বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

গাজীপুর সংবাদদাতাগাজীপুর সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

ছবি- সংগৃহীত

চলতি মাসের বেতন ও পবিত্র ঈদুল আজহার বোনাসের দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও মালিক পক্ষের আশ্বাসে প্রায় ঘণ্টাব্যাপী করা এই অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা।

কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো: ওসমান গণি গণমাধ্যমকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সাথে কথা বলেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সারাদিন/১৯ জুন/এমবি 

Nagad