আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

নাইজারে ক্ষমতাসীন দলের কার্যালয়ে আগুন দিলেন অভ্যুত্থানে সমর্থনকারীরা

সেনা অভ্যুত্থানের পর আফ্রিকার দেশ নাইজারে সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছেন অভ্যুত্থানের সমর্থনকারীরা। রাজধানী নিয়ামেইয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ বাজোমের রাজনৈতিক দলের কার্যালয়ে পাথর ছোড়া হয়। কার্যালয়ের বাইরে গাড়িতেও আগুন দেওয়া হয়। মোহাম্মদ বাজোম রাজনৈতিক দল নাইজেরিন পার্টি ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যালিজমের (পিএনডিএস) প্রতিষ্ঠাকালীন সদস্য।এর আগে অভ্যুত্থানে সমর্থনকারী কয়েক শ মানুষ নাইজারের পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ও অভ্যুত্থানে অংশ নেওয়া সেনাদের সমর্থন জানান। এ সময় বিক্ষোভকারীদের রাশিয়ার পতাকা ওড়াতে দেখা যায়। অনেকে ফ্রান্সবিরোধী স্লোগান দেন। অনেকের হাতে ‘বিদেশি ঘাঁটি সরিয়ে নাও’ লেখা প্ল্যাকার্ড ছিল।২৬ জুলাই মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইয়ে প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করা হয়। নাইজারের প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাঁকে বন্দী করেন। এরপর নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে নাইজারের একদল সেনা কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে। সূত্র: প্রথম আলো

চীনা ও রুশ নেতার পিয়ংইয়ং সফর
রুশ নেতাকে অস্ত্রভাণ্ডার দেখাল উ. কোরিয়া

মিত্র দেশ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বিপুল সমরাস্ত্রের ভাণ্ডার দেখাল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র ও অপ্রকাশিত ড্রোনসহ নানা সরঞ্জাম দেখানো হয়। গতকাল কোরীয় যুদ্ধ ‘সমাপ্তির’ ৭০ বছর পূর্তিতে শোইগু এবং সফররত চীনা প্রতিনিধির উপস্থিত থাকার কথা।রুশ নেতাকে অস্ত্রভাণ্ডার দেখাল উ. কোরিয়াউত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) সংবাদে মঙ্গলবার জানানো হয়, দেশের সর্বশেষ ও সর্বাধুনিক অস্ত্রভাণ্ডার প্রদর্শন করা হয়েছে। সের্গেই শোইগুর সামনে বিপুলসংখ্যক আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করা হয়। এ ছাড়া এমন ড্রোন দেখানো হয়, যা পিয়ংইয়ং আগে প্রকাশ্যে আনেনি। রুশ নেতার পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) পলিটব্যুরোর সদস্য লি হংঝংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফর করছে। চীনা প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকালে কিম জং উন কোরীয় যুদ্ধে চীনা সেনাদের আত্মত্যাগের জন্য তাঁর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র: কালের কণ্ঠ

সিরিয়ায় মহানবী (সা.) এর নাতনির মাজারের কাছে বিস্ফোরণ, নিহত ৬

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি মাজারের কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ২০ জনেরও বেশি আহত হয়েছেন। ওই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। পবিত্র আশুরার একদিন আগে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার-দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটেছে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া মুসলমানদের তীর্থস্থান। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি ট্যাক্সিতে বোমা রেখে বিস্ফোরণটি ঘটিয়েছে। আল-জাজিরা অবশ্য বিস্ফোরণে হতাহতের পরিসংখ্যান ও বিস্ফোরণের আশপাশের পরিস্থিতি যাচাই করতে পারেনি। সূত্র: সমকাল

Nagad

দাবানলে পুড়ছে দুই মহাদেশ
২০ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ও রিসোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে

