সাকিব-লিটনের পর কানাডায় যাচ্ছেন আফিফ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। এই ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে লিটন দাসের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন টাইগার এই অলরাউন্ডার।

রোববার (৩০ জুলাই) সকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়ে গেছেন আফিফ। তাই আজ বিকেলেই কানাডা উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে আফিফের।

টুর্নামেন্টে সারে জাগুয়ার্স ভালো অবস্থানে নেই। লিটনও সুবিধা করতে পারছেন না। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুইটিতে, একটিতে হার। বৃষ্টির কারণে দুই ম্যাচের ফল হয়নি।

টুর্নামেন্টে জাগুয়ার্সের পরের দুই ম্যাচ আগামী মঙ্গল ও বুধবার। পয়েন্ট টেবিলের তিনে থাকা দলটি প্লে অফে উঠতে পারলে আরও ম্যাচ পাবে। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ০৬ আগস্ট।

এদিকে, আগামীকাল থেকে এশিয়া কাপ-বিশ্বকাপের ক্যাম্প শুরু হচ্ছে। আফিফসহ বেশ কয়েকজন ফ্র‍্যাঞ্চাইজি লিগের কারণে শুরু থেকে এই ক্যাম্পে থাকছেন না। কানাডায় আফিফের মতো আছেন লিটন ও সাকিব। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।

সারাদিন/৩০ জুলাই/এমবি 

Nagad