চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ১১৪ রোগী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

Saradin.news

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু এবং নতুন করে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মরিয়ম নামে নয় বছরের এ শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যুবরণ করে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ মঙ্গলবার (২৫জুলাই) বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত কক্সবাজারের এ শিশুকে ২৩ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জন।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৪ জন।

এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন। সরকারি হাসপাতালে ৬৫ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, জেনারেল হাসপাতালে ৭, বিআইটিআইডি’তে ১৬, ইনফেকশাস ডিজিজেস হসপিটালে ৪ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন।

ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। এদের ১৩১১ জন সরকারি হাসপাতালে এবং ৯৩০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৭ জন।

Nagad