আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৩

চীনে যে কারণে একলা মা হওয়া সহজ হচ্ছে

চীনে গত বছর নাগাদ বেশির ভাগ অবিবাহিত নারীর পক্ষে মা হওয়া সত্যিই অসম্ভব ছিল। কিন্তু এ ব্যাপারে দেশটিতে একটি সামাজিক ও নীতিগত পরিবর্তন দেখা যাচ্ছে।এই যেমন, ঝাং মেইলির কথা বলা যায়। তিনি একজন একলা মা। চীনের সাংহাই শহরের উপকণ্ঠের একটি ফ্ল্যাটে থাকেন তিনি।মেইলি যখন ব্যবসার কাজে বাইরে যান, তখন তাঁর দুই মাস বয়সী ছেলে হেং হেংকেকে দেখাশোনা করেন নানি। তিনি গ্রামীণ হেনান এলাকা থেকে সম্প্রতি সাংহাইয়ে মেয়ের বাসায় এসেছেন। উদ্দেশ্য, মেয়ে মেইলিকে তাঁর সন্তান লালনপালনে সহায়তা করা।চীনের, বিশেষ করে রক্ষণশীল আঞ্চলিক ও গ্রামীণ এলাকায় একলা মায়ের বিষয়টিকে ভ্রুকুটির চোখে দেখার চল রয়েছে। বিবাহ ছাড়া সন্তান তাঁদের কাছে এখনো গ্রহণযোগ্য নয়।সন্তান লালন-পালনে অনীহা বাবাদের, ৬০ বছরে প্রথম কমল চীনে জনসংখ্যাচীনের কঠোর শূন্য কোভিড নীতিও জনসংখ্যা বৃদ্ধিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে-মেইলির ভাষ্য, তাঁর নিজের এলাকা হেনানের চেয়ে মেগাসিটি সাংহাইয়ে একলা মা হওয়ার বিষয়টি অনেক বেশি গ্রহণযোগ্য। ফলে তিনি ভাগ্যবান যে ব্যবসা চালানোর জন্য সাংহাইয়ে চলে এসেছিলেন।মেইলি বলেন, একলা মায়ের প্রতি সাংহাইয়ের সহনশীলতার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু তিনি যদি তাঁর নিজ এলাকা হেনানে থাকতেন, তাহলে অনেক বৈষম্যের শিকার হতেন। সূত্র: প্রথম আলো

হরিয়ানায় সহিংসতায় নিহত ৪, গুজব ঠেকাতে বন্ধ ইন্টারনেট
স্কুল-কলেজ বন্ধ, বড় জমায়েতে নিষেধ

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে সহিংসতায় চারজনের প্রাণহানির পর থমথমে অবস্থা চলছে ভারতের হরিয়ানা রাজ্যে। সোমবার রাতভর সংঘর্ষ হয়েছে বিভিন্ন জায়গায়। সাম্প্রদায়িক উত্তেজনা ও গুজব ছড়ানো বন্ধে রাজ্য সরকার বুধবার পর্যন্ত সেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে। বড় ধরনের জমায়েতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মঙ্গলবার গুরুগ্রাম ও ফরিদাবাদের সব স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সোমবার রাত থেকে টহল দিচ্ছে। খবর-এনডিটিভি-পুলিশ বলছে, সোমবার হরিয়ানার নুহ এলাকার খেদলা মোডে ধর্মীয় একটি মিছিলে বাধা দেয় একদল যুবক। তারা শোভাযাত্রায় ঢিল ছোড়ে এবং গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় গুলিতে হোম গার্ড সদস্যদের দুজন নিহত হয়। এরপর ছড়িয়ে পড়ে সহিংসতা। সন্ধ্যার দিকে সংঘাত ছড়িয়ে পড়ে গুরুগ্রাম-সোহনা সড়কে। যেখানে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারা হয়। রাতভর সহিংসতায় তৃতীয় ব্যক্তি নিহত হন। এতে আহত হয়েছে ৪৫ জন। সূত্র: সমকাল

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫৪
সন্দেহের তীর আইএস-কের দিকে
* এর আগে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে টিটিপি * খাইবারপাখতুনখোয়া আগে থেকেই সন্ত্রাসবাদের কেন্দ্র ছিল * হামলার শিকার জেইউআই-এফ ক্ষমতাসীন জোটের শরিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশের বাজাউরে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সমাবেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পেছনে জড়িতদের সন্ধান পেতে কাজ শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রথম দিকে সন্দেহের তীর ছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দিকে। কারণ সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বেশ কয়েকবার সহিংস হামলা চালিয়েছে তারা। তবে এখন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, এই হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শাখা আইসএস-খোরাসানের (আইএস-কে) সংশ্লিষ্টতা রয়েছে। এই সংগঠন দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় মূল আইএসের মতাদর্শ প্রচার করতে ধারাবাহিক সহিংসতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আর হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

