১৪ হাজার অসহায় পেল ঝিনাইদহ পৌরসভার ফ্রি চিকিৎসা
ঝিনাইদহে ৪ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাস্প আজ শেষ হয়েছে । আজ বিকেলে আরাপপুর নিউ একাডেমি এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ঝিনাইদহ পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সকাল থেকেই বিভিন্নস্থান থেকে আসা অসহায়-হত-দরিদ্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ।
পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তার বক্তব্যে বলেন, গত ৪ দিন ব্যাপি এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে কমপক্ষে ১৪ হাজার অসহায়-দুঃস্থ-গরীব পৌরবাসিন্দারা ফ্রি-চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেছেন । তাদেরকে ১৭ জন মেডিক্যাল স্পেশালিষ্ট , ১৬ জন মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্ট, ৮ জন টেকনোলজিস্ট , ৮ জন ফার্মাসিস্ট , ৫০ জন স্কাউট, ৩০ জন পৌরকর্মচারী ও ১০ জন জাহেদী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এ চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করেন ।


তিনি আরো বলেন, গত ১২ জুলাই ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৪ দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয় । প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টি পর্যন্ত চিকিৎসা সেবা চলমান ছিল । সেখানে রোগীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের টেস্ট ও ফ্রি ওষুধ প্রদান করেন ঝিনাইদহসহ দেশের নামিদামী ডাক্তার ও কনসালটেন্টবৃন্দ । অসহায়রা এ ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে অত্যন্ত খুশী ।
সমাপনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিশু হাসপাতাল কর্মকর্তা ডা. রেজা জামিল, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ ।