বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ: টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৩

ঘরের মাঠে চার বছর পর আবারও আফগানদের বিপক্ষে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ২০১৯ সালে টেস্টে আফগানিস্তানের কাছে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ টাইগারদের সামনে।

মিরপুর শেরে বাংলায় এই টেস্টে টস জিতেছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

লিটন দাসের নতুন নেতৃত্বে নতুন চেহারার বাংলাদেশ কি পারবে তিন বছর আগের সেই হারের প্রতিশোধ নিতে? বাংলাদেশের একাদশে তামিম না থাকায় তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়েছেন। সঙ্গী হিসেবে থাকবেন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা জাকির হাসান। এছাড়া একাদশে আছেন দুইজন স্পিনার ও তিন পেসার।

বাংলাদেশের একাদশ:
মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ:
ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা, নিজাত মাসুদ, ইয়ামিন আহমেদজাই, জাহির খান।

Nagad