১২ ঘণ্টা পর নিভল সাগর নন্দিনী-২ জাহাজের আগুন

বরিশাল সংবাদদাতা:বরিশাল সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৩

বরিশালের ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত ‘সাগর নন্দিনী-২’ নামের তেলবাহী জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিভেছে।

আজ মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৫টায় দমকলকর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করার প্রস্তুতি নেওয়ার সময় আবারও জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং তাতে আবারও আগুন ধরে যায়। এ সময় প্রাণ রক্ষায় নদীতে লাফিয়ে পড়েন জাহাজে থাকা পুলিশ ও তেলের ট্যাংকারের কর্মীরা। এর মধ্যেই দুই পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ হন।

উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, জাহাজটিতে আর কোনো তেল অবশিষ্ট নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর সব পুড়ে আগুন নিভে যায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করা হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিনির্বাপণে বরিশাল বিভাগে মজুত থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়। তবে সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে তেল পুড়ে নিঃশেষ হয়ে মঙ্গলবার ভোরে অবশেষে আগুন নিভেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার (১ জুলাই) দুপুরে বিকট শব্দে সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। মোট ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাটের অপর পাশে সুগন্ধা নদীতে গত শনিবার সাগর নন্দিনী-২ বিস্ফোরিত হয়। ঘটনার পর ট্যাংকারে থাকা ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ হয়েছিলেন চারজন। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের (চারটি) মরদেহ উদ্ধার করা হয়।

Nagad