দাবানলে পুড়ছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় বেশ কয়েকটি অঞ্চল। ইতালি, আলজেরিয়া ও গ্রিসে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দাবানলের উত্তাপে অঞ্চলগুলোর রিসোর্ট হুমকির মুখে পড়ছে। এমনকি অগ্নিনির্বাপক কর্মীদের মৃত্যুর খবরও পাওয়া গেছে। প্রবল বাতাস আর শুষ্ক গাছপালার কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ছে। তীব্র দাবদাহে সৃষ্ট এ দাবানলে পুড়ছে আলজেরিয়ার প্রতিবেশী তিউনিসিয়াও।দাবানলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপের দেশ গ্রিস। ঝুঁকি এড়াতে গ্রিসের রোডস দ্বীপে গত কয়েক দিনে ২০ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ও রিসোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে আরও স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবহণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত প্রায় তিন হাজার পর্যটক বিমানে করে ফেরত যায়। ট্যুর অপারেটররাও আসন্ন ভ্রমণগুলো বাতিল করেছে। গ্রিসের করফু ও ইভিয়া দ্বীপও দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কিছু অংশের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। গ্রিসের নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় দেশটির ১৩টি অঞ্চলের মধ্যে ছয়টিতে দাবানলের চরম বিপদের ব্যাপারে সতর্ক করেছে। সূত্র: যুগান্তর

বিজেপিবিরোধী ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের প্রস্তুতি

পাটনা, বেঙ্গালুরুর পর এবার মুম্বাইয়ে বসতে চলেছে বিজেপিবিরোধী ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। আগামী মাসেই এই বৈঠক হবে। তবে চূড়ান্ত দিনক্ষণ জানাতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। একটি সূত্র বলছে, এই বৈঠক হবে আগস্টের ২৫ ও ২৬ তারিখ। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত এনসিপি ও শিব সেনা। শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে সম্ভাব্য বৈঠকে অংশ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ ছাড়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও যাবেন মুম্বাইয়ে। ভারতে আগামী বছর লোকসভা নির্বাচন। মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে মোট ২৬টি বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল, আপ, জেডিইউ, আরজেডি, শিব সেনা, এনসিপিসহ সব কটি আঞ্চলিক দল হাতে হাত মিলিয়েছে। তার নাম ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স)। ইতোমধ্যে গত দুই মাসে পাটনা ও বেঙ্গালুরুতে বৈঠক করেছেন নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়ালরা। প্রথম বৈঠকটি নীতিশ কুমারের নেতৃত্বে ছিল পাটনায়। সূত্র; বিডি প্রতিদিন।

বাইডেন ছেলেকে ক্ষমা করবেন না, জানালেন হোয়াইট হাউস সেক্রেটারি

অস্ত্র আইনে ও কর ফাঁকির অভিযোগে মামলায় দণ্ডের মুখে থাকা ছেলে হান্টারকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করবেন কি না—এ প্রশ্নের জবাবে জোরালোভাবে ‘না’ বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। ব্রিফিংয়ের আগে, গত বুধবার ফেডারেল আদালতে শুনানির পর বাইডেন ছেলের সঙ্গে কথা বলেছেন কি না সে বিষয়ে কথা বলতে রাজি হননি জ্যঁ-পিয়েরে। প্রেস ব্রিফিংয়ে জ্যঁ-পিয়েরে বলেন, ‘আমি গতকাল যা বলেছি তার চেয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না। এটি হান্টার ও বাইডেনের ব্যক্তিগত বিষয়। বিচার বিভাগ এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটি ট্রাম্পের নিযুক্ত প্রসিকিউটর পরিচালনা করেছে।’ সূত্র: আজকের পত্রিকা।

পুতিনের আফ্রিকাপ্রীতি

আফ্রিকাকে মায়ার বাঁধনে বাঁধতে চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকার সম্মেলনে আসা নেতাদের প্রতি পুতিনের আন্তরিকতাকে এভাবেই উপস্থাপন করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা এবং এই শক্তির ছায়ায় থাকা দেশগুলোর কারণে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন রাশিয়া। তবে আফ্রিকা রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে রাশিয়ার ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টায় আফ্রিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া-আফ্রিকার সম্পর্ক মজবুত করতে জোর চেষ্টা চালাচ্ছেন পুতিন। এই প্রচেষ্টাকে শক্ত ভিত্তি দিতে ২০১৯ সালে রাশিয়া-আফ্রিকা সম্মেলনের শুরুটা হয়েছিল সোচিতে। এবার পিটার্সবার্গে বসেছে সম্মেলনের দ্বিতীয় আসর। গতকাল বৃহস্পতিবার সম্মেলনের শুরুতেই পুতিন আফ্রিকার জন্য সুসংবাদ দেন। দুদিনের সম্মেলনের উদ্বোধনী ভাষণে রুশ প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘মস্কো আফ্রিকা মহাদেশের ছয়টি দেশে বিনামূল্যে ২৫-৫০ হাজার টন খাদ্যশস্য পাঠাবে। এমনকি এসব শস্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিতেও কোনো পয়সা নেবে না রাশিয়া।’ আলজাজিরা জানায়, আফ্রিকার প্রতি পুতিনের প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী তিন থেকে চার মাসের মধ্যেই এই খাদ্যশস্য পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পুতিন তার ভাষণে বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যেই বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়ায় ২৫ থেকে ৫০ হাজার টন খাদ্যশস্য পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে পারব।’ সূত্র: দেশ রুপান্তর