Nagad

পরমাণু বোমা হামলার দিকে যাচ্ছে যুদ্ধ

সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের যেসব অংশ দখল করেছে, সেই অংশগুলো পুনরুদ্ধার করতেই এই আক্রমণ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে এই হামলার পরিপ্রেক্ষিতেই রাশিয়া ফের একবার পরমাণু-হামলার কথা জানিয়েছে। যা নিয়ে আন্তর্জাতিক মণ্ডলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, পাল্টা সামরিক অভিযান চালিয়ে ইউক্রেন যদি রাশিয়াকে খণ্ড বিখণ্ড করতে সফল হতো তাহলে মস্কো কিয়েভের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করত। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেন, কল্পনা করুন ইউক্রেন যদি রাশিয়ার কোনো অংশ বিচ্ছিন্ন করত তাহলে মস্কোর সামনে পরমাণু বোমা ব্যবহার করা ছাড়া আর কোনো পথ থাকত না। রাশিয়ার পরমাণু ডকট্রিনে বলা হয়েছে, দেশের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়লে সামরিক বাহিনী পরমাণু অস্ত্র মোতায়েন ও ব্যবহার করতে পারবে। মেদভেদেভ আরও বলেন, ন্যাটোর সমর্থনে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে, তা যদি সফল হয় এবং তারা আমাদের ল্যান্ড দখল করে, তাহলে রুশ প্রেসিডেন্টের ডিক্রি অনুসারে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। সূত্র: বিডি প্রতিদিন ।

মিয়ানমারে জরুরি অবস্থা বাড়ল
নির্বাচন নিয়ে সংশয়

অভ্যুত্থানের মাধ্যমে প্রায় আড়াই বছর আগে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার পর জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে মিয়ানমারের সেনা-নিয়ন্ত্রিত সরকার। এর ফলে দেশটিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সোমবার মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় চলতি বছর মিয়ানমারে যে সাধারণ নির্বাচন আয়োজনের কথা ছিল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।’ মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ (এনডিএসসি) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন।
এনডিএসসি নামে সাংবিধানিক সরকারি সংস্থা হলেও, বাস্তবে এটি নিয়ন্ত্রণ করে মিয়ানমারের সামরিক বাহিনী। ০২১ সালে অং সান সু চি’র নেতৃত্বাধীন বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারের অংশ হিসাবে আগামী আগস্টেই সেই নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলন তিনি। সূত্র: যুগান্তর

উদাম শরীরে সমুদ্রতীরে দেখা গেল ৮০ বছরের বাইডেনকে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অর্ধাঙ্গ উন্মুক্ত রেখে ঘুরতে দেখা গেল ডেলাওয়্যারের সমুদ্র সৈকতে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেনের খালি গায়ের ছবি ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নানা মত ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ডেলাওয়্যারের রিওবুথ এলাকার বাড়ির কাছের সমুদ্র সৈকতে গিয়েছিলেন বেড়াতে। সেখানে শার্ট খুলে শরীরের সূর্য রশ্মি গায়ে মাখছিলেন। কিন্তু পাপারাজ্জিরা সুযোগটা নিতে মোটেও ভুল করেনি। একাধিক ছবি তুলেছেন একজন সাংবাদিক। বাইডেনের ছবিগুলো পোস্ট করেছেন এরিক গেলার নামে ওই সাংবাদিক। তিনিও ছুটি কাটাতে গিয়েছিলেন রিওবুথে। সূত্র: আজকের পত্রিকা।

নির্বাচনের আগে জাঁকিয়ে জঙ্গিবাদ

পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। একই সঙ্গে শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদও। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষের পর নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, তখন দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি দলের রাজনৈতিক সম্মেলনে চালানো শক্তিশালী বোমা হামলার আলামত খতিয়ে দেখতে ব্যস্ত তদন্তকারীরা। গত রবিবার প্রদেশের বাজাউর জেলায় দেশটির বর্তমান সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সম্মেলনে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। সূত্র: দেশ রুপান্তর

