আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

বিএনপির ঢাকার অবস্থান কর্মসূচিতে সমন্বয়হীনতা, নানা প্রশ্ন
মহাসমাবেশের পর ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়ে দলে ভিন্নমতও ছিল।

অনেক নাটকীয়তার পর কম সময়ের প্রস্তুতিতে ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ করেছিল বিএনপি। পরদিন শনিবার ছিল রাজধানীর চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি। এক দিন আগে যে বড় মহাসমাবেশ হয়েছিল, তার প্রভাব কমই ছিল এই কর্মসূচিতে। উপস্থিতি ছিল কম। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবস্থান কর্মসূচি ঘিরে দলে ছিল সমন্বয়হীনতা। ফলে বড় মহাসমাবেশের পর রাজধানী ঢাকাকে ঘিরে পাঁচ ঘণ্টা অবরোধের যে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, কার্যত গত শনিবার তেমন কর্মসূচি হয়নি। অন্যদিকে একের পর এক মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভাগীয় পর্যায়ে নানা কর্মসূচি শেষে ঢাকায় মহাসমাবেশের পর আবার নতুন করে আজ সোমবার জেলা ও মহানগরে জনসমাবেশ কর্মসূচি নিয়েও মাঠপর্যায়ে প্রশ্ন উঠেছে। এর মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে হতাশা জাগতে পারে বলেও মনে করছেন অনেকে। কারণ, এক দফা আন্দোলনের চূড়ান্ত ধাপে এসে সারা দেশের নেতা-কর্মীদের চাওয়া ছিল ঢাকাকেন্দ্রিক কর্মসূচি। সূত্র: প্রথম আলো

তবু বিদেশে উচ্চশিক্ষা প্রশিক্ষণে যেতে চান সরকারি কর্মকর্তারা

অর্থনৈতিক সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ বন্ধ রেখেছে সরকার। কিন্তু চলতি অর্থবছর থেকে কর্মকর্তাদের বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে অর্থসচিবকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২ জুলাই এই চিঠি দেওয়া হয়। গত বছরের নভেম্বরেও একই রকম চিঠি অর্থ বিভাগে পাঠিয়েছিল জনপ্রশাসন।
সেই প্রস্তাবে সায় দেয়নি অর্থ বিভাগ।বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের প্রথম ধাপ ২০০৯ সালে শুরু হয়। ২০১৭ সালে প্রকল্পটি শেষ হলে দ্বিতীয় পর্যায় হাতে নেওয়া হয়। ২০১৮ সালে শুরু হয়ে ২০২২ সালে প্রকল্পের দ্বিতীয় পর্যায় শেষ করার পরিকল্পনা ছিল। সূত্র: কালের কণ্ঠ

রাঙ্গার আওয়ামী লীগে যাওয়ার গুঞ্জন

রংপুরে মসিউর রহমান রাঙ্গাকে নিয়ে ফের শুরু হয়েছে তুমুল আলোচনা। নগরীর জিলা স্কুল মাঠে আগামী বুধবার আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি বিপুল সংখ্যক ফেস্টুন ঝুলিয়েছেন রংপুর-১ আসনের এমপি ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাও। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত রাঙ্গা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ফেস্টুন টানানোয় চলছে নানা গুঞ্জন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীর মাঝে চলছে বিশ্লেষণ। কেউ কেউ বলছেন, রাঙ্গা ওই মহাসমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। অনেকে বলছেন, তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিতে পারেন। নগরীর সর্বত্র ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশ রাঙ্গার ছবি সংবলিত ফেস্টুনে ভরে গেছে। ফেস্টুনের বাঁ পাশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এবং পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছবি, ডান পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ছবি। নিচের দিকে মসিউর রহমান রাঙ্গার বড় ছবি। ফেস্টুনে রংপুর-১ আসন (গঙ্গাচড়া) এলাকায় অভাবনীয় উন্নয়নের রূপকার হিসেবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপনসহ কিছু কথা আছে। সূত্র: সমকাল

Nagad

রাজপথে আবার সংঘাত
বিএনপির ঢাকা প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ গুলি আগুন গ্রেফতার

