আরও ১৪৬ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ১৪৬ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩৩ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। একই সময়ে দেশে করোনা আক্রন্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মহামারী শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪১ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮৫টি পরীক্ষাগারে ১৬৪০টি নমুনা সংগ্রহ করা হয়। ১৬৪০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৭৭৪৮ জনে দাঁড়িয়েছে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

সারাদিন/২১ জুন/এমবি 

Nagad