ইতিহাসে সর্বোচ্চ রানের জয় পেলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

ছবি- বিসিবি

ঢাকা টেস্টে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

শনিবার (১৭ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জয়। এর আগে রানের হিসেবে সর্বোচ্চ জয় ছিলো ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের।

ঢাকা টেস্টে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩৮২ রান করেছিল বাংলাদেশ দল। জবাবে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১১৫ রানে থেমেছে সফরকারী আফগানরা। ফলে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২।

Nagad

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮০ ওভারে ৪২৫/৪ ডিক্লেয়ার।
(জয় ১৭, শান্ত ১২৪, জাকির ৭১, মুমিনুল ১২১*, লিটন ৬৬*, মুশফিক ৮ ; ইয়ামিন ১৩-১-৬১-০, মাসুদ ১২.৫-১-৮৩-০, হামজা ১৬.১-০-৯০-১, করিম ৮-০-৪৮-০, জাহির ২৩-০-১১২-২, শাহিদি ৩-০-১৯-০)।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ৩৩ ওভারে ১১৫/৯।
(জাদরান ০, মালিক ৫, রহমত ৩০, শাহিদি ১৩, জামাল ৬, জাজাই ৬, বাহির ৭, জানাত ১৮, হামজা ৫, ইয়ামিন ১, নিজাত ৪*, জাহির ৪ ; শরিফুল ১০-১-২৮-৩ ,তাসকিন ৯-২-৩৭-৪,তাইজুল ৫-২-২৯-০ , মিরাজ ৭-২-২২-১)।

ফল: ৫৪৬ রানে জয়ী বাংলাদেশ।

সারাদিন/১৭ জুন/এমবি