আরও ৩৬০ ডেঙ্গুরোগী হাসপাতালে, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮২ জন এবং ঢাকার বাইরের ৭৮ জন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ১ হাজার ৩০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে ২৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জুন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩০৩ জন হয়েছেন।

সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৪ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ৫৮৩ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন।

Nagad

সারাদিন/২১ জুন/এমবি