সংরক্ষণ খাতের অনাবাসিক ভবন উপখাতের অর্থনৈতিক কোড ৩২৫৮১০৭) জিওরি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ থেকে ৬৪ কোটি ৬৬, লাখ টাকা মঞ্জুরি করা হয়েছে।
সারাদিন/১৩ জুন/এমবি