কালীগঞ্জে জমির বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পূর্ব দুহুলি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পিটুনিতে আহত যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত যুবক তাইজুদ্দিন পূর্ব দুহুলি এলাকার রিয়াজুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব দুহুলি এলাকায় দীর্ঘদিন ধরে মৃত নজর আলীর ছেলে করিম মিয়ার সঙ্গে গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজুদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন টিসিবির পণ্য কিনতে দুহুলি বাজারে যান। এসময় করিম মিয়াসহ তার ছেলে আল আমিন, জুয়েলসহ কয়েকজন অতর্কিত তাইজুদ্দিনের ওপর হামলা করে। এ সময় তাকে ঘটনাস্থলে বেধড়ক পিটিয়ে গুরুতর অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাইজুদ্দিনকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। সেখান থেকে পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তারা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে এক যুবক নিহত হয়। মরদেহ রংপুর মেডিকেলে ময়নাতদন্ত শেষে কালীগঞ্জে আনা হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Nagad