টেইলর সুইফটের কনসার্ট ছিলো ২.৩ মাত্রার ভূমিকম্প!

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

ছবি- সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফট কনসার্টে বরাবরই নিজের গানে মাতিয়ে রাখেন শ্রোতাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু তাই নয়, শ্রোতা-দর্শকের মাতানোর পাশাপাশি রীতিমতো ভূমিকম্পও তৈরি করেছেন এই পপ তারকা। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ।

তিনি বলেন, সম্প্রতি ওয়াশিংটনের সিয়াটল শহরে টেইলর সুইফটের দুইটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে, তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সিএনএন’ ও ‘বিবিসি’র প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতের কনসার্ট দুটিতে মোট ১ লাখ ৪৪ হাজার শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন।

সিয়াটলের ভূমিকম্পবিদ জ্যাকি কাপলান-অয়ারবাক জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান। তার মতে, মূলত কনসার্টে উপস্থিত শ্রোতা-দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল।

সারাদিন/৩১ জুলাই/এমবি 

Nagad