ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, ১৭ জনের লাশ উদ্ধার

ঝালকাঠি সংবাদদাতাঝালকাঠি সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

ছবি- সংগৃহীত

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে এখন পর্যন্ত নারী-শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আরও অনেকে আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরেফিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির নাম বাশার স্মৃতি পরিবহন। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

এসআই মোহাম্মদ আরেফিন জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন শিশু, আটজন নারী এবং ছয়জন পুরুষ।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, নিহতদের লাশ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রায় ২৩ জনের মতো আহত হয়েছেন।

Nagad

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভান্ডারিয়া থেকে বাসটি প্রায় ৫০ জনের মতে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল।

সারাদিন/২২ জুলাই/এমবি