আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৩

প্রধানমন্ত্রীকে রংপুরে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির মসিউরের পোস্টার, দলবদলের গুঞ্জন

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান ওরফে রাঙ্গা আওয়ামী লীগে যোগ দেবেন বলে রংপুরে গুঞ্জন উঠেছে। কাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে মসিউর নগরজুড়ে পোস্টার-ফেস্টুন টানানোয় এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে মসিউর দাবি করেছেন, দলবদলের বিষয়টি সত্য নয়।সাড়ে চার বছর পর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের আয়োজনে জিলা স্কুল মাঠে কাল বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফর উপলক্ষে নগরের বিভিন্ন স্থান ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পোস্টার ও ফেস্টুন টানিয়েছেন।নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি একমাত্র মসিউর রহমানের পক্ষ থেকে ছবিসংবলিত পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের ডান পাশের ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। বাঁ পাশের ওপরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছবি। নিচের বাঁ দিকে মসিউর রহমানের ছবি। পোস্টারে লেখা রয়েছে, ‘অবহেলিত রংপুর-১ (গঙ্গাচড়া) আসনকে মডেল ও আধুনিক আসনে রূপান্তরিত করতে সহযোগিতা অব্যাহত রাখায় রংপুরের পুত্রবধূ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুর-১ আসনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’ পোস্টারে মসিউর নিজেকে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: প্রথম আলো

নির্বাচন সামনে রেখে দুই দল
১৪ দল মাঠে নামছে আরো মিত্রের খোঁজ

বিএনপি ও সমমনা দলগুলোর ধারাবাহিক কর্মসূচির বিপরীতে ১৪ দলীয় জোটের শরিকদের মাঠে নামানোর পাশাপাশি নতুন মিত্রও খুঁজছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা শোকের মাস আগস্টের কর্মসূচির পাশাপাশি বিএনপির কর্মসূচির ধরন বুঝে যেকোনো সময় বিশেষ কর্মসূচি পালনের জন্যও প্রস্তুত থাকবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন। আজ থেকে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।এ কর্মসূচির মধ্য দিয়ে মূল দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখা হবে। মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের সব শাখাকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি ও সমমনা দলগুলো কী কর্মসূচি দেয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। বিরোধীদের রাজপথে কর্মসূচির ধরন বুঝে বদলে যাবে আওয়ামী লীগের কর্মসূচিও। সূত্র্র: কালের কণ্ঠ

সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের খবর নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানিয়ে বলেছেন, ‘রাজনৈতিক বিক্ষোভ ঘিরে সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং অপরাধীদেরকে জবাবদিহি করতে উৎসাহিত করি।’সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে লাখো মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার পুলিশ ও ক্ষমতাসীন দলের সদস্যরা বিক্ষোভকারী ও বিরোধী নেতাদের ওপর নির্মমভাবে হামলা চালায়, যার ফলে শীর্ষ বিরোধী নেতা গয়েশ্বর রায়সহ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়) শতাধিক আহত হন। একে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?’সূত্র: সমকাল

টাঙ্গুয়ার হাওড়ে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ
২৫ বুয়েট ছাত্র গ্রেফতার
গ্রেফতার আরও ৯ শিক্ষার্থী * সন্ত্রাসবিরোধী আইনে মামলা * আমাদের কেন গ্রেফতার করা হয়েছে জানি না-সাংবাদিকদের শিক্ষার্থীরা

Nagad

টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে যাওয়ার নাম করে সরকারবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৫ শিক্ষার্থীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে একটি হাউজবোট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য ৯ জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর মধ্যে তিনজন সদ্য এসএসসি পাশ করা। পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা হাওড়ে বেড়ানোর বাহানায় এখানে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছিলেন। জননিরাপত্তা বিঘ্নিত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাদের। ছাত্রশিবিরের গঠনতন্ত্র, সরকারবিরোধী প্রচারপত্র পাওয়া গেছে তাদের কাছে। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে মামলা হওয়ার পর আসামিদের সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সূত্র: যুগান্তর

