আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
বিএনপিকে ‘নজরদারিতে’ রাখবে আওয়ামী লীগ
নির্বাচনী প্রচারের চেয়ে বিএনপির আন্দোলন মোকাবিলা করার কৌশল নিয়েই বেশি ভাবছে আওয়ামী লীগ।
রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লাতেও বিএনপির কার্যক্রম একধরনের ‘নজরদারির’ মধ্যে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচন বর্জন করতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। এ অবস্থায় নির্বাচনী প্রচারের চেয়ে বিএনপির আন্দোলন মোকাবিলা করার কৌশল নিয়েই বেশি ভাবছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, বিএনপির সমাবেশ–মহাসমাবেশের দিন রাজপথে আওয়ামী লীগও থাকবে—এটি দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগের এমন অবস্থান নেওয়ার কারণ বিএনপির প্রতিটি পদক্ষেপকে চ্যালেঞ্জ জানানো। গত ডিসেম্বর থেকে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে রাজপথে আছে আওয়ামী লীগ। তবে এখন সেটা রাজধানী ঢাকার পাশাপাশি বড় শহর, এমনকি পাড়া–মহল্লা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। সূত্র: প্রথম আলো


বাসে, হেঁটে ঢাকায় আসছেন দুই দলের কর্মীরা
আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শান্তি সমাবেশ এবং বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন গণপরিবহন ভাড়া করে ও আশপাশের অঞ্চল থেকে হেঁটে ঢাকায় আসছেন কর্মীরা। আন্ত জেলা পর্যায়ে চলা ঢাকামুখী বাসগুলোর অর্ধেকের বেশি আগাম ভাড়া হওয়ারও খোঁজ পাওয়া গেছে।এদিকে এক দিন পিছিয়ে দুই দলের রাজনৈতিক কর্মসূচি আজ শুক্রবার হওয়ায় রাজধানীর কর্মজীবী মানুষের ভোগান্তি অনেকটা কমবে। সাধারণত শুক্রবার সড়কে বাস কম চলে।সমাবেশকে কেন্দ্র করে বাস আরো কম নামতে পারে। ফলে গণপরিবহনের সংকট তৈরিরও শঙ্কা রয়েছে। তবে এতে তীব্র দুর্ভোগ না-ও হতে পারে। রাজধানীতে পরিবহন মালিকদের বাস চলাচল বন্ধ রাখতে বা সীমিত পরিসরে চালানোর কোনো নির্দেশনা সমিতির পক্ষ থেকে দেওয়া হয়নি। ঢাকার সঙ্গে সারা দেশের বাস যোগাযোগ স্বাভাবিক থাকবে—কালের কণ্ঠ’র কাছে এ দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘এখন আর বাসে আগুন দেবে বলে মনে হয় না, তারা ভালো হয়ে গেছে। বাস চলাচল স্বাভাবিক থাকবে।’ সূত্র কালের কণ্ঠ
চট্টগ্রাম বিআরটিএ
কর্মচারী দালাল একাকার
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়। বুধবার সকাল সাড়ে ৯টা। ৪ নম্বর ভবনে ফিঙ্গার প্রিন্ট দিতে সেবাপ্রার্থীর দীর্ঘ লাইন। দেখা নেই কর্মকর্তা-কর্মচারীদের। ১০টার বেশ কিছু পরে ফিঙ্গার প্রিন্টের জন্য প্রথম ডাক পড়ে। দোতলায় চট্টগ্রাম মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক রায়হানা আক্তার অর্থী, মেট্রো সার্কেল-২-এর সহকারী পরিচালক ওমর ফারুক ও জেলা সার্কেলের উপপরিচালক তৌহিদ হোসেন বসেন। সাড়ে ৯টার দিকে ওমর ফারুক আসেন। দুপুর ১টা পর্যন্ত বাকি দু’জনের দেখা মেলেনি। এসব কর্মকর্তার দরজায় সাঁটা আগের ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ স্লোগান এখন উধাও! তাহলে কি বিআরটিএতে এখন দুর্নীতি নেই! বাস্তবতা ভিন্ন কথা বলছে। বন্দরনগরী চট্টগ্রামের বালুচড়া এলাকার এ কার্যালয়ে সমকালের কয়েক ঘণ্টার সুলুকেই ধরা পড়েছে নানা অনিয়ম-দুর্নীতি এবং দালালের উৎপাত। এখানে প্রতিদিন মানুষ গাড়ির নিবন্ধন, মালিকানা বদলি, ফিটনেস সনদ, নতুন লাইসেন্স ও নবায়ন, ডিজিটাল নম্বর প্লেটসহ মোটরযানের নানা কাজের জন্য গিয়ে একরাশ ভোগান্তি নিয়ে ফিরছেন। এ ভোগান্তিকে পুঁজি করে গড়ে উঠেছে দালাল চক্র। বিআরটিএ কার্যালয়ের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তাদের হৃদ্যতা দেখে বোঝার উপায় নেই– কে দালাল, কে কর্মকর্তা-কর্মচারী? সেবাপ্রার্থীদের সুরক্ষায় কার্যালয়ে সার্বক্ষণিক থাকেন পুলিশ সদস্য। বিস্ময়কর হলো, সেবাপ্রার্থীরা তাদের ধারেকাছে ভিড়তে পারেন না। বিপরীতে দালালদের সঙ্গে পুলিশের গলাগলি। ভুক্তভোগীরা জানালেন, সম্পর্কের এমন রসায়ন ‘কড়ি’র গুণে! অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দালালরা যা কামান, দিন শেষে হয় বাটোয়ারা। সূত্র: সমকাল