আবারও সংঘাত শুরু হয়েছে রাজপথে। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িতে।এসব ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত থানায় ১১টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৪৬৯ জনকে। মামলাগুলোর এজাহারে আসামি হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ৪৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানার তিনটি মামলায় ১০৫ জনকে আসামি করা হয়েছে। ঢাকার পাঁচটি প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গুলি, টিয়ার শেল নিক্ষেপ, অগ্নিসংযোগ, গ্রেফতারের ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুলিশের সঙ্গে গাবতলী, যাত্রাবাড়ী, মাতুয়াইল, শনির আখড়া, নয়াবাজার (বাবুবাজার), উত্তরা এলাকা ছিল রীতিমতো রণক্ষেত্র। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৩ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশতাধিক। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে। একদিনেই বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ ২১৪ জনকে আটক করা হয়েছে। বিএনপির কর্মসূচি চলাকালে সংঘর্ষে রাজধানীর সাত থানায় ১১টি মামলা হয়। সূত্র: বিডি প্রতিদিন।

বিএনপি পুলিশ ও আ.লীগের সংঘর্ষ : বাসে আগুন ভাঙচুর
রণক্ষেত্র ঢাকার ৪ প্রবেশপথ
গয়েশ্বর চন্দ্র রায়, পুলিশসহ ৫ শতাধিক আহত * গ্রেফতার ৭ শতাধিক নেতাকর্মী * ১১ মামলায় আসামি ৫৪৯

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজপথ। দীর্ঘদিন আওয়ামী লীগ ও বিএনপির পালটাপালটি কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও শনিবার তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলো পরিণত হয় রণক্ষেত্রে।

কোথাও বিএনপি-আওয়ামী লীগ, কোথাও বিএনপি-পুলিশ আবার কোনো এলাকায় আওয়ামী লীগ-পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ধাওয়া-পালটাধাওয়া, ইটপাটকেল, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপে এসব এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দুদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। বাসে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িসহ ভাঙচুর করা হয় বেশকিছু যানবাহন। সংঘর্ষের কারণে প্রায় সারা দিনেই রাজধানী থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল পুরো দেশ। ভয়াবহ এ সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি দলটির। সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশও আহত হন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ গ্রেফতার করা হয় সাত শতাধিক নেতাকর্মীকে। শনিবারের সংঘর্ষে রাজধানীর বিভিন্ন থানায় ১১ মামলায় ৫৪৯ জনকে আসামি করা হয়েছে। অতীতের মতোই এসব সংঘর্ষে একে অপরের ওপর দায় চাপিয়েছে। পুলিশের দাবি, বিএনপি নেতাকর্মীরা প্রথমে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সূত্র: যুগান্তর।

হাজিরা দিলেই পাস
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ দিয়াবাড়ীর উত্তরা কার্যালয়ে গ্রাহকের ভোগান্তির শেষ নেই। অনিয়মই সেখানে নিয়ম। সরকার নির্ধারিত ফি দিয়ে কোনো কাজই সেখানে সম্ভব নয়। র্যালয়টির সামনেই সক্রিয় থাকে কয়েকটি দালাল চক্র। তাদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করালে অদক্ষ চালকরাও শুধু হাজিরা দিলেই পাস। তাদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করাতে ৯ হাজার থেকে ১৩ হাজার টাকা খরচ হয়। যদিও সরকারি হিসাবে ড্রাইভিং লাইসেন্স করতে পেশাদারের জন্য ৩ হাজার ৮০০ আর অপেশাদারের জন্য ৫ হাজার ৫০০ টাকা লাগে।বিআরটিএ কর্তৃপক্ষ যদিও বলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাঝেমধ্যেই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সূত্র: দেশ রুপান্তর

নিষেধের পরও স্ত্রী ভোট দিতে যাওয়ায় বাড়ি ছাড়লেন স্বামী
চট্টগ্রামে ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্বে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তবে অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিকে স্থানীয় নেতা হত্যার হুমকি দেওয়ায় ভয়ে পালিয়েছেন তিনি। গতকাল এ ঘটনাটি ঘটেছে রোববার চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায়। এ দিন চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ ছিল। ওই দম্পতি হলেন নগরীর আমবাগান এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী গোলাপ মিয়া (৫১) ও রুবি বেগম (৩৯)। গোলাপ মিয়া ডেকোরেটরের দোকানে কাজ করেন। রুবি বেগম গৃহকর্মীর কাজ করেন। সূত্র: আজকের পত্রিকা।

বাংলাদেশে ডেঙ্গুর টিকা দেয়ার সিদ্ধান্ত কখন হবে

ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যে পরীক্ষা-নিরীক্ষা চলছে, সেখানে কার্যকর ফলাফল পাওয়া গেলে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই বাংলাদেশে এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক ডা. শাহাদাত হোসেন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘’এই বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। আপনারা জানেন, একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু দেশে এটি অনুমোদন পেয়েছে। সেই দেশগুলোর অভিজ্ঞতার আলোকে, আমরা সাধারণত যখন ডব্লিউএইচও যখন অনুমোদন দেয়, তারপরে আমরা শুরু করি। কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুর টিকার কার্যকারিতা নিয়ে নানা মহলে বিভিন্ন ধরনের আলোচনা চলছে।‘’সূত্র: বিবিসি বাংলা।

