আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সিকে ‘সতর্ক’ হতে বললেন বাইডেন
পশ্চিমাদের বিনিয়োগের ওপর চীনের অর্থনীতি নির্ভরশীল—এ কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ‘সতর্ক হওয়ার’ পরামর্শ দিয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিন পিংয়ের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওই পরামর্শ দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষজ্ঞদের সাক্ষাৎকারে বিষয়টি উঠে এসেছে।ওই বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্টকে বলেন, ‘আমি বলেছি, এটা কোনো হুমকি নয়। এটা আমার পর্যবেক্ষণ।’চীন সফরে গিয়ে বেইজিংয়ের সমালোচনায় মার্কিন অর্থমন্ত্রী-চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের (ডানে) সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। গ্রেট হল অব দ্য পিপল, বেইজিং, চীন, ৭ জুলাই-ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘আপনি (সি চিন পিং) বলেছেন যে আপনার দেশের অর্থনীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। সুতরাং আপনি সতর্ক হোন, সতর্ক হোন।’ সূত্র: প্রথম আলো


অ্যামাজন বন নিয়ে শুভ সংবাদ দিল ব্রাজিল
কথা রেখেছেন লুলা, বন ধ্বংস হ্রাস পেয়েছে এক-তৃতীয়াংশ
অ্যামাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বিশ্বের মোট অক্সিজেনের ২৫ শতাংশই আসে এই বনাঞ্চল থেকে। কিন্তু ব্রাজিলে গত কয়েক বছরে এই বন উজাড় উদ্বেগজনকভাবে বেড়েছে। অথচ বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে আমাজনের অতিবৃষ্টি অরণ্য বা চিরহরিৎ বনের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এবার এই বন নিয়ে শুভ সংবাদ জানাল ব্রাজিল সরকার। গত ছয় মাসেই বন ধ্বংসের হার ৩৩.৬ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থাৎ ২০২২ সালের প্রথম ছয় মাসে যে পরিমাণ আমাজন ধ্বংস হয়েছে, ২০২৩ সালে সেই ধ্বংসের মাত্রা এক-তৃতীয়াংশ কমে গেছে। ২০২২ সালে যেখানে প্রথম ছয় মাসে ৩ হাজার ৯৮৮ বর্গকিলোমিটার এলাকার বন ধ্বংস হয়েছে, ২০২৩ সালে হয়েছে ২ হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার বন।এটা সম্ভব হয় কেবল দেশটির বামপন্থি নেতা লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর। তিনি ছয় মাস আগে ক্ষমতা নেওয়ার পর থেকে উল্লেখযোগ্য হারে কমে গেছে অ্যামাজন নিধন। সাবেক প্রেসিডেন্ট কট্টোর ডানপন্থি জইর বলসোনারোর আমলে রীতিমতো অ্যামাজন ধ্বংসের উৎসব চলেছিল। তবে গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই অবস্থা বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন লুলা দা সিলভা। ক্ষমতায় বসেই নিজের কথার বাস্তবায়ন শুরু করেন তিনি। সূত্র: বিডি প্রতিদিন।
রুপির আন্তর্জাতিকীকরণে শুরুতেই শ্লথগতি
রুপিকে আন্তর্জাতিকীকরণে ভারতের নতুন যাত্রা শুরুতেই প্রত্যাশিত গতি হারিয়েছে। আন্তর্জাতিক রফতানি বাণিজ্যে দেশটির উপস্থিতির স্বল্পতা ও অন্যতম অংশীদার দেশ রাশিয়ার অনাগ্রহ বড় ভূমিকা পালন করেছে। রয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে রুপির প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউয়ানের বিস্তার। খবর দ্য বিজনেস টাইমস। ১৮টি দেশের এক ডজনের বেশি ব্যাংককে রুপিতে লেনদেনের অনুমোদন দিয়েছে দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোকে উৎসাহিত করেছে বাণিজ্যে রুপি ব্যবহারে। কিন্তু সাফল্য এখন পর্যন্ত অধরা। প্রকল্প শুরু হওয়ার পর স্থানীয় মুদ্রা বাণিজ্যের পরিমাণ প্রায় ১ হাজার কোটি রুপি বা ১২ কোটি ডলার। বিপরীতে গত অর্থবছরে ভারতের মোট বাণিজ্য ছিল ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুপিকে আন্তর্জাতিক অঙ্গনে নেয়ার জোর প্রচেষ্টা চালিয়েছেন। দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে কভিড-১৯-পরবর্তী পৃথিবীতে চীনের বিকল্প অবস্থান তৈরি করতে চায়। অথচ ভারত যখন রুপিকে আন্তর্জাতিক করার জন্য প্রচারণা চালাচ্ছে, তখন গৃহীত কিছু পদক্ষেপই পরিকল্পনার বিপরীতে এসে দাঁড়িয়েছে। এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশটি বৈশ্বিক রফতানি বাণিজ্যে হিস্যা মাত্র ২ শতাংশ। রয়েছে অন্যান্য সীমাবদ্ধতাও। সূত্র: বণিক বার্তা
