প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’র আয় ৮৪ হাজার ডলার

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহ পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’র পরেই আসন নিয়েছে।

কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এই তথ্য জানান।

অলিউল্লাহ সজীব জানান, ‘প্রিয়তমা’র প্রথম সপ্তাহের রিপোর্ট দেখে সত্যি চমকে গেছি! এতগুলো প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়েও ‘প্রিয়তমা’ যখন প্রথম ৩ দিনে ৪৪ হাজার ডলার আয় করল, খুবই অবাক হয়েছিলাম। তবে এর পরের ৪ দিনে যা হলো, সেটা অবিশ্বাস্য। শুধু অবিশ্বাস্য বললে ভুল হবে, খুবই অবিশ্বাস্য।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে আমেরিকা কানাডায় একটি সিনেমার পুরো সপ্তাহের ব্যবসাটা হয় মূলত শুক্রবার রাত, শনিবার আর রবিবার। তাই এই ৩ দিনের আয় দেখে সিনেমা চেইনগুলো প্রতি সোমবার সিদ্ধান্ত নেয় সিনেমাটা পরের সপ্তাহে যাবার যোগ্যতা রাখে কিনা!

প্রথম সপ্তাহ শেষে ‘প্রিয়তমা’র আয় দাঁড়িয়েছে ৮৪,০০০ ডলার। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।

এই আয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান- জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউইয়র্ক- ৩৫,৫১৪ ডলার (সর্বোচ্চ আয়কারী ‘হাওয়া’ সিনেমা এই থিয়েটারে প্রথম সপ্তাহে ৩৭ হাজার ডলার আয় করেছিল), সিনেপ্লেক্স এগলিন্টন, টরন্টো- ১১,৪২৩ ডলার। এখন তো মনে হচ্ছে, সিনেমাটি ১০০,০০০-এর বেশি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে বেশ ভালোভাবেই।

Nagad

উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমাতে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সারাদিন/১৭ জুলাই/এমবি