হাউজবোটে হাওরে ভেসে জমজমাট পর্যটন
কাঠের তৈরি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাউসবোটগুলোয় সাধারত চার থেকে ছয়টি কক্ষ থাকে; বিশেষভাবে নকশা করা এসব জলযানে থাকে বিদ্যুতের ব্যবস্থা।

বর্ষাকালে দেশের পর্যটকদের অন্যতম গন্তব্য এখন সুনামগঞ্জের হাওর। বিশেষ করে মেঘালয়ের পাদদেশে তাহিরপুর, মধ্যনগর উপজেলা নিয়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে বিশ্ব ঐতিহ্যের অংশ। ই দশক আগে টাঙ্গুয়ার হাওর ঘিরে পর্যটন শুরু হলেও তা ব্যাপক আকার ধারণ করেছে গত কয়েক বছর ধরে। বিস্তৃত জলরাশির এই হাওরে ঘুরে বেড়ানোর জন্য জলে ভাসানো হয়েছে শতাধিক দৃষ্টিনন্দন হাউসবোট।স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি বাইরের জেলার অনেকেই এখানে উদ্যোক্তা হয়েছেন। আধুনিক সুবিধা সম্বলিত হাউসবোট বানিয়ে হাওরের ভাসিয়েছেন তারা। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আকর্ষণীয় এই বাহনটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।জীববৈচিত্রের আধার এই হাওরে রয়েছে হিজল-করচের বড় বাগান। পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে উঁচু ওয়াচ টাওয়ার। যেখান থেকে হাওরের সৌন্দর্য দেখা যায় ‘পাখির চোখে’। সূত্র: বিডি নিউজ

রানার গ্রুপ : কোম্পানি সেক্রেটারি মিজানুরের সম্পদ কত?

রানার অটোমোবাইলস লিমিটেড কোম্পানির সেক্রেটারি ও রানার মোটরস লিমিটেড ওয়ার্কার্স প্রফিট স্যাটিসফ্যাকশন ফান্ডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। দেশের বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার- ২০২০’ পাওয়া রানার গ্রুপের শীর্ষপদে আসীন এ কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তারপরও বহাল তবিয়তে তিনি!
শুধু মিজানুর রহমান নন, একই প্রতিষ্ঠানের হেড অব সেলস মো. রেজাউল করিমের বিরুদ্ধেও অনৈতিক উপায়ে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক বনে যাওয়ার তথ্য এসেছে ঢাকা পোস্টের হাতে।মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশীয় ব্র্যান্ড রানার মোটরস লিমিটেডের হিসাব থেকে প্রতিনিয়ত অর্থ হাতিয়ে নিয়েছেন নানা কৌশলে। নিজ মালিকানায় নামসর্বস্ব প্রতিষ্ঠান মমতা ফিশারিজ অ্যান্ড এস্টেট, ইশরা প্রোপার্টিজ লি. ও তাজ পোলট্রি অ্যান্ড ফিশারিজের নামে কোটি কোটি টাকা হাতিয়ে সম্পদের পাহাড় গড়েছেন।তার অবৈধ সম্পদের মধ্যে রয়েছে- দুই নাবালক পুত্রের নামে পরিচালিত ২৪টি স্থায়ী আমানতের আড়াই কোটি টাকা, যা ফ্রিজ অবস্থায় রয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে কোটি টাকা মূল্যের জমি, মিরপুরের টোলারবাগে ৯০০ থেকে ১৬০০ বর্গফুটের চারটি ফ্ল্যাট, বিলাসবহুল তিনটি গাড়ি, সহকর্মী রেজাউল করিমের সঙ্গে যৌথ মালিকানায় ঢাকা ও গাজীপুরে ৯.৪৮ কোটি টাকার জমি, তিনটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানে ৩.২৩ কোটি টাকার বিনিয়োগ এবং নিজ শহর পাবনায় কোটি টাকা মূল্যের ২১ কাঠা জমির ওপর এলপিজি ফিলিং স্টেশন। তার দুর্নীতি ও অনিয়মের অন্যতম অংশীদার রেজাউল করিমেরও অঢেল সম্পদের পাশাপাশি সন্দেহভাজন লেনদেনের তথ্য মিলেছে। সূত্র: ঢাকা পোস্ট