আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৩

ইউক্রেনকে আরও সহযোগিতা দেবে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড

ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে রাশিয়ার কাছ থেকে সাতটি গ্রাম ছিনিয়ে নিয়েছে। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর শলৎজ ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা আলোচনা করলেন, কী করে ইউক্রেনকে এই বিষয়ে আরও সাহায্য করা হবে। গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই তিন নেতা বৈঠকে বসেন। এমানুয়েল মাখোঁ বলেন, ‘আমরা ইউক্রেনকে যথাসম্ভব সাহায্য করব। আমরা ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক গাড়ি দিয়ে সাহায্য করছি। আগামী দিন ও সপ্তাহে সেই সাহায্য করে যাব।’ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ আরও বলেন, ‘ইউক্রেনের এই পাল্টা আঘাত হানা আগামী বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাস চালু থাকবে। আমরা ইউক্রেনের পাশে থাকব। তারা যাতে আরও এলাকা নিজেদের অধীন নিয়ে আসতে পারে, তা দেখব। তাহলেই ভালো অবস্থায় থেকে আলোচনা শুরু করতে পারব।’ সূত্র: প্রথম আলো

জেলেনস্কির শহরে হামলায় নিহত ১০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। একাধিক বেসামরিক স্থাপনা ও আবাসিক ভবনে হামলার অভিযোগ তুলেছে ইউক্রেন। এদিকে গতকাল মঙ্গলবার বেলারুশ জানিয়েছে, সে দেশে কয়েক দিনের মধ্যে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হচ্ছে। জেলেনস্কির শহরে হামলায় নিহত ১০ সোমবার রাত থেকে শুরু হওয়া রাশিয়ার হামলা গতকাল পর্যন্ত অব্যাহত ছিল।আবার জাপোরিঝিপিয়া অঞ্চলে কিয়েভের হামলায় এক রুশ জেনারেল প্রাণ হারিয়েছেন। এ নিয়ে অবশ্য বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।ক্রিভি রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর ভিলকুল বলেন, ১০ জন মারা গেছে। একজন ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে। সূত্র; কালের কণ্ঠ

আদালতে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

আদালতে হাজির হয়ে নিজেকে বারবার নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন তাকে লক্ষ্যবস্তু করেছে বলেও উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার (১৩ জুন) ফ্লোরিডার একটি আদালতে ফৌজদারি অভিযোগের জবাব দেন তিনি। খবর রয়টার্স। হোয়াইট হাউস ছাড়ার সময় বেআইনিভাবে জাতীয়-নিরাপত্তা সংক্রান্ত নথি সঙ্গে নিয়ে যান ট্রাম্প। নথির সন্ধানে যাওয়া কর্মকর্তাদের সঙ্গে মিথ্যাও বলেছিলেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে এই সংক্রান্ত ৩৭টি অভিযোগ আনা হয়েছে।ফ্লোরিডার ফেডারেল আদালতে আত্মসমর্পণ করলে ট্রাম্পকে গ্রেফতার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়। এ সময় শুনানি করেন বিচারক জনাথন গুডম্যান। সূত্র: বণিক বার্তা।

Nagad

দাঁতের ব্যথায় বাইডেনের গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল

দাঁতের ব্যথায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ কারণে সোমবার (১২ জুন) সামরিক জোট ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠকও বাদ দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, যতদিন দ্বিতীয় রুট ক্যানেলের প্রক্রিয়া চলবে, ততদিন বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না প্রেসিডেন্ট। গণমাধ্যমে বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনরের দেওয়া বিবৃতি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট রবিবার দাঁত ব্যথার কথা জানান। এরপর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার থেকে একদল চিকিৎসক এসে তার এক্স-রে ও রুট ক্যানেল করে। কেভিন বলেন, প্রেসিডেন্ট ভালোভাবে রুট ক্যানেল প্রক্রিয়া সহ্য করেন। কোনো জটিলতা তৈরি হয়নি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বরযাত্রীবাহী নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা
নাইজেরিয়ার নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার নাইজার নদীতে বরযাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায়। আল-জাজিরা জানায়, নৌকাটি বরযাত্রী নিয়ে নাইজার রাজ্য থেকে কিওয়ারা রাজ্যে ফিরছিল। পানির নীচে কোনও বস্তুর সঙ্গে আঘাত লেগে নৌকাটি ডুবে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। নৌকাডুবির পর থেকেই নদীতে উদ্ধার অভিযান চলছে। নৌকাটিতে কত জন যাত্রী ছিলেন এবং কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিতভাবে জানায়নি পুলিশ।২০২১ সালের মে মাসে নাইজার নদীর একই স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। সে সময় ১৬০জন মারা যায় বলে জানিয়েছিলো স্থানীয় পত্রিকা দ্য গার্ডিয়ান। সূত্র: দৈনিক বাংলা।

এআইতে লাগাম চায় জাতিসংঘ

প্রযুক্তিবিদ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্রষ্টাদের পর এবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বললেন এআইকে লাগাম পরানোর কথা। গত সোমবার তিনি বলেন, ‘এআইকে মিথ্যা তথ্য ও ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে।’ তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে রাখতে একটি আন্তর্জাতিক কর্র্তৃপক্ষ গঠনের ব্যাপারে একমত জাতিসংঘের মহাসচিব। একদল নেতৃস্থানীয় প্রযুক্তিবিদ গত ৩০ মে সম্মিলিতভাবে জানান, তারা যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করছেন, তা একদিন মানব অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং এই প্রযুক্তিকে মহামারী ও পারমাণবিক যুদ্ধের মতো বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা উচিত। সেন্টার ফর এআই সেফটি নামের একটি অলাভজনক সংস্থার এক বাক্যের বিবৃতিতে বলা হয়, ‘মহামারী ও পারমাণবিক যুদ্ধের মতো এআইয়ের কারণে বিলুপ্তির ঝুঁকি কমানোকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।’ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কাজ করা ৩৫০ জনের বেশি ইঞ্জিনিয়ার, গবেষক ও নির্বাহীরা ওই বিবৃতিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন ৩টি শীর্ষস্থানীয় এআই কোম্পানির প্রধান নির্বাহীরা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যামুয়েল অল্টম্যান, গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস এবং অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই। সূত্র: দেশ রুপান্তর

পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন

পুলিৎজার পুরস্কারজয়ী আমেরিকান লেখক করম্যাক ম্যাকার্থি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার লেখকের ছেলে জন ম্যাকার্থির বরাতে রয়টার্স জানিয়েছে, নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজের বাড়িতে মঙ্গলবার লেখকের মৃত্যু হয়। নিভৃতচারী এই লেখক ‘দ্য রোড’ উপন্যাসের জন্য ২০০৬ সালের পুলিৎজার পুরস্কার পান। আর্নেস্ট হেমিংওয়ে ও উইলিয়াম ফকনারের পর তাকে সবচেয়ে শক্তিশালী আমেরিকান লেখক বলে মনে করেন অনেকে। সংবাদমাধ্যমে আসতে তেমন আগ্রহ ছিল না করম্যাক ম্যাকার্থির। তিনি জীবনে সাক্ষাৎকার দেননি বললেই চলে। কখনোই কোনো লাল গালিচায় হাটেননি। ৬০ বছর বয়স পর্যন্ত তার তেমন পরিচিতি ছিল না। সূত্র: সমকাল

