আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৩

চটকদার বিজ্ঞাপন দেখে পিৎজা কেনেন, মাংস কম পেয়ে মামলা ঠুকলেন

ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ফাস্ট ফুড প্রতিষ্ঠান টাকো বেলের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এক বাসিন্দা। ফ্র্যাংক সিরাগুসা নামের ওই ব্যক্তির অভিযোগ, গত সেপ্টেম্বরে তিনি টেকো বেল থেকে মেক্সিকান পিৎজা কিনেছিলেন। বিজ্ঞাপনে যে পরিমাণ গরুর মাংস ও শিমবীজ (বিন) দেখানো হয়েছিল, বাস্তবে তার পরিমাণ অর্ধেক ছিল। ফ্র্যাংক সিরাগুসা গত সোমবার নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি করেছেন। তাঁর দাবি, পিৎজাটিতে যে পরিমাণ মাংস ও বিন থাকার কথা, তা আসলে নেই জানলে তিনি এর জন্য ৫ দশমিক ৪৯ ডলার মূল্য খরচ করতেন না।ব্যবসার ক্ষেত্রে অন্যায্য আচরণ ও প্রতারণার অভিযোগে টাকো বেলের কাছ থেকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন সিরাগুসা।মেক্সিকান পিৎজায় সাধারত দুটো পিৎজা ডোর মাঝখানে গরুর মাংস (সিজনড বিফ) ও ভাজা বিন দেওয়া থাকে। এর ওপরে থাকে সস, পনির ও টমেটো। এ ছাড়া গুয়াকামোল ও মুরগির মাংসও থাকে। সূত্র প্রথম আলো

পরমাণু অস্ত্র বাহিনীতে রদবদল

চীনের অভিজাত পরমাণু অস্ত্রভাণ্ডার পরিচালনা বাহিনীতে বড় ধরনের রদবদল করেছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং। শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই বাহিনীটির দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অপসারিত দুই কর্মকর্তা হলেন চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের প্রধান জেনারেল লি ইউচাও এবং তাঁর ডেপুটি জেনারেল লিউ গুয়াংবিন। কয়েক মাস ধরেই তাঁদের জনসমক্ষে দেখা যাচ্ছিল না।তাঁদের স্থলাভিষিক্ত হয়েছেন নৌবাহিনীর সাবেক উপপ্রধান ওয়াং হাউবিন এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শু শিসেং। গত এক দশকের মধ্যে এটিই চীনা সামরিক বাহিনীতে সবচেয়ে বড় তাৎক্ষণিক পরিবর্তন। সূত্র: কালের কণ্ঠ

‘নজিরবিহীন’ তাপপ্রবাহে পুড়ছে ইরান, দুই দিনের ছুটি ঘোষণা

ইরানে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। যার কারণে দেশটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী দেশটিতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হাসপাতালগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫০ সেলসিয়াস) ছাড়িয়ে যায়। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

রাশিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন
মস্কোতে আবারও ড্রোন হামলা, প্রথমবারের মতো কৃষ্ণসাগরের টহল জাহাজে হামলা

রাশিয়ার সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী মস্কোতে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। রোববারের হামলার পর মঙ্গলবার গভীর রাতে আবারও মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সেই রাতেই এই প্রথমবারের মতো কৃষ্ণসাগরে টহলরত রুশ নৌযানেও দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এএফপি, রয়টার্স, তাস।মঙ্গলবার রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন রাত ৩.৪০ মিনিটের টেলিগ্রাম পোস্টে বলেন, ‘মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘হতাহতের কোনো তথ্য নেই,’ জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ইউক্রেনকে মস্কোর ওপর হামলার জন্য দায়ী করে বলেছে, মস্কো অঞ্চলের একাধিক স্থাপনা লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘মস্কো অঞ্চলের ওডিনসোভো এবং নারোফোমিনস্ক জেলার ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।’ সূত্র: যুগান্তর

