মৃত্যুর আগে বান্ধবীকে হাজার কোটি টাকা দিয়ে গেলেন বারলুসকোনি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ও বান্ধবী মার্টা ফ্যাসিনা, ছবি- সংগৃহীত

মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী বান্ধবী মার্টা ফ্যাসিনাকে ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকার (১০ কোটি ইউরো) সম্পদ লিখে দিয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। গত ১২ জুন মারা গেছেন সিলভিও বারলুসকোনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বারলুসকোনির সম্পদের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ইউরোর বেশি।

২০২০ সালের মার্চ থেকে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির সাথে সম্পর্ক শুরু হয় বান্ধবী মার্টা ফ্যাসিনার। তবে তারা বিয়ে না করলেও বারলুসকোনি মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে ‘স্ত্রী’ বলে ডেকেছেন।

২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে ফ্যাসিনা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য। তিনি রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।

বারলুসকোনির সব ব্যবসা তার দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিওর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের কাছে পরিবারের হোল্ডিংয়ের ৫৩ শতাংশ শেয়ার থাকবে। এছাড়া তিনি মৃত্যুর আগে তার ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর মার্সেলো ডেল’উত্রির জন্য ৩০ মিলিয়ন ইউরো রেখে গেছেন।

Nagad

সারাদিন/১০ জুলাই/এমবি