ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণ মামলায় জারিফের স্বীকারোক্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

রাজধানীর ধানমন্ডি-১৫ নম্বরে এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার মাহাদী হাসান জারিফ (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (০৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম আসামি জারিফকে আদালতে হাজির করেন। এ সময় তিনি জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সিএমএম আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) এসআই সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে মাহাদী হাসান জারিফকে গ্রেপ্তার করে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

উল্লেখ্য, গত ০৩ জুলাই সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি-১৫ নম্বরে একটি ভবনে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর অভিযুক্তকে আসামি করে ভুক্তভোগীর বাবা মামলা করেন। আশপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বরিশালের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে গ্রেপ্তার করা হয়।

Nagad

সারাদিন/০৮ জুলাই/এমবি