নেকড়ে পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা

নেকড়েসহ বন্যপ্রাণীদের নিয়মিত পর্যবেক্ষণে রাখার কাজটি সহজ নয়। তবে বিষয়টি আরেকটু সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর উপায় বের করেছেন সুইজারল্যান্ডের একদল তরুণ। খবর ডয়েচে ভেলের-তাদের একজন অলিভিয়ে স্ট্যালি। একটি বাক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নেকড়দের আরও ভালোভাবে পর্যবেক্ষণে রাখতে সহায়তা করতে চান তিনি।স্ট্যালি বলেন, ‘ওয়াইল্ড-লাইফ-বক্স স্বয়ংক্রিয়ভাবে নেকড়ের অবস্থান নির্ধারণ করতে পারে। গর্জনের কারণে এটা সম্ভব হয়। তিন কিলোমিটারের বেশি দূর থেকে নেকড়ের গর্জন শোনা যায়৷ এভাবে আমরা একটা বড় এলাকার অবস্থা জানতে পারি। নেকড়ে গর্জন করলে এই বাক্স রিয়েল টাইমে রেঞ্জারকে তা জানিয়ে দেয়।’ স্ট্যালির ডিভাইস দিয়ে ৫০০ মিটারের মধ্যে নেকড়ের অবস্থান শনাক্ত করা যায়। বর্তমানে ক্যামেরা ট্র্যাপের মতো পদ্ধতি ব্যবহার করে নেকড়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু নেকড়েরা এই পদ্ধতি এড়ানো শিখে গেছে। তারা ফ্ল্যাশ আর শব্দ পছন্দ করে না, তাই ক্যামেরা ট্র্যাপ কোথায় আছে, তা মনে রাখে, এবং সেগুলো এড়িয়ে চলে৷ আমাদের পদ্ধতির মাধ্যমে আমরা নেকড়েদের যোগাযোগ শনাক্ত করে তাদের ফাঁদে ফেলতে চাই। এভাবে আমরা তথ্য সংগ্রহ করি,’ বলেন তিনি৷ সূত্র: সমকাল

পোল্যান্ড-বেলারুশ উত্তেজনা, সীমান্তে সেনা মোতায়েন

উত্তেজনা চরমে উঠেছে পশ্চিমা মিত্র পোল্যান্ড ও রাশিয়ার মিত্র বেলারুশের মধ্যে। পোল্যান্ড অভিযোগ করেছে, বেলারুশের সামরিক হেলিকপ্টার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে—এই অভিযোগ এনে দেশটি সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বেলারুশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পোল্যান্ড পূর্বাঞ্চলে অবস্থিত বেলারুশ সীমান্তে সেনা মোতায়েন করেছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে এই সেনা মোতায়েন করেছে দেশটি। তবে বেলারুশের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ন্যাটো জোটে সদস্য দেশটি (পোল্যান্ড) স্রেফ সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টি বৈধ করতেই এই অপচেষ্টা চালাচ্ছে।
এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার ভাড়াটে সেনা সংস্থা ভাগনার উপস্থিতি নিয়ে পোল্যান্ডকে উসকানি দিয়েছিলেন। সূত্র আজকের পত্রিকা ।

সাম্প্রদায়িক দাবানলে ভারত

ভারতের মণিপুর প্রদেশে সমতলের মেইতেই এবং পাহাড়ের কুকিদের মধ্যকার সাম্প্রদায়িক সহিংসতা এখনো ছাইচাপা আগুন। এর মধ্যে এবার উত্তর ভারতের হরিয়ানাও আক্রান্ত হলো সাম্প্রদায়িকতার আগুনে। গত সোমবার ১৮ ঘণ্টা ধরে চলা দাঙ্গায় প্রাণ হারিয়েছে ৫ জন। গতকাল মঙ্গলবার বিবিসি জানায়, ভারতের রাজধানী দিল্লির কাছে হরিয়ানার নুহ এবং গুরগাঁও এলাকায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহতদের মধ্যে দুজন নিরাপত্তারক্ষী এবং একজন ইমামও আছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। ঘটনার সূত্রপাত সম্পর্কে বিবিসির প্রতিবেদনে জানা যায়, হরিয়ানার নুহতে সহিংসতার সূত্রপাত হয় গত সোমবার বিশ^ হিন্দু পরিষদের (ভিএইচপি) একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে। মাস কয়েক আগে নুহতে জুনায়েদ ও নাসির নামে দুই যুবককে তাদের গাড়িতে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় প্রধান অভিযুক্ত মনু মানেসর নামে এক ব্যক্তি ওই শোভাযাত্রায় অংশ নেবেন এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। এরপর ‘বৃজ মন্ডল জলাভিষেক যাত্রা’ নামে ভিএইচপির ধর্মীয় মিছিলটি যখন বিকেলে নুহ এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা তাতে বাধা দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাথর ছোড়াছুড়ি শুরু হয়। বহু গাড়ি ও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। দিল্লির বেশ কাছেই গুরগাঁও-আলোয়াড় জাতীয় মহাসড়কের একটা বিস্তীর্ণ অংশ পরিণত হয় রণক্ষেত্রে। সে সময় অনেকেই আশপাশের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় আশ্রয় নেয়। অনেক স্থাপনায় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, প্রবেশ পথে আগুন দেওয়া হয় যানবাহনে। বিবিসি জানায়, ক্রমেই ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে নুহর পাশের গুরগাঁও এলাকায়ও। মাঝরাতের পর গুরগাঁওয়ের সেক্টর ৫৭ এলাকায় বিপুলসংখ্যক মানুষ একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। ওই মসজিদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিবিসি হিন্দির প্রতিনিধিকে জানান, ‘মসজিদে তখন আমাদের ইমাম সাদ ছিলেন, তিনি হামলায় নিহত হয়েছেন। আরও কয়েকজন জখম হয়েছেন।’ আঞ্জুমান জামা মসজিদে ওই হামলার ঘটনায় একজন ব্যক্তি যে নিহত হয়েছেন, পরে গুরগাঁও পুলিশের পক্ষ থেকেও সে খবরের সত্যতা নিশ্চিত করা হয়। সূত্র: দেশ রুপান্তর

