কলেজছাত্রী হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড দিলো আদালত

ঝালকাঠি সংবাদদাতাঝালকাঠি সংবাদদাতা
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে কলেজ ছাত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রেমিক সোহাগ মীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৪ জুলাই) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম এই রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- সোহাগ মীর কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার ছেলে।

নিহত ব্যক্তি হলেন- বেনজির জাহান মুক্তা (১৯)। তিনি উপজেলার বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ০৪ ফেব্রুয়ারি বেনজির জাহান মুক্তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রেমিক সোহাগ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় একটি হত্যা মামলা করেন।

Nagad

সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল জানান, ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার (০৪ জুলাই) আদালত এই রায় দেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদিন/০৪ জুলাই/এমবি