আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩

বাংলাদেশ ব্যাংক
আইএমএফের ছকেই মুদ্রানীতি
নীতি সুদহারের করিডর প্রথা, সুদহারের সীমা প্রত্যাহার, ডলারের একক দামসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যা আইএমএফের ঋণের শর্তের মধ্যে ছিল।

বাজারে আগুন। উচ্চ মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষ। এই চাপ সামলাতে অবশেষে টাকার প্রবাহ কমিয়ে ঋণের খরচ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ঋণের সুদহারের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই সীমা নিয়ন্ত্রিত। এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুদের হার কিছুটা বাড়ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে ব্যাংকগুলোকেও বেশি খরচ করতে হবে। এ জন্য নীতি সুদহার বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে এই ঘোষণা দিয়েছে, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান মুদ্রানীতির উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন ও গভর্নর আব্দুর রউফ তালুকদার সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। মুদ্রানীতিতে নীতি সুদহারের করিডর প্রথা, সুদহারের সীমা প্রত্যাহার, ডলারের একক দাম, রিজার্ভের প্রকৃত হিসাবায়নসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের মধ্যে ছিল। ফলে পুরো মুদ্রানীতিটি হয়েছে আইএমএফের ছক অনুযায়ী। পাশাপাশি মূল্যস্ফীতি রোধে মুদ্রা সরবরাহনির্ভর নীতি থেকে সরে এসে সুদহার লক্ষ্য করে মুদ্রানীতি প্রণয়ন শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র: প্রথম আলো

মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ল

বাজারে অর্থ সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। এ জন্য নীতি সুদহার বাড়িয়ে বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার ৯ শতাংশের সীমা তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়মে ব্যাংক সুদহার হবে সর্বোচ্চ ১০.১২ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, এতে মূল্যস্ফীতি কমাতে বড় ধরনের প্রভাব না পড়লেও কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে মূল্যস্ফীতি কমাতে শিল্পোৎপাদন বাড়াতে হবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৩) নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান। সূত্র: কালের কণ্ঠ

রোহিঙ্গা এখন গলার কাঁটা
খুন গুম অপহরণকারীদের আস্তানা ভয়ংকর মাদকের ট্রানজিট পয়েন্ট

মানবতার কথা চিন্তা করে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে টেকনাফ আর উখিয়ায় আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাত্র পাঁচ বছরেই পাল্টে গেছে দেশের নিসর্গ সুন্দর এই সীমান্ত জনপদের দৃশ্যপট। রোহিঙ্গা ক্যাম্প এখন বাংলাদেশের সর্ববৃহৎ মাদকের পাইকারি বাজার। খুন, গুম নিত্য দিনকার ঘটনায় পরিণত হয়েছে। অপহরণকারীদের আস্তানা ক্যাম্পগুলো এখন স্থানীয়দের আতঙ্ক। ইতোমধ্যে সমূলে বিনষ্ট হয়েছে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের পাহারঘেরা নয়নাভিরাম পরিবেশ বৈচিত্র্য। এখন নষ্ট হচ্ছে সামাজিক সম্প্রীতি। স্থানীয় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদের সহিংস আচরণই যেন সেখানে ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। বিপদগ্রস্ত রোহিঙ্গাদের প্রতি সবার আগে হাত বাড়ানো স্থানীয়রাই এখন কোণঠাসা। সংশ্লিষ্টরা বলছেন, মানবতার খাতিরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, সেই রোহিঙ্গারা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। গত কয়েক দিন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির ঘুরে বিভিন্ন পর্যায়ে কথা বলে এমন সব আশঙ্কাজনক তথ্য পাওয়া গেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে বর্তমানে প্রায় ১১ লাখ নিবন্ধিত রোহিঙ্গা আছে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৮ লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারে আশ্রয় নেয়। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

