আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
মুদ্রানীতি ঘোষণা আজ
নীতি সুদহার বাড়তে পারে
নানা সংকটে দেশের অর্থনীতি। অর্থনীতিবিদেরা বলছেন, এর আগে এমন বহুমুখী সমস্যা দেখা যায়নি। এখনকার সংকটের মধ্যে অন্যতম হলো চাহিদার তুলনায় ডলারের জোগান কম। এতে অনেক ব্যবসায়ীই বিপাকে পড়েছেন। আবার ডলারের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে দ্রব্যমূল্যে। এতে মূল্যস্ফীতি বেড়ে ১০ শতাংশ ছুঁই ছুঁই করছে। শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতিসহ সাধারণ আমদানিও কমে গেছে।
কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করতে থাকায় গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত প্রায় ১৩ বিলিয়ন, মানে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার কমেছে। ব্যাংকঋণের সুদহার ৯ শতাংশে আটকে রাখায় আমানতের প্রবৃদ্ধি কমে গেছে। ব্যাংকে যে আমানত আসছে, তার চেয়ে ঋণ বেশি যাচ্ছে। পাশাপাশি ইসলামি ধারার কয়েকটি ব্যাংক ভুগছে তীব্র তারল্যসংকটে। সার্বিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণও বাড়ছে দিন দিন। এসব সমস্যা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে অর্থনীতিবিদেরা মনে করেন। অর্থনীতির এমন অস্থির সময়ে আজ রোববার আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর মাধ্যমে ব্যাংকঋণের সুদের হার কতটা বাড়বে এবং ডলার-সংকট কাটাতেই বা কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানা যাবে। সেই সঙ্গে চলতি হিসাবের পাশাপাশি আর্থিক হিসাবেও যে ঘাটতি তৈরি হয়েছে, তার উন্নতিতে কেন্দ্রীয় ব্যাংক কী করবে, সেটিও জানা যাবে। সূত্র: প্রথম আলো


সড়কের ৪০ শতাংশ বাস ধ্বংসযোগ্য
দেশের সড়কগুলোতে চলাচল অনুপযোগী, অচল ঘোষিত বা মেয়াদ শেষ হওয়া মোটরযান বিনষ্ট করে ফেলতে একটি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে সরকার। নীতিমালা পাস হলে আনফিট বা অচল গাড়ি স্ক্র্যাপ করা যাবে। অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ আলাদা করে মোটরযানটি ধ্বংস করা যাবে। এর মাধ্যমে সড়কে দুর্ঘটনা ও যানবাহনের দূষণ কমানো সম্ভব হবে। বিআরটিএর এক হিসাবে বর্তমানে সড়কে চলাচল করা ৪০.৬৬ শতাংশ বাস ধ্বংসযোগ্য অবস্থায় রয়েছে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। খসড়াটি মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। সূত্র: কালৈর কন্ঠ
ভোটের রোডম্যাপে আওয়ামী লীগ
♦ চলছে নির্বাচনী ইশতেহার তৈরি ও প্রার্থী বাছাই ♦ গঠন করা হচ্ছে কেন্দ্রভিত্তিক কমিটি ♦ মেটানো হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। মাঠের বিরোধী বিএনপি অংশ নেবে, এমনটা ধরেই নির্বাচনী রোডম্যাপ তৈরি করছে ক্ষমতাসীনরা। চলছে ইশতেহার প্রণয়নের কাজ। তৃণমূলে চলছে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন। মিটিয়ে ফেলা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। বিভিন্ন জরিপে চলছে দলীয় প্রার্থী বাছাই। নীতিনির্ধারক ফোরামের সদস্যরা এমন তথ্যই জানিয়েছেন।দলীয় নেতারা বলছেন, আসছে ডিসেম্বর বা জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এখনই নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২২ জুন বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। এ বৈঠকে নির্বাচনী গাইডলাইন দেবেন দলীয় সভানেত্রী। সেই গাইডলাইন নিয়েই তৃণমূলে যাবেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘২২ জুন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে। সেখানে দলীয় সভানেত্রী নির্বাচনী গাইডলাইন দেবেন। তিনি যে গাইডলাইন দেবেন আমরা তা বাস্তবায়ন করব।’ সূত্র; বিডি প্রতিদিন।
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