ভারতের মহারাষ্ট্রে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৭

সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে জড়িত একদল শ্রমিকের ওপর ক্রেনটি ভেঙে পড়ে, তখনই অধিকাংশের মৃত্যু হয়।ভারতের মহারাষ্ট্রে এক নির্মাণস্থলে ভেঙে পড়া ক্রেনের নিচে চাপা পড়ে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে থানে জেলার শাহাপুরে নির্মাণাধীন এক এক্সপ্রেসওয়ের পাশে ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে জড়িত একদল শ্রমিকের ওপর ক্রেনটি ভেঙে পড়ে, তখনই অধিকাংশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিনজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ছয়জন ভেঙে পড়া কাঠামোর ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় শ্রমিকরা একটি গ্রিডার লঞ্চিং মেশিন পরিচালনা করছিল। এই মেশিনটি একটি বিশেষায়িত ক্রেন যা বড় বড় স্টিল বিম বা গ্রিডার উত্তোলন করে নির্দিষ্ট স্থানে স্থাপন করতে পারে। এসব গ্রিডার মহাসড়ক, রেলসেতু ও বড় বড় ভবন নির্মাণের সময় ব্যবহার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুররাতের দিকে শাহাপুরের কুটাডি সারলাম্বে গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। সূত্র: বিডি নিউজ

কেন বেসুরো গাইছেন মোদীর আস্থাভাজন মিজো নেতা জোরামথাঙ্গা?

ভারতের আঠাশটি অঙ্গরাজ্যে যে আঠাশজন মুখ্যমন্ত্রী আছেন, তাদের কারও বায়োডাটা এতটা বর্ণময় নয় তা চোখ বুজে বলা যায়। তিনি শুধু প্রথাগত রাজনীতিবিদ নন, সাবেক একজন গেরিলা যোদ্ধাও বটে!আশি ছুঁই ছুঁই বয়সেও নির্মেদ, টানটান চেহারা – রোজ নিয়ম করে ঘাম ঝরিয়ে দেড়-দু’ঘন্টা ব্যাডমিন্টন খেলেন আজও। এক সময় ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে পর্যন্ত কাটিয়েছেন বছরের পর বছর।আবার পরবর্তী জীবনে সেই তিনিই রাষ্ট্রের সাংবিধানিক পদে এসেছেন, ভারতের দূত হিসেবে নানা দেশে নানা গোপন মিশনেও অংশ নিয়েছেন।বহু জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের শান্তি আলোচনায় তাঁকে দৌত্য করতেও দেখা গেছে। কখনো প্রকাশ্যে, কখনো আবার পর্দার আড়ালে।যার কথা বলছি, তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের তিন-তিনবারের মুখ্যমন্ত্রী – জোরামথাঙ্গা। সূত্র: বিবিসি বাংলা।

যুদ্ধ এবার রাশিয়ার দিকে যাচ্ছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এবার রাশিয়ার দিকে যাচ্ছে। মস্কোতে এক ড্রোন হামলার পর রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুদ্ধ এখন তাদের দিকেই ফেরত যাচ্ছে। স্থানীয় সময় রোববার (৩০ জুলাই) পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাংকিভস্ক শহর থেকে এক বার্তায় জেলেনস্কি এ হুঁশিয়ারি দিয়েছেন।খবর বিবিসি। জেলেনস্কি বলেন, রাশিয়ার তথাকথিত বিশেষ সেনা অভিযানের আজ ৫২২তম দিন। রুশ নেতৃস্থানীয় ব্যক্তিরা ভেবেছিলেন যে, এই অভিযান হয়তো সপ্তাহ দুয়েকের বেশি চলবে না। কিন্তু ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার মাটিতেই ফিরে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, অবশ্যম্ভাবী এবং সম্পূর্ণ ন্যায্য।এর আগে রাশিয়ায় হামলা হলে কিয়েভকে সেগুলোর দায় নিতে দেখা যায়নি। তবে এবারই অনেকটা স্বভাববিরুদ্ধ ভাবেই এই হামলার কৃতিত্ব নিতে দেখা যাচ্ছে ইউক্রেনকে। এ ধরণের ড্রোন হামলাকে রুশ জনসাধারণের কাছে বার্তা পাঠানোর একটি সুযোগ হিসেবেও দেখতে পারেন জেলেনস্কি। রাশিয়ার জনগণের একটা বড় অংশ মনে করে যে ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল। সূত্র: বণিক বার্তা।