আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৩

ঢাকার শাহজাহানপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর শাহজাহানপুর গুলবাগের জোয়ারদার লেন এলাকায় অলিউল্লাহ রুবেল ( ৩৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত অলিউল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ডে যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম। তিনি বলেন, তাঁকে কারা কুপিয়ে হত্যা করেছে, সেটি তদন্ত করা হচ্ছে। অলিউল্লাহর ভগ্নিপতি মামুন আহমেদ প্রথম আলোকে বলেন, অলিউল্লাহ একজন ব্যবসায়ী। তিনি শাহজাহানপুর এলাকায় ইন্টারনেটের সংযোগ দেওয়ার কাজ করতেন। একসময় শাহজাহানপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর স্ত্রী তানজিনা দেওয়ান মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সূত্র: প্রথম আলো

খুলনায় সমাবেশ থেকে ফেরার পথে যুবলীগকর্মীকে হত্যা

তারুণ্যের জয়যাত্রার খুলনা বিভাগীয় সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নড়াইলে দুর্বৃত্তদের হামলায় এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো একজন। নড়াইলের কালিয়া উপজেলার ১১ নং পেরুলিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আজাদ শেখ (৩০)। তিনি ১১ নং পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই।নড়াইল জেলা পুলিশ সুপার সাদিরা খানম জানান, কালিয়া থানা পুলিশ আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে থেকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। নড়াইল পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে। সূত্র: কালের কণ্ঠ

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ভারতের

উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসমতি ব্যতীত অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারী দেশ ভারত। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া এক নোটিশে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। প্রতি বছর বিশ্বে যে পরিমাণ চালের উৎপাদন হয়, তার ৯০ ভাগই হয় এশিয়ার বৃষ্টিবহুল অঞ্চলগুলোতে। চলতি বছরের বর্ষায় ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাতের ভারসাম্যে ব্যাপক অবনতি হয়েছে। জুনের শুরু থেকে এ পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলী ও কেন্দ্রীয় রাজ্যগুলোতে অতিমাত্রায় বর্ষণ ঘটলেও পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত হয়েছে প্রয়োজনের তুলনায় বেশ কম। ফলে বিগত অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ভারতে উৎপাদিত চালের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে বলে সতর্কবার্তা দিয়েছিলেন ভারতের কৃষি বিজ্ঞানীরা।ই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্র: সমকাল

Nagad

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন
আমরণ অনশনের হুমকি

পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর দাবি আদায়ে টানা ১০ দিন ধরে জাতীয় প্রেস ক্লাব এলাকা সরগরম। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের একদফা দাবিতে তাদের এ আন্দোলন। সারা দেশ থেকে আসা শত শত শিক্ষক অনেকটা মানবেতরভাবে এখানে রাতদিন অবস্থান করছেন। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে জাতির ভবিষ্যৎ গড়ার কারিগররা দাবি আদায়ের জন্য রাজপথকে বেছে নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো আশ্বাস পাননি। তাদের অনেকের আশা ছিল-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাদের সঙ্গে দেখা করতে আসবেন। তাদের কষ্টের কথা শুনবেন, বুঝবেন। অথচ কেউই তাদের পাশে দাঁড়ায়নি। বরং সরকারের তরফ থেকে অনেকটা সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় কয়েক হাজার কোটি টাকার ব্যয় বাড়িয়ে এ রকম অযৌক্তিক দাবি পূরণ করা সম্ভব নয়।এদিকে আন্দোলনরত শিক্ষকরা এমন কথা শুনতে নারাজ। তাদেরও সাফ কথা। এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সরকার পদে পদে অন্যায় ও বৈষম্য করে আসছে। এবার তারাও দাবি আদায় না করে ঘরে ফিরে যাবেন না। শিক্ষামন্ত্রীর ওপর তাদের কোনো আস্থা নেই। এখন তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান। সাক্ষাৎ না পেলে এবং সুষ্ঠু সমাধান না হলে তারা আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন।আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন, গত ১১ জুলাই থেকে তাদের এই কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি চলছে ১৬ জুলাই থেকে। আন্দোলনের সপ্তম ও নবম দিনে তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার ডাক পেয়েছেন। সূত্র: যুগান্তর

অংশগ্রহণমূলক ভোটের পক্ষে আওয়ামী লীগ
তত্ত্বাবধায়ক নয়, শক্তিশালী নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ। তবে তত্ত্বাবধায়ক নয়, সেই নির্বাচন হতে হবে সংবিধান অনুযায়ী। গত বুধবার রাতে কেন্দ্রীয় ১৪-দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে জোটপ্রধান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, বর্তমান সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। সেই নির্বাচন নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক চাই। আপনারা (শরিক দলসহ) সেভাবেই প্রস্তুতি গ্রহণ করুন। দেশি-বিদেশি যত চাপই আসুক আমি মাথা নত করব না। দেশের সংবিধান অনুযায়ী দেশের মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় তাই করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তত্ত্বাবধায়কসহ সরকারের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছে মাঠের বিরোধী দল বিএনপি। পদযাত্রা করছে তারা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না-বিএনপির এমন কঠোর মনোভাব থাকলেও ভিতরে ভিতরে দলটি নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে। দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখতে কর্মসূচি ঘোষণা করছে বলে মনে করেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের নেতারা। তারা বলছেন, বিএনপি মুখে যাই বলুক, দলের অস্তিত্ব রক্ষার জন্য হলেও তাদের বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে হবে। আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

