জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ দিলো আফগানরা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। সাগরিকায় আগে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আফগানরা।

শনিবার (০৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে দুইজনের রেকর্ড গড়া জুটিতে ৩৩১ রান তুলেছে আফগানিস্তান।

দলের পক্ষে সর্বোচ্চ ১৪৫ রান করেছেন আফগান ওপেনার গুরবাজ। আরেক সেঞ্চুরিয়ান জাদরানও করেছেন ১০০ রান।

এর আগে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের আগের সর্বোচ্চ রান ছিল ২০১৬ সালে ঢাকার মিরপুরে ২৫৮। আগে ব্যাট করে সর্বোচ্চ রান ছিল আবুধাবিতে ২০১৮ এশিয়া কাপে ২৫৫।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে আফগানিস্তান।

Nagad

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ৩৩১/৯।
(গুরবাজ ১৪৫, জাদরান ১০০, শাহ ২, শাহিদি ২, নাজিবউল্লাহ ১০, নবী ২৫, রশিদ ৬, ওমরজাই ২, মুজিব ৫, ফারুকী ১; মুস্তাফিজুর ১০-০-৬০-২, হাসান ১০-০-৭০-২, এবাদত ৯.২-০-৬১-১, সাকিব ১০-০-৫০-২, মিরাজ ৯-০-৬০-২, শান্ত ১.৪-০-১৭-০)।

সারাদিন/০৮ জুলাই/এমবি