ব্যাংকঋণের সুদহার ১০ শতাংশ ছাড়াবে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে মুদ্রানীতিতে আমূল সংস্কার আনছে বাংলাদেশ ব্যাংক। নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই দেশে ব্যাংকঋণের সর্বোচ্চ সুদসীমা উঠিয়ে দেয়া হচ্ছে। এক্ষেত্রে ঋণের সুদহার ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয় ঠেকাতে ডলার বিক্রি বন্ধের মতো কঠোর সিদ্ধান্তও নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনতে হলে বাজারদরে অর্থ পরিশোধ করতে হবে। রিজার্ভের হিসাবায়নের ক্ষেত্রেও আইএমএফের বেঁধে দেয়া শর্তের বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৪ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে। আবার রেপো, রিভার্স রেপো ও কলমানির মতো মুদ্রানীতির হাতিয়ারগুলোও বাজারভিত্তিক করার উদ্যোগ নেয়া হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ বিকালে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করা হবে। মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব ঘোষণা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সূত্র: বণিক বার্তা ্
পোশাক রপ্তানি বিশ্বে বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্রে
দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। মোট পোশাক রপ্তানি আয়ের ২২ শতাংশই আসে দেশটি থেকে। গুরুত্বপূর্ণ এ বাজারটি ধরে রাখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে রপ্তানি কমছেই। চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত গেল ১১ মাসে রপ্তানি কমেছে ৫ শতাংশেরও বেশি। অথচ একই সময়ে অন্যান্য দেশে পোশাক রপ্তানি বেড়েছে বড় অঙ্কের। এ সময় সার্বিক পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশেরও বেশি। তবে সবচেয়ে বড় বাজারে রপ্তানি কমে আসায় উদ্যোক্তারা উদ্বিগ্ন। তবে কী কারণে রপ্তানি কমছে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। বাণিজ্য বিশ্লেষকরা বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বাড়িয়েছে। এতে চাহিদা ব্যাপক হারে কমেছে। বিশেষ করে আমদানি করা পণ্যের চাহিদা এখন অনেক কম। এ কারণে রপ্তানি কমে থাকতে পারে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ রাজনীতির সঙ্গে রপ্তানি কমে যাওয়ার সম্পর্ক আছে বলে মনে করেন না তাঁরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি সূত্রে জানা গেছে, গত ১১ মাসে যুক্তরাষ্ট্রে ৭৭৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮১৫ কোটি ডলার। অর্থাৎ, রপ্তানি কমলো ৪২ কোটি ডলার। সূত্র; সমকাল
গ্রেপ্তারের পর থেকে ‘অন্ধকারে’, হাসপাতালে মৃত্যুর পর জানলেন স্বজনরা
ঢাকার তুরাগ থানায় হত্যা মামলায় গ্রেপ্তার এক ব্যক্তির ‘ভাঙা পা’ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে স্বজনরা; যারা তাকে আটক করে নিয়ে যাওয়ার পর থেকে আর কিছুই জানতে পারেননি। ৫০ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যুর পর হাসপাতালে পুলিশ তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতেও সময় লেগেছে বেশি। গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা এ ব্যক্তির গ্রেপ্তার ও মৃত্যু নিয়ে কোনো তথ্য বা বক্তব্যও দিচ্ছেন না।
স্বজনদের অভিযোগ, পুলিশ সুস্থ অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়ার পর নির্যাতন করা হয়েছে; যে কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলছে, ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, ‘পুলিশ হেফাজতে’ নয়।ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৭টার কিছু সময় পর মারা যাওয়া মো. আলাল উদ্দীন তুরাগ থানাধীন বাউনিয়া এলাকার একটি বাসার নিরাপত্তাকর্মী ছিলেন। সূত্র: বিডি নিউজ
‘চীনা মুদ্রায় রুপপুর প্রকল্পের ঋণ পরিশোধ করা নিয়ে বিপাকে বাংলাদেশ’
US sanction complicate payment in yuan – রুপপুর প্রকল্পের ঋন পরিশোধ প্রসঙ্গে প্রধান শিরোনাম করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
খবরে বলা হয় রুপপুর পাওয়ার প্ল্যান্টে রাশিয়ার পাওনা ৩৩০ মিলিয়ন ইউএস ডলার চাইনিজ মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে গিয়ে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে সরকার। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার ১২০টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ব্যাংকঋণের সুদহার ১০ শতাংশ ছাড়াবে-অথনীতি বিষয়ক পত্রিকা দৈনিক বণিক বার্তার প্রধান খবর এটি।যেখানে বলা হয় নতুন মুদ্রানীতি ঘোষণা আজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে মুদ্রানীতিতে আমূল সংস্কার আনছে বাংলাদেশ ব্যাংক। নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই দেশে ব্যাংকঋণের সর্বোচ্চ সুদসীমা উঠিয়ে দেয়া হচ্ছে। সুত্র; বিবিসি বাংলা ।