সংসদ নির্বাচন ঘিরে বিশ্লেষকদের মত
নির্দিষ্ট সময়ে ভোট নিয়ে নানা শঙ্কা
দেশি-বিদেশি চাপেও অনড় আ.লীগ-বিএনপি * জনগণের স্বার্থে নয়, নিজস্ব এজেন্ডা বাস্তবায়নেই কাজ করছে প্রভাবশালী দেশগুলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এখনো বিপরীতমুখী অবস্থানে। নির্বাচনকালীন সরকার, দলগুলোকে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় না দেওয়া এবং কর্মসূচি পালনে বাধাসহ নানা ইস্যুতে সংকট তৈরি হয়েছে; যা সমাধানে নেই তেমন আশার আলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রভাবশালী দেশগুলোর নানামুখী চাপে সংলাপের সম্ভাবনা তৈরি হবে বলে অনেকের প্রত্যাশা ছিল। কিন্তু বিদেশি চাপের পর বড় দুই দলের দূরত্ব আরও বেড়েছে। ভিসানীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রতিপক্ষকে ঘায়েলে ব্যস্ত তারা। এমন পরিস্থিতিতে সব দলের অংশগ্রহণে নির্দিষ্ট সময়ে গ্রহণযোগ্য ভোট হবে কি না, তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা শঙ্কা। সমাধানের উদ্যোগ না নিয়ে ‘যথাসময়েই নির্বাচন হবে’-সরকারি দলের মন্ত্রী-এমপিদের এমন বক্তব্য এ আশঙ্কাকে আরও উসকে দিচ্ছে। অলিগলির চায়ের দোকান, সরকারি অফিস কিংবা নানা আড্ডায় এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুই আগামী নির্বাচন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে গ্রহণযোগ্য নির্বাচন না হলে কী হতে পারে, সেই আলোচনাও চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আমাদের রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের সুযোগ কাজে লাগাতে মরিয়া প্রভাবশালী দেশগুলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলে তারা নানাভাবে রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আগামী নির্বাচন নিয়ে তাদের মতো করে হাজির করছেন নানা ফর্মুলা। কিন্তু এদেশের জনগণের চাওয়াপাওয়া বিবেচনায় তারা এসব করছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সূত্র: যুগান্তর

মূল্যস্ফীতি সামাল দিতে বাড়ল সুদহার

মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ানোর মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সুদহার বাড়লে চাহিদা কমবে– এমন ধারণা থেকে এই নীতিগত অবস্থান নেওয়া হয়েছে। বিদ্যমান ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে আগামী মাস থেকে নতুন পদ্ধতি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে বাজারে সামগ্রিকভাবে সুদহার বাড়বে। অবশ্য নতুন ব্যবস্থায় বড় ঋণের তুলনায় ছোট ঋণে সুদ বাড়বে বেশি। গতকাল রোববার আগামী অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে সুদহারের নতুন পদ্ধতি কার্যকর হবে। একে বলা হবে ‘স্মার্ট’ বা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট। এটি নির্ধারিত হবে ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ যোগ করে। আর সিএমএসএমই এবং ভোক্তা ঋণের ক্ষেত্রে যোগ করতে পারবে ৪ শতাংশ। বর্তমানে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহার ৭ শতাংশের নিচে। গ্রাহক পর্যায়ে সুদহার হবে ১০ থেকে ১১ শতাংশের মধ্যে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ট্রেজারি বিলের গড় সুদের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ যোগ করতে পারবে। সূত্র সমকাল

