জামায়াত তো বিএনপির সহোদর ভাই: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জামায়াত তো ওদের সহোদর ভাই, ওরাইতো বলে বিএনপি আর জামায়াত একই বৃন্তে দুটি ফুল। এটা ওদেরই বক্তব্য। এই তারুণ্যের সমাবেশে ছদ্ম বরণে জামায়াত–শিবিরও ছিল। তবে মূল দায়টা বিএনপি নেতাদের।’
রোববার (১৮ জুন) সকালে জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্যের ছবি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।


তথ্যমন্ত্রী বলেন, ‘জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তি আন্দোলনের নেতাদের ছবি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা তাদের নেতা, যারা তরুণদের এ ধরনের নৈরাজ্য শিক্ষা দিচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে তারা দায় এড়াতে পারেন না। তাদেরও অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, ইতিহাস–ঐতিহ্যের ছবি ভাঙে, আমাদের মুক্তি আন্দোলনের পুরোধাদের ছবির অবমাননা করে, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ছবি ও ম্যুরাল ভাঙে, তারা তো দেশটাই ভেঙে দেবে। তাদের হাতে তো কখনো দেশ নিরাপদ হতে পারে না। এরা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে।’
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও রাস্তার পাশে দেয়ালে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মুক্তি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে এভাবে উপস্থাপন করা হয়নি। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন আমাকে জানিয়েছেন, তারা এগুলো আবার নতুনভাবে আগের মতো দৃষ্টিনন্দন করে তৈরি করবেন। প্রয়োজনে আরও সুন্দর করে এগুলো পুনঃস্থাপন করা হবে।