ভারতে মরিয়া কিডনি বিক্রেতারা প্রতারণার শিকার হচ্ছেন ফেসবুকে
দুই মেয়ের মা সুরাইয়া কয়েক মাস আগে এক দুর্ঘটনায় পড়েছিলেন। লাখ পাঁচেক রুপি ঋণও রয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এ নারীর। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের এক সকালে তিনি সিদ্ধান্ত নিলেন, নিজের একটা কিডনি বিক্রি করে দেবেন।ভারতে কিডনি বিক্রি অবৈধ — এ কথা সুরাইয়ার জানা ছিল। মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকে তিনি ‘কিডনি’ আর ‘সেল’ (বিক্রি) শব্দদুটো লিখে অনুসন্ধান করলেন। কয়েক ডজন পেজ খুঁজে পেলেন — তার মধ্যে একটাতে সুরাইয়া নিজের ফোন নাম্বার দিয়ে জানিয়ে রাখলেন তিনি একটি কিডনি বিক্রি করতে চান। দিনকয়েক বাদে ডা. স্যান্ডি পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি ফোন করে সুরাইয়াকে জানালেন, দিল্লির কাছে গাজিয়াবাদের গিত্র মেডিকেল সেন্টার তার একটি কিডনি দশ লাখ রুপি দিয়ে কিনতে ইচ্ছুক। তাকে স্রেফ একটা ফর্ম পূরণ করতে হবে আর ডোনার কার্ডের জন্য আট হাজার রুপি দিতে হবে।ডোনার কার্ড পেলেই কেবল সুরাইয়া কিডনি বিক্রি করতে পারবেন। ওই আট হাজার রুপি দেওয়ার কিছুদিন আগেই সুরাইয়া মোহন ফাউন্ডেশন নামক আরেকটি প্রতিষ্ঠানের খোঁজ পান। অলাভজনক এ প্রতিষ্ঠানটি অঙ্গদানে মানুষকে উৎসাহ দেয় এবং যারা মৃত্যুর পরে অঙ্গদান করতে চান, তাদেরকে ডোনার কার্ড সরবরাহ করে। সূত্র: বিসনেস স্ট্যান্ডার্ড।
বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, সেটি তাদের আইনে আছে: রাশিয়া
বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে, সেটি দেশটির আইনেই রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিবিদদের তৎপরতাকে নব্য উপনিবেশবাদ ছাড়া কী বলা যেতে পারে।গত বৃহস্পতিবার মস্কোতে নিয়মিত ব্রিফিংয়ে মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে মুখপাত্রের পুরো বক্তব্য প্রকাশ করে।ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, জুনের মাঝামাঝি ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেলকে এবং একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে পাঠানো ডেমোক্রেটিক পার্টির মার্কিন কংগ্রেস সদস্যদের যে চিঠিগুলো প্রকাশিত হয়েছে, তা লক্ষ করেছেন। চিঠিগুলোতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়তা চাওয়া হয়েছে। মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন যাদের সমালোচনা করে, তাদের সংখ্যাগরিষ্ঠরাই তাদের (যুক্তরাষ্ট্র ও ইউরোপ) কাছে যায় না। তারা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য এবং নিজেরাই নিজেদের সমস্যা মোকাবিলার কথা বলে। বাংলাদেশে কীভাবে নির্বাচন পরিচালনা করা হবে, তা খুব স্পষ্টভাবেই দেশটির আইনে উল্লেখ করা আছে। সূত্র: কালবেলা
জাপানি খাবারে চীনের নিষেধাজ্ঞা
জাপানের ১০টি অঞ্চলের খাবার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। চীনের কাস্টমস কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ ঘোষণা দেয়। নিরাপত্তাজনিত কারণে জাপানের অন্যান্য স্থান থেকে আসা খাবারের তেজস্ক্রিয়তা পরীক্ষা করারও পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে তারা। এ ছাড়া দক্ষিণ কোরিয়াও জাপানি খাবারে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আল-জাজিরা জানায়, ভূমিকম্প ও সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য পানি প্রশান্ত মহাসাগরে ফেলার বিতর্কিত পরিকল্পনায় বিরোধিতা করছে চীন। এদিকে চীন দক্ষিণ কোরিয়ার জাপানি খাদ্যপণ্যে নিষেধাজ্ঞা জাপানের মাছ ও সামুদ্রিক খাবার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ফুকুশিমার তেজস্ক্রিয় বর্জ্য পানি শোধন করে সমুদ্রে নিষ্কাশনের জন্য গত মঙ্গলবার জাপানকে ছাড়পত্র দেয়। গতকাল শুক্রবার জাপানের ফুকুশিমা কেন্দ্র পরিচালনাকারী কোম্পানি টেপকোও একই অনুমতি দিয়েছে। জাপানকে মহাসাগরে তেজস্ক্রিয় বর্জ্য পানি ফেলার পরিকল্পনা আইএইএ অনুমতি দেয়ায় সবচেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। সূত্র; দৈনিক বাংলা।