ইউক্রেনের ২৬ রণাঙ্গনে লড়াই রুশ জেনারেলের মৃত্যুর দাবি

রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভই রিয়াতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এ হামলায় বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের কর্মকর্তাদের। গতকাল ভোরের দিকে এই তুমুল হামলা হয়েছে বলে দাবি করেছেন তারা। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে গত কদিনে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ২৬টি যুদ্ধ হয়েছে। তবে এসব লড়াই থেকে রাশিয়া পিছু হটেছে, এমন কোনো কথা রুশ বাহিনী স্বীকার করেনি। পাল্টা আক্রমণ শুরুর পর প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের জয়লাভকে সামান্য বলেই মনে করা হচ্ছে। ক্রিভই রিয়া শহরটি নিপ্রোপিত্রোভস্ক অঞ্চলেই অবস্থিত। এটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। তিনি তার শহরে হওয়া এই হামলার নিন্দা করেছেন। এদিকে রুশ সামরিক ব্লগার ইউরি কোতেনোক দাবি করেছেন, ইউক্রেনে একজন উচ্চপদস্থ রাশিয়ান জেনারেলকে হত্যা করা হয়েছে। ক্রেমলিন-পন্থী এই ব্লগারের মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ৪,৪২,০০০ জন ফলোয়ার রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

পিতৃপরিচয় নিয়ে ‘নির্মম’ গুঞ্জন, মুখ খুললেন প্রিন্স হ্যারি

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার আসল বাবা নন, দীর্ঘদিন ধরে চলে আসা এই গুঞ্জন নিয়ে সম্প্রতি কথা বলেছেন প্রিন্স হ্যারি; তিনি জানিয়েছেন, এই গুঞ্জন বছরের পর বছর ধরে তাকে ভয়াবহ কষ্ট দিয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার আদালতে দেওয়া এক সাক্ষ্যে ডিউক অব সাসেক্স আরও বলেছেন, তার আশঙ্কা, তাকে রাজপরিবার থেকে ‘সরিয়ে দিতে’ ব্রিটিশ ট্যাবলয়েড সাংবাদিকরা তার বাবা যে মেজর জেমস হিউইট তা প্রমাণ করতে চেয়েছিলেন।যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইকে হ্যারির এ ভাষ্য ছাপা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তাকে নিয়ে ডজনের বেশি প্রতিবেদন প্রস্তুতে ফোন হ্যাক করাসহ নানান অনৈতিক পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে ডিউক অব সাসেক্স এরই মধ্যে মিরর গ্রুপের পত্রিকাগুলোর বিরুদ্ধে মামলা করেছেন। তারই একটি, দ্য পিপলে ২০০২ সালে প্রকাশিত এক নিবন্ধের শিরোনাম ছিল, “হ্যারির ডিএনএ ছিনতাইয়ের ষড়যন্ত্র।” সূত্র: বিডি নিউজ

ইন্তিফাদার দিকে ঝুঁকছে দ্বি-রাষ্ট্র তত্ত্বে বিশ্বাসহীন ফিলিস্তিনের তরুণ প্রজন্ম
ফিলিস্তিনে যাদের বয়স ৩০ এর কম, তারা কখনই সেখানে কোন নির্বাচনে কোনদিন ভোট দেবার সুযোগ পাননি এবং অনেকেই বলেন ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি তাদের আস্থা খুবই কম। বিবিসিকে এমন কিছু তথ্য দেয়া হয়েছে যা আর কারো হাতে আসেনি, যেখানে বলা হচ্ছে, এই তরুণ সম্প্রদায় ইসরোয়েল ফিলিস্তিনি সঙ্কট সমাধানে যে দ্বি-রাষ্ট্র তত্ত্বের কথা বলা হয় ক্রমশই তা প্রত্যাখ্যান করছে। “খুবই গতানুগতিক এই ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ – পশ্চিমের তৈরি। এখানে বাস্তব পরিস্থিতির দিকে নজরই দেয়া হয়নি,” প্রশ্নের উত্তরে বেশ তাচ্ছিল্যের সঙ্গেই বললেন ১৭-বছর বয়সী জান্না তামিমি। তার প্রশ্ন: “সেটাই যদি হবে, তাহলে সীমান্ত কোথায়?”জান্না জানালেন, তিনি বিশ্বে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত সবচেয়ে কম বয়সী সাংবাদিকদের একজন। মাত্র সাত বছর বয়সে মায়ের টেলিফোন ধার করে অধিকৃত পশ্চিম তীরে তার নিজের শহর নাবি সালাহ থেকে প্রতিবাদের খবর রিপোর্ট করতে শুরু করেন তিনি। সূত্র: বিবিসি বাংলা ।