খেলোয়াড়দের সঙ্গে মাঠে থাকা শিশুদের কি বলা হয়, থাকেই বা কেন?
খেলা শুরুর আগে খেলোয়ারদের সঙ্গে সারিবদ্ধভাবে হাত ধরে মাঠে প্রবেশ করেন কিছু শিশুরা। যখন জাতীয় সঙ্গীতের সময় হয়, প্লেয়ারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় গাইতে দেখা যায় তাদের। কিন্তু কেন এমনটা করা হয়, এই শিশুদের কী বলা হয় তার উত্তর অজানা অনেকের।
প্রথবে আশা যাক-তাদেরকে কি নামে ডাকা হয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন জার্নাল থেকে যে তথ্য জানা যায়- তাদে নির্দিষ্টি কোনও নাম না থাকলেও অনেকে এদের ‘এসকট অথবা ম্যাসকট চিলড্রেন’ বলে থাকে।


জানা যায়, অধিকাংশ ক্ষেত্রেই এই শিশুরা আসেন বিভিন্ন এনজিও এবং অনাথ আশ্রম থেকে। যারা কিনা অনাথ, দরিদ্র অথবা নানা সুবিধা থেকে ব্রাত্য। এইভাবে ওই সংস্থাগুলোর অর্থ সংস্থান হয়। একই সঙ্গে শিশুরাও প্রিয় তারকাকদের সান্নিধ্যে এসে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারেন এবং অনুপ্রেরণা পান। পাশাপাশি জমকালো অনুষ্ঠান দেখারও সুযোগ হয় তাদের।
তাছাড়া শিশুদের মন স্বচ্ছ হয়। কোনো হিংসা তাদের মনের ভেতর থাকে না। সহজেই বন্ধুত্ব করে নিতে পারে যে কারো সঙ্গে। খেলোয়াড়দেরও শান্তির বার্তা দিতে, স্বচ্ছভাবে ক্রিকেট খেলতে এবং প্রতিপক্ষকে বন্ধু মনে করার লক্ষ্যে শিশুদের রাখা হয় বলে অনেকের ধারণা।
প্রসঙ্গত, ক্রিকেট হউক কিংবা ফুটবল, বর্তমানে খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় খেলোয়াড়দের সঙ্গে একজন করে এই শিশুদের দেখা যায়। ফুটবলে প্রথম এই নিয়ম শুরু হলেও বর্তমানে ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও এই নিয়ম দেখা যায়।