রাবি শিক্ষক তাহের হত্যা
১৭ বছর পর কার্যকর দুই আসামির ফাঁসি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল রাত ১০টা এক মিনিটে প্রথমে মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও এরপর জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহা. আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতেই নিজ নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ফাঁসি কার্যকরের সময় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. আবু নাইদ মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।২০০৬ সালের ১ ফেব্রুয়ারি নিখোঁজ হন রাবি অধ্যাপক ড. এস তাহের আহমেদ। পরদিন বাড়ির পাশের ম্যানহোল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ৩ ফেব্রুয়ারি নগরীর মতিহার থানায় মামলা করা হয়। ড. তাহেরের আইনজীবীকন্যা সেগুফতা তাবাসসুম আহমেদ বলেন, দীর্ঘ ১৭ বছর আইনি লড়াইয়ের পর দুই আসামির ফাঁসি কার্যকর হলো। প্রতারণা ফাঁস করায় হত্যা : ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. মহিউদ্দিন অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে যেসব সংযুক্তি দেওয়া হয় সেগুলোতে প্রতারণা খুঁজে পান পদোন্নতি রিভিউ কমিটি। এ কমিটিতে যুক্ত ছিলেন অধ্যাপক তাহের। এর আগেও ড. তাহেরকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন মহিউদ্দিন। ড. মহিউদ্দিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন অধ্যাপক তাহের। সূত্র: বিডি প্রতিদিন।
চোখ নয়াপল্টন বায়তুল মোকাররমে
দুই দলের সমাবেশ আজ
দুদিনের নাটকীয়তার পর অবশেষে রাজপথেই সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। ২৩টি শর্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপক্ষকেই সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার বিএনপি নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে আর আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশ হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।কর্মসূচি ঘিরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলেছে, আগের মামলার আসামিদের গ্রেপ্তার করছে তারা।রাজপথে মহাসমাবেশ করলে আওয়ামী লীগও রাজপথে শান্তি সমাবেশ করবে। এমন অঘোষিত এক দাবি ওঠায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগের সহযোগী ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে। তবে আওয়ামী লীগ মাঠে যেতে রাজি যদি বিএনপিও মাঠে সমাবেশ করে, সে শর্তে। সমাবেশ স্থান নিয়ে জটিল এ পরিস্থিতির মুখোমুখি হয়ে গতকাল বৃহস্পতিবারের সমাবেশের দিন পিছিয়ে যায়। সূত্র: দেশ রুপান্তর
কুড়িগ্রাম ও জয়পুরহাটে গরুর লাম্পি স্কিন রোগের প্রকোপ