আমার গ্রাম আমার শহর বহুদূর
সরকার মেয়াদকালের শেষপর্যায়ে চলে এসেছে। অথচ এ সময়েও সরকারের সর্বোচ্চ পর্যায়ের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত অন্যতম কর্মসূচি ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাবতে ভাবতেই প্রথম দুই বছর কেটে গেছে। এরপর সমীক্ষা প্রকল্প নিয়ে কেটে গেছে আড়াই বছর। বাকি ছয় মাসে প্রকল্প অনুমোদন হলেও কাজ করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।এই কর্মসূচির আওতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে ২১ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা সারা দেশে ১৫টি গ্রামকে ‘আমার গ্রাম-আমার শহর’-এ মডেল করার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ শুধু প্রকল্প প্রস্তাব পর্যন্ত এগিয়েছে। বাকি সময়ের মধ্যে প্রকল্পটি অনুমোদন হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সভাপতি মো. তাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, এ সরকারের মেয়াদে গ্রামপর্যায়ে নাগরিক সুবিধা সৃষ্টিতে ২৯০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, এ-সংক্রান্ত কাজগুলো অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সেখান থেকে আমরা ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এ সরকারের মেয়াদে করোনাসহ বৈশি^ক দুর্যোগ মোকাবিলা করে এগোতে হচ্ছে। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সবকিছু প্রত্যাশার আলোকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সুত্র: দেশ রুপান্তর
ধুলা-কাদায় নাকাল জনজীবন
মানিকগঞ্জ শহরের আশপাশের নদী ও বালুমহাল থেকে দীর্ঘদিন ধরেই বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দিনের বেলায়ও চলাচল করছে বালুবাহী ট্রাক। এসব ট্রাকে ঢাকনা ছাড়াই বালু পরিবহন করায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এতে বিপাকে পড়েছেন সড়কে চলাচল করা পথচারী ও স্থানীয়রা। খোঁজ নিয়ে দেখা যায়, মানিকগঞ্জ শহরের বেউথা ও ঘিওরের তরার বালুমহালসহ আশপাশের এলাকা থেকে দিনের বেলায় ঢাকনা ছাড়াই বালু ও মাটি বহন করছে ট্রাক। পরিবহনের সময় বালু উড়ে বাতাসকে দূষিত করছে। আবার অমসৃণ রাস্তায় চলতে গিয়ে ঝাঁকুনি খেয়ে ট্রাক থেকে রাস্তায় পড়ছে বালু ও মাটি। এদিকে শহরের প্রধান সড়কের প্রবেশমুখে এখন চলছে স্যুয়ারেজ লাইনের কাজ। সেখানে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। এর মধ্যেই বালুবাহী ট্রাক চলায় জনসাধারণের ভোগান্তি দ্বিগুণ হয়েছে। বাতাস শুরু হলে শহরে দেখা যায় বালুর ঝড়। আর বৃষ্টি হলে সড়কে জমে থাকা বালু গিয়ে জমা হয় পাশের ফসলের মাঠে। স্থানীয়রা জানান, ঢাকনা ছাড়া দিনের বেলায় ট্রাকে করে বালু ও মাটি পরিবহন করায় সড়কে ধুলার আস্তরণ জমেছে। যানবাহনের ধোঁয়া আর গাড়ির চাকার গতিতে বাতাসে ভাসছে সেসব ধুলা। তা ছাড়া অপরিকল্পিতভাবে রাস্তা মেরামতের কাজও চলছে ধীরগতিতে এবং এটিও শহরে ধুলাবালু সৃষ্টির জন্য দায়ী। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও ব্যবসায়ীরা। শহরের বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। নানা ধরনের শারীরিক সমস্যায়ও পড়তে হচ্ছে তাদের। দিন দিন ভারসাম্যহীন হয়ে পড়ছে মানিকগঞ্জ শহরের পরিবেশ। প্রকৃতিও যেন এই মুহূর্তে নিঃশ্বাস নিতে পারছে না। অথচ এ শহরের মধ্যেই রয়েছে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। ধুলাবালুর কারণে এখন ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজসহ শহরে আসা লাখো মানুষ। সূত্র: দৈনিক বাংলা ।
চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিম হত্যা: র্যাব
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র্যাবের অভিযানে মাহমুদুল আলম ওরফে বাবু (৫০), মো. মনিরুজ্জামান মনির ওরফে মনিরুল (৩৫), জাকিরুল ইসলাম (৩১) ও মো. রেজাউল করিম (২৬) নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার আসামি। সূত্র: ঢাকা মেইল