যমুনার পানি ৪৫ বছরের রেকর্ড ভাঙল, ডুবলো দিল্লির প্রধান সড়ক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

ছবি- সংগৃহীত

ভারতের দিল্লিতে যমুনা নদীর পানির উচ্চতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনার পানি ২০৭ দশমিক ৫৫ মিটার উচ্চতায় (প্রায় ৬৮১ ফুট) প্রবাহিত হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে তুমুল বৃষ্টিপাতে ভারতের উত্তরাঞ্চলে যমুনা নদীর পানির এই রেকর্ড ভাঙে।

বুধবার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির উত্তরাঞ্চলে তলিয়ে আছে প্রধান সড়কগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্ত যাতায়াতব্যবস্থা। পূর্বের দিকে এগিয়ে চলছে পানি। ইতোমধ্যে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিচু অঞ্চলগুলোতে উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, হাতিনি কুন্দ বাঁধ খুলে দেওয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ২টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় পুরনো রেল সেতুর কাছে যমুনা নদী ২০৭ দশমিক ৩৮ মিটার (প্রায় ৬৮০ ফুট) উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। সর্বশেষ ভারতের রাজধানীতে ২০১৩ সালে ২০৭ দশমিক ৩২ মিটার উচ্চতায় যমুনা প্রবাহিত হয়। দিনের পরের অংশে ১৯৭৮ সালের রেকর্ড ২০৭ দশমিক ৪৯ মিটার উচ্চতাকেও ছাড়িয়ে যায়।

দিল্লির পানিমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, “পরিস্থিতির মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সারাদিন/১৩ জুলাই/এমবি 

Nagad