আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করলে লাভবান হবে রাশিয়াও

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করা হবে, এমন একটা প্রতিশ্রুতি দিয়ে ন্যাটো সম্মেলন শেষ হলো। ন্যাটো জোটে অন্তর্ভুক্তি ইউক্রেনের জন্য কতটা লাভজনক, তা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। এ ছাড়া ন্যাটোর বেশির ভাগ সদস্যও ইউক্রেনকে তাদের সম্ভাব্য সদস্য হিসেবে মেনে নিয়েছে। তবে এ মুহূর্তে ন্যাটোয় ইউক্রেনের যোগ দেওয়ার যে ইচ্ছা, তা অধরাই থেকে গেল। তবে ইউক্রেন ও ন্যাটোর বর্তমান সদস্যরাই যে কেবল ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তি থেকে লাভবান হবেন, বিষয়টা তা নয়। রাশিয়াও লাভবান হতে পারে। যদিও ন্যাটো জোটের বিস্তার ঠেকানোর জন্যই মূলত রাশিয়া ইউক্রেন দখল করে নিয়েছিল। ইউক্রেন ন্যাটোয় যুক্ত হতে পারলে তা রাশিয়াকে অস্ত্রশস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য যে সম্পদের অপচয় করতে হয়, তা বন্ধ করে দেবে। যদিও রাতারাতি ক্রেমলিন মাথা থেকে রুশ সাম্রাজ্যকে অটুট রাখার আকাঙ্ক্ষা ঝেড়ে ফেলতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব ক্রমশ কমবে। ঠিক ফিনল্যান্ডের মতোই ইউক্রেনের অন্তর্ভুক্তি যখন মোটামুটি নিশ্চিত হবে, তখন আর ন্যাটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে খুব বেশি মতানৈক্য হবে না। সূত্র: প্রথম আলো

লেবাননে ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষ, ফাতাহ কমান্ডারসহ নিহত ৬

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের একজন কমান্ডারও রয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দলগুলোর মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য ইসলামপন্থি দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়।দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে অবস্থিত এই শরণার্থী শিবিরটি লেবাননের নিরাপত্তা বাহিনীর এখতিয়ারের বাইরে রয়েছে। এখানকার নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব রয়েছে শিবিরের মধ্যকার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ওপরই। কিন্তু সেখানে দলগত বিরোধ খুবই সাধারণ বিষয়। সূত্র: কালের কণ্ঠ

কোরআন পোড়ানো ঠেকাতে আইনি উপায় খুঁজছে ডেনমার্ক

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, ড্যানিশ সরকার কোরআন পোড়ানো রোধে আইনি উপায় খুঁজে বের করবে, যাতে করে অন্যান্য দেশের দূতাবাসের সামনে কেউ কোরআনের কপি পোড়াতে না পারে। খবর আল-জাজিরার-রোববার এক বিবৃতিতে রাসমুসেন বলেছেন, দূতাবাসের সামনে কোরআন পোড়ানো চরমপন্থা এবং ঘৃর্ণিত কাজ। কয়েকজন বেপোরোয়া ব্যক্তি এই কাজ করেছে। এই কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ড গোটা ড্যানিশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের বিক্ষোভ চরমপন্থিদের উপকার করে এবং নিরাপত্তা হুমকির সৃষ্টি করে। আর তাই দূতাবাসের বাইরে বিক্ষোভসহ কিছু পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ করার আইনি উপায় খতিয়ে দেখছে কোপেনহেগেন। সূত্র: সমকাল

Nagad

পাকিস্তানে রাজনৈতিক দলের সমাবেশে বোমা হামলা
নিহত ৩৫, আহত দুই শতাধিক * পুলিশ বলছে আত্মঘাতী হামলা * সম্মেলনে প্রায় ৪০০ সমর্থক ছিলেন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সমাবেশে বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। হামলার সময় সমাবেশের চারপাশের তাঁবুতে প্রায় ৪০০ সমর্থক ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এএফপি, জিও নিউজ, ডন।রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে প্রদেশের খার বাজাউর জেলার তেহসিলে জামিয়াত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি ইসলামিক দলের সম্মেলনে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশোয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এ ঘটনায় জিও নিউজের ক্যামেরাম্যানসহ স্থানীয় এক সাংবাদিকও আহত হয়েছেন। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। সূত্র: যুগান্তর

রুশ-ইউক্রেন শান্তি আলোচনার আয়োজন করছে সৌদি আরব
এ আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি

ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে শান্তি আলোচনার আয়োজন করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং এটা আগামী সপ্তাহেই। ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি বার্তা সংস্থায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে আরও বলা হয়, সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত হবে এই শান্তি আলোচনা। বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান এবং ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। তবে কোন দেশের কতজন প্রতিনিধি অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।এই আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও, দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন না। অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা গেছে। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুতিন আরও বলেন, ‘ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আর তাই কোনো যুদ্ধবিরতি হতে পারে না।’ সূত্র: বিডি প্রতিদিন।

চলন্ত ট্রেনে নিরাপত্তারক্ষীর গুলি, এক পুলিশসহ তিন যাত্রী নিহত

ভারতের মহারাষ্ট্রে চলমান ট্রেনে নিরাপত্তারক্ষীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং বাকি তিনজন সাধারণ যাত্রী ছিলেন। স্থানীয় সময় সোমবার (৩১ জুলাই) সকালে জয়পুর থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয় অভিযুক্ত ব্যক্তি ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-এর কনস্টেবল। হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানান, সোমবার ভোর পাঁচটার দিকে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে চলমান ট্রেনে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন সিং তার সরকারী বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে ট্রেনে দায়িত্বে থাকা এএসআই টিকা রাম মীনা এবং তিন যাত্রীকে নিহত হয়। সূত্র: দেশ রুপান্তর

যুদ্ধ এখন রাশিয়ার দিকে ফিরছে, মস্কোয় ড্রোন হামলার পর জেলেনস্কি

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ রাশিয়ার ভূমিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিতে হামলাকে ‘অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা মস্কোর আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি ড্রোন অফিস ভবনে আঘাত হানে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। হামলায় দুটি অফিস ভবনের সামনের দিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। সূত্র: আজকের পত্রিকা।

হার অবধারিত জেনেও কেন মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব?

ভারতে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাব এনেছে, তার ওপর বিতর্কের দিনক্ষণ আগামিকালই (সোমবার) চূড়ান্ত হবে। এতে সরকারের কোনও আশু বিপদের সম্ভাবনা না-থাকলেও রাজনৈতিক দৃষ্টিকোণে এই পদক্ষেপকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি গৌরব গগৈ-এর আনা এই অনাস্থা প্রস্তাবটিতে অন্যান্য ইস্যুর পাশাপাশি মণিপুরের চলমান সহিংসতার কথাও উল্লেখ করা হয়েছে। দেশের ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’ এই প্রস্তাবটিকে সমর্থন করছে, যদিও সভার ফ্লোরে সরকারকে হারানোর মতো শক্তি তাদের হাতে নেই।পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় দু’জন মনোনীত-সহ যে মোট ৫৪৫জন এমপি আছেন, তার মধ্যে সরকার কম করে হলেও ৩৩২জনের সমর্থন পাবে ধরেই নেওয়া হচ্ছে। ফলে এই প্রস্তাবে কিছুতেই সরকারের পতন হচ্ছে না এটা নিশ্চিত।অন্যতম বিরোধী দল আরজেডি-র এমপি মনোজ ঝা অবশ্য বলছেন, “সংখ্যা আমাদের হাতে নেই এটা যেমন ঠিক, কিন্তু এটা আসলে কোনও নাম্বার গেমও নয়।” সূত্র: বিবিসি বাংলা ।

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৪, আহত শতাধিক

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার প্রদেশটির বাজাউর জেলার আফগানিস্তান সীমান্তবর্তী ছোট শহর খারে জামিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর কর্মী সম্মেলন চলছিল বলে জানায় দেশটির ইংরেজি ভাষার দৈনিক ডন। সম্মেলন উপলক্ষ্যে একটি তাঁবুতে জেইউআই-এফের চার শতাধিক সদস্য ও সমর্থক জড়ো হয়েছিল, তার মধ্যেই বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে ৪৪ জন নিহত ও শতাধিক আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন খাইবার পাখতুনখওয়ার তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার।‘এটি আত্মঘাতী বোমা হামলা ছিল। হামলাকারী মঞ্চের খুব কাছে গিয়ে বিস্ফোরণটি ঘটায়,” বলেছেন তিনি।ঘটনাস্থল থেকে আসা ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে ভিড় করে আছেন, আহতদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এসেছে। এরপর পুলিশের বড় একটি দল ঘটনাস্থল ঘিরে ফেলে। সূত্র: বিডি নিউজ

১২ আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা শেহবাজের

পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। একইসঙ্গে শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদও। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষের পর নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, মিত্র দলগুলোর সাথে পরামর্শের আলোকে আগামী ১২ আগস্টের আগে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জিও নিউজ প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।রোববার দেওয়া এই সাক্ষাৎকারে শেহবাজ বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে এবং তার আগেই সংসদ ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, এরপর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সূত্র: ঢাকা পোস্ট