উত্তরের দুই জেলা জয়পুরহাট ও কুড়িগ্রামে গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। চিকিৎসা দিতে না পেরে দুঃশ্চিন্তায় পড়েছেন এই জনপদের খামারি ও গরু পালনকারীরা। কয়েক মাস ধরে লাম্পি স্কিন রোগে দুই জেলায় বেশ কিছু গরুর মৃত্যু হয়েছে। তবে জেলা প্রাণি সম্পদ বিভাগের কাছে আক্রান্ত কিংবা মৃত গরুর সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা, রাজারহাট উপজেলার ডাংরার বাজার, পারা মৌলা, জয়পুরহাট সদর উপজেলার গতন শহর, পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রাম, খাসবাট্টা গ্রাম, পাটাবুকা গ্রাম, কালাই উপজেলার মোসলেমগঞ্জ, আক্কেলপর উপজেলার জাফরপুর গ্রাম, ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে গবাদিপশুর এ রোগ ছড়িয়ে পড়ার তথ্য মিলেছে।আমদানি করা পশুর মাধ্যমে প্রায় এক দশক আগে দেশে প্রথম রোগটি শনাক্ত হয়; তবে গত পাঁচ বছরে এর প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। সূত্র: বিডি নিউজ
অনিশ্চয়তা কাটিয়ে সমাবেশের জন্য তৈরি বিএনপি, আওয়ামী লীগও থাকবে মাঠে
সমাবেশস্থল নিয়ে দু’দিন ধরে নানা অশ্চিয়তার পর শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবশে করতে যাচ্ছে দলটি। এজন্য বৃহস্পতিবার রাত থেকেই বিএনপির হাজার হাজার নেতা-কর্মী নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। বিএনপির সমাবেশস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন। সমাবেশে বেশি লোকসমাগম ঘটানোর জন্য বিএনপি এবং আওয়ামী লীগ ব্যাপক তোড়জোর করেছে গত দু’দিন ধরে।সমাবেশকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা-কর্মীরা বৃহস্পতিবারই ঢাকায় আসতে শুরু করেন।সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায় নয়াপল্টনের সমাবেশস্থলে। সূত্র: বিবিসি বাংলা।
ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা ২ নারীসহ ১০ জনের মৃত্যু
চিকিৎসা অবহেলায় নারীর মৃত্যু বাড়ছে
হাসপাতালে ভর্তি ২৩৬১: এ বছরের ‘ডেথ রিভিউ’ বা মৃত্যু পর্যালোচনার তথ্য জানানো হয়নি * মোট পুরুষ আক্রান্ত ২৭,২৭৭ জন এবং নারী ১৫,৪২৫ জন
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে পুরুষের তুলনায় নারী মৃত্যুর হার বেশি। অন্যদিকে নারীর চেয়ে পুরুষ আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। চিকিৎসাবিজ্ঞানে নারী ও পুরুষের ডেঙ্গুজ্বরজনিত অসুস্থতায় আক্রান্ত ও মৃত্যুর ব্যাপারে তেমন কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে আক্রান্ত নারীর মৃত্যুর ক্ষেত্রে বিলম্বে হাসপাতালে ভর্তির বিষয়টি সামনে আসছে। মূলত চিকিৎসাপ্রাপ্তির ক্ষেত্রে নারীর প্রতি অবহেলায় ডেঙ্গুতে পুরুষের চেয়ে তাদের মৃত্যু বেশি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা বলছেন, সাধারণত পুরুষের তুলনায় নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এছাড়া নারীর মধ্যে রোগ লুকানোর প্রবণতাও রয়েছে। অনেক সময় চিকিৎসকের কাছে রোগের বর্ণনা দিতে গিয়ে সার্বিক সমস্যা অনেক সময় বলতে পারেন না। ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী নারীর শারীরিক জটিলতা সবচেয়ে বেশি। পাশাপাশি চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে পরিবারে নারীদের প্রধান্য কম থাকছে। সূত্র: যুগান্তর
‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টার পর ‘স্মৃতি চিরঞ্জীব’ নামের এ স্তম্ভের উদ্বোধন করেন তিনি। এদিন সুপ্রিম কোর্টের রেকর্ড রুম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধকালীন সুপ্রিম কোর্টে জাতির পিতা ও বিভিন্ন বিষয়ের ওপর তথ্যচিত্র।অনুষ্ঠানে সরকারের একাধিক মন্ত্রী, প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউজ
সিরিয়ায় মাজারের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি শিয়া মাজারের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। পবিত্র আশুরার একদিন আগে বৃহস্পতিবার এই ঘটনা ঘটল।বিস্ফোরণস্থলের কাছাকাছি অবস্থিত এই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর (রা.) কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র: একুশে টিভি