রাজস্ব আয়ে ঘাটতি
২০ দিনেই সরকার ধার করল ১৩ হাজার কোটি

সরকারের নতুন অর্থবছরের শুরুটাই হলো ধার দিয়ে। রাজস্ব আয়ের বড় ঘাটতির কারণে সরকারের পরিচালন খরচ মেটানো হচ্ছে টাকা ছাপিয়ে। চলতি অর্থবছরের মাত্র ২০ দিন পার হলো। এরই মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ১৩ হাজার কোটি টাকা ধার করেছে।অর্থনীতিবিদেরা বলছেন, একদিকে মুদ্রানীতিতে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর কৌশল; অন্যদিকে সরকারি খরচ মেটাতে অবাধে টাকা ছাপানোর ফলে উল্টো মূল্যস্ফীতিকে উসকে দেওয়ার পথে হাঁটছে সরকার। এতে বাজারে টাকার প্রবাহ বেড়ে গিয়ে দ্রব্যমূল্যের আগুনে আবার ঘি ঢালার মতো অবস্থা তৈরির আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মূল্যস্ফীতির দিক দিয়ে দেশ কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। প্রায় দুই বছর ধরে জিনিসপত্রের দামে সাধারণ মানুষ অনেকটা দিশেহারা। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কিছুটা কমে এলেও ডলারের বাড়তি দামের কারণে এর সুফল পাচ্ছে না দেশের ভোক্তারা। সূত্র; আজকের পত্রিকা।

এবার তাহলে কোন পথ

বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনের আগের রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ হয়েছে। দশম সংসদ নির্বাচনের আগে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে সংঘাতপূর্ণ আন্দোলনের মধ্যে সমাধানের পথ খুঁজতে জাতিসংঘও এগিয়ে এসেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে সেই সংলাপ। ফলে নির্বাচন বর্জন করেছিল বিএনপির নেতৃত্বাধীন জোটসহ সরকারবিরোধী প্রায় সব দল। একাদশ সংসদ নির্বাচনের আগেও বিরোধীপক্ষ আন্দোলন করে সফল হয়নি। কিন্তু সংলাপ সফল হয়েছিল। নির্বাচনেও এসেছিল সব দল। এবারও বিএনপি ও সমমনা দলগুলো সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে এক দফা ঘোষণা করেছে। সংলাপ করার বিষয়টিও আবার আলোচনায় এসেছে। এরই প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট নিরসন হবে কি না, সরকারবিরোধীরা নির্বাচনে যাবে কি না, সে প্রশ্নই এখন রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়।
সরকারবিরোধীদের এক দফার জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান মেনে শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন করার পক্ষে অনড় থেকে এক দফা ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, এমনকি সংলাপেও রাজি নয়। সূত্র: দেশ রুপান্তর

‘অব্যবস্থাপনায় ডেঙ্গু ভয়ংকর’

ডেঙ্গুর চিকিৎসার পরিস্থিতি নিয়ে সমকালে প্রকাশিত খবরের শিরোনাম অব্যবস্থাপনায় ডেঙ্গু ভয়ংকর। প্রতিবেদক সরেজমিনে ঢাকার একটি হাসপাতাল ঘুরে সেখানকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন। বিশেষজ্ঞদের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের অদূরদর্শিতার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। নগরে সিটি কর্পোরেশনের চিকিৎসা কেন্দ্র না থাকা, মশা নিধনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, রোগী ব্যবস্থাপনায় দুর্বলতাকে কারণ হিসেবে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।সামনের বছরগুলোয় আরো ভয়াবহ রূপ নেবে ঢাকার ডেঙ্গু পরিস্থিতি শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। বিশেষজ্ঞদের বরাত দিয়ে এই খবরে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে ঢাকার খাল-জলাশয় ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয়ার কারণে সামনের বছরগুলোয় পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সূত্র: বিবিসি বাংলা।

আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় সিঙ্গেল পয়েন্ট মুরিং
প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৭ শতাংশ।

আমদানি করা জ্বালানি তেল সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে খালাসের জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) নির্মাণ শেষে এখন অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। মহেশখালীর মাতারবাড়ি থেকে ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর সাগরে সাগরে স্থাপিত ভাসমান বয়ার মাধ্যমে জ্বালানি খালাসের কাজ শিগগিরই উদ্বোধন হওয়ার কথা।প্রকল্প কর্মকর্তা মনজেদ আলী শান্ত জানান, প্রায় ৮ হাজার ৩৪১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। চলতি বছরের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প উদ্বোধন করবেন।প্রকল্পের অগ্রগতি তুলে ধরতে গিয়ে এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৭ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮৬ দশমিক ৫৮ শতাংশ।“বর্তমানে ১১ দিনে যে পরিমাণ জ্বালানি তেল খালাস করা যায়, প্রকল্পটি চালু হলে সেটির সময় কমে আসবে মাত্র ৪৮ ঘণ্টায়। প্রকল্প বাস্তবায়নের পর লাইটার জাহাজের প্রয়োজন হবে না। এতে পরিবহন খরচ ও অপচয় হ্রাস পেয়ে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।” সূত্র: বিডি নিউজ

দখল, দূষণ ময়লা-আবর্জনায় ডুবে আছে ভোলার পুকুরগুলো
দখল, দূষণ আর ময়লা-আবর্জনায় ডুবে আছে ভোলা শহরের পুকুরগুলো। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কারো দৃষ্টি বা প্রতিকারের উদ্যোগ নেই। এমন পরিস্থিতি থেকে পরিবেশকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। সূত্র: চ্যানেল আই অনলাইন