প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’দফা বৈঠকে পিটার হাস

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

ছুটি কাটিয়ে ঢাকায় আসার পর বুধবার (৫ জুলাই) ব্যস্ত সময় কাটিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেড় ঘণ্টা কাটান তিনি। বৈঠক করেছেন দুই দফায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের ঢাকা সফরের আলোচনার মাঝেই প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হলো। যদিও দুই দফায় বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আলোচনায় কোন কোন বিষয়গুলো ছিল, তা জানা যায়নি। এমনকি এ নিয়ে দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টার দিকে যান পিটার হাস। সেখানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেন। প্রায় ৪০ মিনিট বৈঠকটি চলে। এরপর তিনি বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সঙ্গে। দ্বিতীয় বৈঠকটি চলে পৌনে এক ঘণ্টা; বেলা ১১টা ৪২ থেকে ১২টা ২৮ মিনিট পর্যন্ত।

চলমান রাজনৈতিক এবং কূটনৈতিক ডামাডোলের মধ্যে অনুষ্ঠিত হলো এ দুই বৈঠক। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা গেলেও সেখানে কী কী বিষয় আলোচিত হয়েছে, জানা যায়নি। এ নিয়ে উভয়পক্ষই নীরবতা পালন করছে।
এদিকে, ঢাকায় ফেরার পর বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের আগে ইইউ রাষ্ট্রদূতের বাসায় পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। ওইদিন সকালে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ১২টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা যোগ দেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক কূটনীতিক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সপ্তাহে ইইউর প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল ঢাকা আসবে। প্রতিনিধি দলটির কার্যক্রম ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে চা-চক্রে আলোচনা হয়েছে।

ইইউ রাষ্ট্রদূতের বাসায় চা চক্রে যোগ দেওয়া অন্যরা হলেন– ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপি, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইজফ্রিড রেংলি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ক্রিস্টোফার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে অ্যাসিস বেনেতিজ সালাস, জার্মানির উপরাষ্ট্রদূত জ্যান জেনোভস্কি, জাপানের উপরাষ্ট্রদূত তাতসুয়া মাচিদা, সুইডেন দূতাবাসের কাউন্সিলর জ্যাকব ইতাত, ইতালির উপরাষ্ট্রদূত মাতিয়া ভেন্তুরা, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা সাইমন লিভার ও নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত ম্যাটথিজিস জেল উডস্ট্রা।

Nagad