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট বন্দি
যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ প্রেসিডেন্ট বাজোমের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থান ঘোষণা করেছে দেশটির একদল সেনাসদস্য। বন্দি করা হয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে।বিবিসি জানায়, বুধবার প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা প্রেসিডেন্ট বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দি করে ফেলে।ভোর থেকে নানা সূত্রের বরাত দিয়ে সে খবর প্রকাশ পাওয়া শুরু হলে সকালে রাজধানী নিয়ামিতে সড়কে লোকজনকে প্রেসিডেন্টের সমর্থনে মিছিল করতে দেখা যায় বলে জানায় বিবিসি।ওইদিন সেখানে উপস্থিত বিবিসির একজন প্রতিনিধি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ঘিরে প্রেসিডেন্টের অনুগত সেনাদের ভারি অস্ত্র সজ্জিত হয়ে অবস্থান নিতে দেখেছেন।নগরী মোটামুটি শান্তই ছিল। যদিও প্রেসিডেন্টের পক্ষে সড়কে নানা ভিড় ছত্রভঙ্গ করে দিতে অভ্যুত্থানের পক্ষের সেনাদের গুলি চালাতে দেখা গেছে। সূত্র: বিডি নিউজ

মণিপুরের সহিংসতা নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে

ভারতের উত্তরপূর্বের মণিপুর রাজ্যে যেসব সহিংস ঘটনা ঘটছে – তা নিয়ে নানারকম ভুয়া তথ্য ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। কর্তৃপক্ষ ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করে এটা থামাতে চেষ্টা করলেও তা ঘটছে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠী এবং সংখ্যালঘু কুকি উপজাতির লোকদের মধ্যেকার এই সংঘাত সম্প্রতি বিশ্বব্যাপি সংবাদ শিরোনামে উঠে এসেছে।বিশেষ করে দু’জন মহিলাকে নগ্ন করে একদল লোক আক্রমণ চালাচ্ছে – এমন এক ভিডিও ভাইরাল হলে ভারতে এবং ভারতের বাইরেও ক্ষোভের সৃষ্টি হয়।সতর্কবাণী: এই নিবন্ধে এমন কিছু বর্ণনা আছে যা কোন কোন পাঠককে বিচলিত করতে পারে।-যৌন সহিংসতা সম্পর্কে ভুয়া দাবি-মে মাসের প্রথম দিকে যখন মণিপুর রাজ্যে সহিংসতা বাড়ছিল তখন থেকেই নারীদের ওপর আক্রমণ ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর দাবির একটি অন্যতম উৎস। সূত্র: বিবিসি বাংলা।

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব ইউনেস্কোর

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে জাতিসংঘের জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। শিক্ষার মান বাড়ানো, ক্লাসরুমে পাঠদানের উপযুক্ত পরিবেশ ও শিক্ষার্থীদের অনলাইন বুলিং থেকে বাঁচাতে সংস্থাটির পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়। ইউনেস্কোর প্রতিবেদনে উঠে এসেছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে শিক্ষাগত কর্মক্ষমতা কমে যায়। তাছাড়া অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর খারাপ প্রভাব ফেলে।ইউনেস্কোর রিপোর্টে লেখা হয়েছে, শিক্ষাক্ষেত্রে স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানবকেন্দ্রিক লক্ষ্যেই হওয়া উচিত। শিক্ষকের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকে কখনই এসব প্রযুক্তির দ্বারা প্রতিস্থাপিত করা উচিত নয়। সূত্র: জাগো নিউজ