বিসিসিইউএল’র প্রস্তাবিত হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৯৯৭ সালে চট্টগ্রামের কদলপুর রাউজানে প্রতিষ্ঠিত বৌদ্ধদের আর্থ-সামাজিক উন্নয়নে সময়োপযোগী একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: বিসিসিইউএল।
বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো মহোদয় গ্রামীণ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত মানুষ চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন তারই ধারাবাহিকতায় গত ১০ জুলাই (সোমবার) চট্টগ্রাম শহরের পিটষ্টপ রেন্তোরাঁ’র হল রুমে বিসিসিইউএল’র প্রস্তাবিত হাসপাতাল করার লক্ষ্যে সম্মানিত ডাক্তারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভার প্রারম্ভে উপস্থিত সকলের আত্মপরিচয় ও সংঘরাজ ভিক্ষু মহাসভার তরুণ সাংঘিক ভদন্ত তিলোকাবংশ মহাথেরো মহোদয় ত্রিপিটক পাঠ করেন।
বিসিসিইউএল এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:(বিসিসিইউএল) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ,জাতীয় সমবায় পুরস্কার ২০২০ প্রাপ্ত ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো মহোদয়।
তিনি ন্বাগত বক্তব্য প্রদান করতে গিয়ে হাসপাতাল নির্মাণ করার স্বপ্ন বাস্তবায়ন লক্ষ্য উদ্দেশ্য ও বিসিসিইউএল এর প্রতিষ্ঠার ইতিবৃত্ত সবাইকে জ্ঞাত করেন।
এরপর বিসিসিইউএল এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী হাসপাতাল নির্মাণ প্রকল্প উপর প্রজেক্টর মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সবার অবগতির জন্য তুলে ধরেন।
বিসিসিইউএল’র প্রস্তাবিত হাসপাতাল নির্মাণে উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তারগণ ও সুধীজন তাদের স্ব স্ব অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন ইউএসটিসি সাবেক ভিসি প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিষ্ট ফাউন্ডেশন এর সভাপতি বাবু সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ,ডাক্তার বসুবন্ধু বড়ুয়া, ডাঃ প্রীতি বড়ুয়া, ডাঃ ভাগ্যধন বড়ুয়া,ডাঃ প্রীতিভূষণ বড়ুয়া,ডাঃ অনুপম বড়ুয়া, ডাঃ জয়দত্ত বড়ুয়া,ডাঃ কাজল বড়ুয়া,ডাঃ মনোজ বড়ুয়াসহ প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র মহাসচিব ড. সংঘ প্রিয় মহাধেরো, যুগ্ম মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাতেরো, বাংলাদেশ ভিক্ষু মহাসভার ড, প্রিয়দর্শী মহাথেরো, ভদন্ত সুমঙ্গল থেরো মহোদয় ও বৌদ্ধ কল্যাণ ট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান বাবু সুপ্তভুষন বড়ুয়া।
ট্রেজারা’র বাবু আশুৃতোষ বড়ুয়া, ডিরেক্টর প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া,সেক্রেটারি বাবু রনধীর বড়ুয়া,ডিরেক্টর এপেক্মিয়ান মৃণাল কান্তি বড়ুয়া, ডিরেক্টর আয়ুপাল বড়ুয়া, ডিরেক্টর টিটুল বড়ুয়া,ডিরেক্টর মিলন বড়ুয়া,ডিরেক্টর প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, ডিরেক্টর এডভোকেট জয় বড়ুয়া,জিএম বাবুল কান্তি বড়ুয়া, ডিজিএম দিলীপ বড়ুয়া,এডমিন বকুল বড়ুয়া ও বিসিসিইউএল এর অনেক সদস্য ও কর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় এই হাসপাতালটি প্রতিষ্ঠায় সার্বজনীন বৃহত্তর উদ্যোগকে বাস্তবে রূপ দিতে বিসিসিইউএল এর সাথে একত্বতা ঘোষণা করেছেন চিকিৎসা পেশায় যুক্ত ডাক্তার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এবং নিজেদের সম্পৃক্ত হওয়ার পাশাপাশি সবাই মিলে হাতে হাত ধরে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সকলে এই হাসপাতাল স্থাপনে অঙ্গীকারাবদ্ধ প্রদান সহ সেতুবন্ধনে বিশাল ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভা-শেষে বিসিসিইউএল এর পক্ষ হতে মধ্যহৃভোজনে সবাই অংশগ্রহণ করেন।