ইনানীতে ৩৪ পদের খাবার দিয়ে রাষ্ট্রপতিকে আপ্যায়ন

ক্সবাজার সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ জুলাই) মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার ইনানীতে সমুদ্র ও সামুদ্রিক মাছ উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইনানীর সাগরতীরের পালংকি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করেন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছে স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনানসহ কেক কাটেন। পালংকি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছেন রাষ্ট্রপতি। খাবারের পদে ছিল—সাদা ভাত, লইট্যা ফ্রাই, রুপচাঁদা মাছ, শুঁটকি ভর্তা, সামুদ্রিক চিংড়ির পাতুরি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ইত্যাদি।রাষ্ট্রপতির জন্য দুপুরে পরিবেশন করা খাবারের মেন্যুতে আরও ছিল—পাহাড়ি মোরগ, পালং শাক দিয়ে পনির, ডাল মাখানী, কালা ভুনা, নানা রকমের মিষ্টান্নসহ ৩৪টি পদ।তবে রাষ্ট্রপতি কেবল কক্সবাজারের খাবারই খেয়েছেন বলে জানান পালংকি রেস্তোরাঁর মালিক টিপু সোলতান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন পালংকি রেস্তোরাঁয়। অনেক খাবারের মাঝে কোরাল মাছসহ কক্সবাজারের খাবারই খেয়েছেন তিনি।’দুই দিনের সফর শেষে সোমবার বিকেলে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে সরকারের পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান। সূত্র: আজকের পত্রিকা।

এগিয়ে থাকতে ‘কৌশলে’ বদল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজনীতিতে প্রধান বিরোধী দল বিএনপি আন্দোলন কর্মসূচি পালন করছে। পাশাপাশি সরকারি দলের শান্তি সমাবেশের ব্যানারে বিরোধী দলের কর্মসূচির আদলে কর্মসূচি দিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কৌশল চলছিল বেশ কিছুদিন ধরে। দুই দলই চাচ্ছে রাজনীতির মাঠে নিজেদের এগিয়ে রাখতে। বিদেশি চাপ-তৎপরতা মাথায় রেখে দুই দলই রাজনৈতিতে কৌশলী হতে চাচ্ছে। তাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কর্মসূচিতে অবতারণা করছে নানা কৌশলের। আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই উঠে এসেছে।
দেখা গেছে, হঠাৎ করে মাঠ উত্তপ্ত করে পাল্টাপাল্টি অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি। আবার হঠাৎই নিরুত্তাপ হয়ে যায়। কখনো উত্তাপ কখনো নিরুত্তাপের কৌশলী খেলায় দুই দলই এগিয়ে থাকার দাবি করেছে। অনড় অবস্থানেও নমনীয় হতে দেখা গেছে। যেমনটি ছিল গতকাল সোমবারের বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিটি। বিএনপি বরাবরই নয়াপল্টনে সমাবেশে অনড় থাকে। কিন্তু গতকাল তারা সেই অনড় অবস্থান থেকে সরে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করেছে। বিএনপির তিন শীর্ষ নেতা দেশ রূপান্তরকে বলেন, আমরা কৌশলে হাঁটছি। আগস্ট মাসে কর্মসূচি কম থাকবে। কারণ, এ মাসে আওয়ামী লীগের কর্মসূচি থাকবে ধারাবাহিক। আমাদের কর্মসূচি টানা দিতে থাকলে তারা গ্যানজাম করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। তাছাড়া টানা কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরাও কিছুটা দুর্বল। কিছুটা বিশ্রাম দেওয়া ও নতুন কৌশল নির্ধারণে কর্মসূচি ঘোষণায় আপাতত সময় নিতে চান তারা। সূত্র: দেশ রুপান্তর

