জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩০৮
ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশ ‘এ’ দলের। এমন সমীকরণে টাইগার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ জুলাই) কলম্বোর পিসারা ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান।


এদিন আফগান বোলারদের সামনে বাংলাদেশের টপঅর্ডার শুরুতেই ভেঙে পড়ে। এরপর আফগান বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান ব্যাটার মাহমুদুল হাসান জয়। ১২ চার এবং ২ ছক্কায় সাজানো ১১৩ বলে তার শতরানের অনবদ্য ইনিংসে ভর করে ৩০৮ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সালিম।
বাংলাদেশ ‘এ’ দল: ৩০৮/৭ , ৫০ ওভার।
(নাইম শেখ ১৮, তানজিদ তামিম ৯, জাকির হাসান ৬২, সাইফ হাসান ৪, মাহমুদুল হাসান জয় ১০০, সৌম্য সরকার ৪৮, আকবর আলী ৪, শেখ মাহদি ৩৬*, রকিবুল হাসান ১৫*, অতিরিক্ত ১২; মোহাম্মদ সেলিম ৪/৬৫, মোহাম্মদ ইবরাহিম ১/৭৩, জিয়াউর রহমান ১/৪১, ইজহারুল হক নাভেদ ১/৫৯)।
সারাদিন/১৮ জুলাই/এমবি