সংকোচনশীল নতুন মুদ্রানীতি, সুদের হার-ডলারের দর বাজারের হাতে

উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে রেপো হার বাড়ানো হয়েছে। ব্যাংক ঋণে বেঁধে দেয়া ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে বাজারের ওপর ছেড়ে দেয়া হয়েছে। অস্থির ডলারের বাজার সুস্থির করতে টাকা-ডলারের বিনিময় হারও বাজারের ওপর ছেড়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে বাজারে টাকার প্রবাহ কমাতে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য বেশ খানিকটা কমানো হয়েছে; নামিয়ে আনা হয়েছে ১১ দশমিক ১০ শতাংশে। জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে এই লক্ষ্য ধরা ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।রোববার বিকেলে ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে এ সব ঘোষণা দেয়া হয়েছে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদার এই মুদ্রানীতি ঘোষণা করেন। মূল্যস্ফীতির লাগাম টানতে এবার সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। গভর্নর জানান, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে রেপো হার ৫০ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে। এখন এই হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ। এত দিন ছিল ৬ শতাংশ। সেই সঙ্গে রিভার্স রেপো হার ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছে। ৪ দশমিক ২৫ থেকে বৃদ্ধি পেয়ে তা হবে ৪ দশমিক ৫০ শতাংশ। সূত্র: দৈনিক বাংলা।

আমাদের চিকিৎসার লজ্জার ছবি
নবজাতকের পর মারা গেলেন মা

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা যাওয়া নবজাতকের মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। গতকাল রবিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নবজাতকের মৃত্যুর সাত দিনের মাথায় মায়েরও মৃত্যু হলো। এ ব্যাপারে ল্যাবএইড গ্রুপের পাবলিক রিলেশন অফিসার চৌধুরী মেহের-এ-খোদা দীপ এক লিখিত বিবৃতিতে জানান, করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় গত ১২ জুন ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সে অনুযায়ী চিকিৎসা অব্যাহত ছিল। রোগীর ইউরিন আউটপুট বন্ধ থাকায় ডায়ালাইসিস দেওয়া হচ্ছিল। সব ধরনের চেষ্টার পরও রোগীর কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি। অবশেষে গতকাল দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আঁখির মৃত্যু প্রসঙ্গে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চিকিৎসায় অবহেলায় মৃত্যু দুঃখজনক বলে মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, (সেন্ট্রাল হাসপাতালে) আমরা টিম পাঠিয়েছিলাম। তারা গিয়ে দেখেছে কী কী জিনিসের ঘাটতি ছিল। ঘাটতি পাওয়ায় ওখানে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়েছে। ঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের অস্ত্রোপচার করতে দেওয়া হবে না। বিষয়টি এখন আইনের হাতে চলে গেছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী যা শাস্তি হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আঁখির সন্তান প্রসবে চিকিৎসক ও হাসপাতাল কর্র্তৃপক্ষের অবহেলার বিষয়টি ইতিমধ্যেই সারা দেশে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল আঁখির মৃত্যুর পর শোকগ্রস্ত হয়ে পড়েন তার পরিবারের সদস্য, স্বজন ও সহপাঠীরা। হাসপাতালে ভিড় করা স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।আঁখির মৃত্যুর খবরে হাসপাতাল জুড়ে নেমে আসে শোকের ছায়া। অন্য রোগীর দর্শনার্থীদের চোখেও অশ্রু দেখা গেছে। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন আঁখির বোন খালেদা আকতার জুঁই, ভাই শামীম, চাচাসহ স্বজনরা। হাসপাতালের মেঝেতে বসে বিলাপ করতে করতে বোন জুঁই বলেন, ‘আমার বোনকে মেরে ফেলেছে।’ আঁখির ভাই শামীম গণমাধ্যমকে জানান, সব প্রক্রিয়া শেষ করে গতকালই মরদেহ কুমিল্লায় নিয়ে যাবেন। সেখানে তাকে দাফন করা হবে। সূত্র: দেশ রুপান্তর

