আগাম ৮ সপ্তাহের জামিন পেলেন নিপুন রায়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুন রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাকে এ মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী, সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুর রহমান।

এর আগে, গত ৩০ জুলাই সূত্রাপুর থানার পুলিশ বাদী হয়ে নিপুণ রায়সহ ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৪২৪ জনের নামে মামলা করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নিপুন রায় চৌধুরীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

Nagad