চিপযুদ্ধের উত্তাপ কমাতে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন অর্থমন্ত্রীর সাক্ষাৎ
চার দিনের সফরে চীনে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে চিপ মার্কেটে দুই দেশের প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। খবর: নিক্কি এশিয়া’র। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র চিপ মার্কেটে আগ্রাসী আচরণ নিয়ে ব্যবসা করতে চায় না, বরং চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা চায়। আমরা এমন একটি নীতি মেনে চলতে চাই, যাতে উভয় দেশ লাভবান হয়।’ চীন সম্প্রতি সেমিকন্ডাক্টর তৈরির দুটি ধাতব রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এগুলো মূলত ডিসপ্লে, বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দরকার হয়। চীনের ওই নিষেধাজ্ঞার ফলে মার্কিন চিপনির্মাতা প্রতিষ্ঠানগুলোর বেশ বেকায়দায় পড়ার কথা। তবে মূলত বাইডেন প্রশাসন কিছু উন্নত চিপ চীনে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর চীন এটি করেছে। ২০১৫ সালে প্রথম যুক্তরাষ্ট্র চীনে চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরে ২০২১ ও ২০২২ সালে দুবার তার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ডিসেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় যুক্তরাষ্ট্র। সুত্র: সমকাল
ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে বিতর্কিত গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বোমার আক্রমণে অসংখ্য বেসমারিক নাগরিক নিহত হওয়ার রেকর্ড রয়েছে। এরপরও রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করতে কিয়েভকে এই বোমা দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, অবিস্ফোরিত বোমার কারণে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে—এমন ভাবনা থেকে মার্কিন প্রশাসন ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়টি দীর্ঘদিন আটকে রেখেছিল। যদিও কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে বারবার অস্ত্র চেয়েছে ইউক্রেন। নিজেদের অস্ত্রভান্ডার ফুরিয়ে আসার আগে দ্রুত তা সরবারহের আহ্বান জানিয়ে আসছিল দেশটি। সূত্র: আজকের পত্রিকা ।
ব্রাজিলে ভবন ধসে ২ শিশুসহ নিহত ৮
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ভবন ধসে অন্তত আটজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এবং ৫ বছর বয়সী দুইজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে এক আবাসিক এলাকায় শুক্রবার সকালে একটি চারতলা ভবন ধসের ঘটনা ঘটে। রাত পর্যন্ত ধসে পড়া ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা।তবে ঠিক কি কারণে ধসের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ভবন ধস এমন সময়ে হয়েছে যখন বেশীরভাগ বাসিন্দা ঘুমাচ্ছিলেন। তাই হতাহতের সংখ্যা বাড়তে বলে ধারণা তাদের। সূত্র: দেশ রুপান্তর
দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধটা কোথায়?
দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিভিন্ন দেশ বিরোধে লিপ্ত ছিল বহু শত বছর ধরে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সীমানা বিরোধ নিয়ে উত্তেজনা অনেক বেড়েছে। বিশেষ করে সম্প্রতি চীন যে ধরণের ব্যাপক দাবি শুরু করেছে, যার মধ্যে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাও রয়েছে, তা ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে। এসব দেশও এখন দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করছে।অন্যান্য দেশও সাগরের মাঝখানে প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং সাগরের বিভিন্ন অঞ্চলের ওপর তাদের অধিকার দাবি করছে।চীন তাদের দাবির সমর্থনে সাগরের মাঝখানে অনেক কৃত্রিম দ্বীপ তৈরি করছে এবং নৌবাহিনী পাঠিয়ে টহল দিচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, তারা সীমানা বিরোধে কোন পক্ষ নেয় না, কিন্তু সেখানে যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠিয়েছে, যেটিকে তারা “নৌপথে চলাচলের স্বাধীনতা” রক্ষার অভিযান বলে বর্ণনা করে থাকে। সূত্র: বিবিসি বাংলা।