তাপমাত্রা বাড়লে কুকুর আরও আগ্রাসী হয়ে ওঠে: গবেষণা

কুকুরকে সর্বদাই মানুষের সেরা বন্ধু বলা হয়। অনেকের কাছে সবচেয়ে পছন্দের প্রাণী এটি। তবে একটি আক্রমণাত্মক কুকুর তার মালিকের সমস্যার কারণ হয়ে উঠতে পারে — যার ওপর আক্রমণ করা হয় তার জন্য তো বটেই। এ বিষয়ে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, উচ্চ তাপমাত্রা এবং অতিবেগুনি রশ্মির বেশি বিকিরণের কারণে দিনের বেলা কুকুরের কামড়ের আশঙ্কা বেড়ে যায়।গবেষকেরা ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের আটটি শহরের কুকুরের কামড়ের তথ্য বিশ্লেষণ করেছেন। এ সময়ের মধ্যে শহরগুলোতে ৭০ হাজার কুকুরের কামড়ের তথ্য পাওয়া গেছে।গবেষকেরা তথ্যগুলো বিশ্লেষণ করে দেখতে পান, তীব্র গরমের দিনে কুকুরের কামড়ের ঘটনা চার শতাংশ বেড়ে গিয়েছিল। অতিবেগুনি রশ্মির বিকিরণ বেশি হলে এ বৃদ্ধি ১১ শতাংশ এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়লে তিন শতাংশ পর্যন্ত বাড়ার প্রমাণ পান তারা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

‘জাতীয় পার্টির কন্ঠে নির্বাচন বর্জনের সুর’

জাতীয় পার্টির কন্ঠে নির্বাচন বর্জনের সুর- দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম এটি। এতে বলা হয়েছে, বিএনপি ও সমমনা দলগুলো আগেই দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছে। বরিশালের ভোটে প্রার্থী আক্রান্ত হওয়ায় সিলেট এবং রাজশাহীর নির্বাচন থেকে সরে গেছে ইসলামী আন্দোলন। এখন সুষ্ঠু নির্বাচন হবে না আশঙ্কা প্রকাশ করে রাজশাহীতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নির্বাচন বর্জনে দলের অনুমতি চেয়েছেন।জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এ খবর নিশ্চিত করে দৈনিক সমকালকে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন না হলে ভোট বর্জনের সিন্ধান্ত নেওয়ার অনুমতি দেয়া হয়েছে প্রার্থীদের। আ.লীগের নির্বাচন মানেই ভোট চুরি: খসরু, এমন শিরোনাম করেছে যুগান্তর। এই খবরটিতে বলা হয়েছে, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পালটাপালটি বক্তব্যে রোববার সিপিডির বাজেট সংলাপে উত্তাপ ছড়িয়েছে। সূত্র বিবিসি বাংলা।

পসার বাড়াতে সোশাল মিডিয়ায় প্রচারে চিকিৎসকরা, কতটা নীতিসিদ্ধ?
মাহবুবা রহমান আঁখির মৃত্যু সামনে এনেছে রোগী বাগাতে সোশাল মিডিয়ায় চিকিৎসকদের তৎপরতা।

কুমিল্লার তিতাস উপজেলার এই তরুণী এমন প্রচারে আকৃষ্ট হয়ে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে এসেছিলেন ডা. সংযুক্তা সাহার কাছে, অস্ত্রোপচার ছাড়া প্রসব করাতে। কিন্তু এই চিকিৎসকের অনুপস্থিতিতে ওই হাসপাতালে প্রসব করাতে গিয়ে নবজাতকটিরও মৃত্যু হয়েছে, শেষে রোববার আঁখিও মারা গেছেন। ফেইসবুকে ডা. সংযুক্তা সাহার অনুসারীর সংখ্য ৫ লাখ ৩৪ হাজারের বেশি। তিনি নিয়মিত স্বাভাবিক গর্ভধারণ নিয়ে ভিডিও আপলোড করেন, অনেক সময় লাইভেও আসেন।
সবশেষ গত ৭ জুন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে দেখাচ্ছেন, যাদের অস্ত্রোপচার ছাড়াই সন্তান হয়েছে।আঁখির ঘটনার পর গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক সংযুক্তা সাহা ওই হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলে নির্দেশনা এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।চিকিৎসকদের পসার বাড়ানোর লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ‘প্রচার চালানোর’ ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র: বিডি নিউজ