ভোটের ফল পাল্টানোর ষড়যন্ত্রে অভিযুক্ত ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত হলেন সেই নির্বাচনের পরাজিত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, রাষ্ট্রের জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার প্রেক্ষাপটে যে তদন্ত শুরু হয়েছিল, অভিযোগে গঠনের মধ্য দিয়ে তা এখন ট্রাম্পের বিচারের উদ্যোগে গড়াল। ৭৭ বছর বয়সী ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো ধরনের অপরাধ করার কথা তিনি অস্বীকার করেছেন। সোশাল মিডিয়ায় তিনি এ মামলাকে ‘হাস্যকর’ বলেছেন। সূত্র: বিডি নিউজ

তালেবানের সঙ্গে বৈঠক
আফগানিস্তানে মানবাধিকার প্রতিষ্ঠা চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির দ্রুত উন্নতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে নারী এবং ‘অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের’ মানুষের ‘মানবাধিকার’ পরিস্থিতির অবনতির জন্য দায়ী নীতিগুলো প্রত্যাহার করতে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। এ ছাড়া কাতারে কট্টর এই ইসলামপন্থি গোষ্ঠীর সঙ্গে আলোচনার সময় তাদের হাতে আটক মার্কিন নাগরিকদের মুক্তির জন্যও চাপ দিয়েছে দেশটি। তবে তালেবান বলেছে, তারা চায় তাদের নেতাদের ওপর থেকে আগে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। খবর বিবিসির।কট্টরপন্থি এই দলটি ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে। মূলত সেসময় যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খলভাবে প্রত্যাহার করে নেওয়ার পর ক্ষমতা দখল করে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, দোহায় রবি ও সোমবার ঊর্ধ্বতন তালেবান প্রতিনিধি এবং প্রযুক্তিগত পেশাদারদের সঙ্গে আলোচনা হয়েছে। বৈঠকে মার্কিন প্রতিনিধিদল আফগান জনগণের অধিকার এবং দেশের ভবিষ্যৎ গঠনের জন্য জনগণের দাবির প্রতি সম্মান দেখাতে তালেবানকে আহ্বান জানায়। সূত্র: কালবেলা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেবার চেষ্টার জন্য ট্রাম্প অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে যে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেবার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে, এর মধ্যে রয়েছে – যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা, ষড়যন্ত্র করা, সাক্ষ্য জাল করা এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ২০২১ সালের ৬ই জানুয়ারি যে দাঙ্গার ঘটনা ঘটেছিল, সেটি তদন্ত করতে গিয়ে মি. ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। ৭৭ বছর বয়সী মি. ট্রাম্প, পুনরায় প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাকে ইতিমধ্যে আরও দুটি মামলায় অভিযুক্ত করা হয়েছে: সংবেদনশীল নথিপত্র ব্যবস্থাপনায় গাফলতি করা এবং ব্যবসায়িক তথ্য জাল করার কথা গোপন রাখার জন্য একজন পর্ন তারকাকে তার মুখ বন্ধ রাখার শর্তে ঘুষ দেয়া । সূত্র: বিবিসি বাংলা।