সাগরিকায় বাংলাদেশের সংগ্রহ ১৬৯

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

সাগরিকায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতায় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। রশিদ-মুজিবদের স্পিন ভেলকিতে একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া কেউ সাফল্যের দেখা পায়নি। ফলে প্রথম ওয়ানডেতে সাদামাটা পুঁজি গড়েছে বাংলাদেশ।

বুধবার (০৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে টাইগাররা। অফগানের জয়ের জন্য করতে হবে ১৭০ রান।

এদিন সাগরিকায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী। এর ফলে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। এদিন দুইবার বৃষ্টির হানায় খেলা বন্ধ রাখা হয়।

ব্যাটিংয়ে প্রথমে ভালো শুরুর ইঙ্গিত দেয় দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে দলীয় ৩০ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। ফজল হক ফারুকীর বলে রহমতউল্লাহ গুরবাজের তালুবন্দি হওয়ার আগে ২১ বলে ১৩ রান করেন তিনি। এরপর দলীয় ৬৫ রানে মুজিবুর রহমানের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৬ রান। এরপর দলীয় ৭২ রানে ফিরে যান নাজমুল হোসেন শান্তও। ১৬ বলে ১২ রান করেন তিনি। সবমিলিয়ে শুরুতে তিন ব্যাটারকে হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ।

তারপর বৃষ্টিতে ৩০ মিনিট বন্ধ থাকার পর খেলা আবারও শুরু হলে হৃদয়কে নিয়ে জুটি গড়েন সাকিব আল হাসান। তবে দলীয় ১০৯ রানে সাকিবের বিদায়ে আবারও বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৮ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর আউট হয়ে যান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ৩ বলে ১ রান করে রশিদের বলে বোল্ড হন তিনি।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে সুযোগ পেয়েছিলেন হাল ধরারও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না বাঁহাতি ব্যাটার। সাতে নেমে মাত্র ৪ রান করে আফগান লেগ স্পিনার রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন আফিফ। ব্যাট করতে নোমা মিরাজও বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ১৩৯ রানে ফারুকীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন মিরাজ। তার বিদায়ে কার্যত বাংলাদেশের লড়াকু সংগ্রহ গড়ার আশা শেষ হয়ে যায়।

Nagad

এরপর দ্বিতীয় দফায় বৃষ্টি আঘাত হানলে ফের বন্ধ হয়ে যায় খেলা। ১ ঘন্টারও বেশি সময় পর খেলা শুরু হলে কমে আসে ওভার। ৭ ওভার কমিয়ে ৪৩ ওভারে শুরু হয় খেলা। বৃষ্টির পরই সাজঘরে ফেরেন তাসকিন। এরপর বাকি ব্যাটারদের নিয়ে স্কোরবোর্ড সচল রাখার কাজটা করেন তৌহিদ হৃদয়। তুলে নেন লড়াকু এক ফিফটি। এরপর ফারুকীর বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ৬৯ বলে ৫১ রান করে আউট হন তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানে থামে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৩ ওভারে ১৬৯/৯।
(তামিম ১৩, লিটন ২৬, শান্ত ১২, সাকিব ১৫, হৃদয় ৫১, মুশফিক ১, আফিফ ৪, মিরাজ ৫, হাসান ৮*, তাসকিন ৭, মুস্তাফিজুর ৩*; ফারুকী ৮.৪-১-২৪-৩, শাফি ৪.২-০-৩৬-০, ওমরজাই ৬-০-৩৯-১, মুজিব ৯-১-২৩-২, নবী ৬-০-২৫-১, রশিদ ৯-০-২১-২)।

সারাদিন/০৫ জুলাই/এমবি