নারী ফুটবলারের পরিবারকে অপমান, প্রতিবাদ করায় মারধর, গ্রেপ্তার ১

খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক নারী ফুটবলারের অনুশীলনের ছবি দেখিয়ে পরিবারকে অপমান-অপদস্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই খেলোয়ার এবং তার সতীর্থদের মারধর করা হয়েছে। খুলনা অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সদস্য সাদিয়া নাসরীন রোববার বটিয়াঘাটা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন। এরপর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মামলার আসামিরা হলেন- উপজেলার তেঁতুলতলা স্কুল মাঠ এলাকার সালাউদ্দিন (২২), নুর আলম (৪৮), রঞ্জি বেগম (৪০), মনোয়ারা বেগম (৫৫) ও নুপুর খাতুন (২২)। বাকি একজন কিশোর। এর মধ্যে রোববার নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, তেঁতুলতলা গ্রামের সাদিয়া নাসরিন স্থানীয় ‘সুপার কুইন ফুটবল একাডেমিতে’ নিয়মিত অনুশীলন করেন। তাকে প্রতিনিয়ত স্থানীয়দের কাছ থেকে লাঞ্ছণার শিকার হতে হয়। সূত্র: বিডি নিউজ

ডেঙ্গু: অগাস্ট হতে পারে ‘পিক সিজন’

বাংলাদেশে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় ডেঙ্গু সারা বছরব্যাপী হচ্ছে। এরমধ্যে আক্রান্তের গ্রাফ সবচেয়ে ওপরের দিকে থাকে জুলাই ও অগাস্ট মাসে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে যে-সংখ্যক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল তার চেয়ে সাত গুণ বেশি আক্রান্ত হয়েছে জুলাইয়ে। এখন প্রশ্ন হচ্ছে, অগাস্ট মাসে ডেঙ্গু পরিস্থিতি কেমন হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, অগাস্টে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এবং এ মাস হতে পারে চলতি বছরের ‘পিক সিজন’। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন বিবিসিকে বলেছেন, অগাস্ট মাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে বলে তাদের অনুমান।তিনি বলেন, “যত বৃষ্টিপাত হবে, গরম বেশি পড়বে, যত আর্দ্রতা বাড়বে যত বেশি অপরিকল্পিত নগরায়ন হবে, তত বেশি ডেঙ্গুবাহী এডিস মশার সংখ্যা বাড়তে থাকবে। এডিসের জন্য আমরা সারা বছর একটা অনুকূল পরিবেশ তৈরি করেছি।” সূত্র: বিডি নিউজ

টাকার অবমূল্যায়নের সুবিধা নিতে পারছেন না রফতানিকারকরা

দেশে বর্তমানে ডলারের গড় বিনিময় হার ১০৮ টাকা ৪০ পয়সা। যদিও প্রকৃত কার্যকর বিনিময় হার এর চেয়ে কম—১০২ টাকা ১০ পয়সা। বর্তমান পরিস্থিতিতে দেশে ডলারের বিনিময় হার অতিমূল্যায়িত অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও গত দুই বছরে দেশে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ২৮ শতাংশ। টাকার অবমূল্যায়নের ফলে রফতানিকারকদের সুবিধা পাওয়ার কথা থাকলেও তারা সেভাবে এর সুবিধা নিতে পারেননি। মূলত বিভিন্ন ধরনের ব্যয় বাড়ায় এর পুরোপুরি সুবিধা নেয়া যায়নি বলে জানিয়েছেন তারা। বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার মূল্যমান ধরে রাখার প্রবণতাটি অনেক দিনের। আমদানিনির্ভর দেশ হওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এ নীতি অনুসরণ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশে ডলারের প্রকৃত কার্যকর বিনিময় হার বা রিয়াল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটের (রিয়ার) সঙ্গে মুদ্রাবাজারে ডলারের গড় বিনিময় হারে বরাবরই ব্যবধান দেখা গেছে। বর্তমানে বাংলাদেশে টাকার বিপরীতে ডলার ক্রমেই শক্তিশালী হলেও আন্তর্জাতিক মুদ্রাবাজারে পরিস্থিতি একেবারেই বিপরীত। গোটা বিশ্বেই এখন ডলার অবমূল্যায়িত হচ্ছে। ইউরো, পাউন্ড, ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার কমছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: বনিক বার্তা।