নারী ক্রিকেটারদের জন্য ৩৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

ছবি- বিসিবি

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘ড্র’ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী দলের এমন পারফরম্যান্সে খুশি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই নিগার সুলতানা-ফারজানদের ৩৫ লাখ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি।

৩৫ লাখ টাকার মধ্যে ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ, আর স্টাফরা পাবেন ১০ লাখ। আর দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির ইতিহাস গড়া ফারজানা হক পিংকিকে আলাদাভাবে দেওয়া হবে দুই লাখ টাকা।

এক প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, “সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দিই। তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে। এজন্য এবং শেষ ম্যাচে টাই করল। এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকজন মেয়ে খুব ভালো পারফর্ম করেছে।”

পাপন আরও বলেন, “সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা, এর সাথে যারা পারফর্ম করেছে, যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা-এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।”

সারাদিন/২৩ জুলাই/এমবি 

Nagad