বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কো, জার্মানির বিদায়

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

ছবি- সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপে এসেই নকআউট পর্বে পৌঁছে গেলো মরক্কোর নারীরা। আর তাদের রূপকথা গড়ার দিনে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো জার্মানি।

অস্ট্রেলিয়ার পার্থে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে অঘটনের জন্মই দিয়েছে নুহাইলা-লাহমারিরা। কলম্বিয়া গোলমুখে কোন শট নিতে না পারলেও ৬ টি শট টার্গেটে রেখেছে মরক্কো।

এদিন ম্যাচের একমাত্র গোলটি এসেছে প্রথমার্ধের শেষ সময়ে। ডিবক্সের জটলায় ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় মরক্কো। পেনাল্টি নিতে এসে মিস করেন দলের অধিনায়ক ঘিজলানি শেবাক। তবে রিবাউন্ডে বল পেয়ে তা জালে জড়ান লাহমারি। দ্বিতীয়ার্ধে অবশ্য মরক্কো আর গোলের দেখা পায়নি। ১-০ গোলের ওই জয়েই নকআউট পর্বে পা রেখেছে মরক্কো।

মরক্কোর এই জয়ে কপাল পুড়েছে জার্মানির। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই চলতো তাদের। কাঙ্ক্ষিত সেই ড্র পেয়েও যায় তারা। কিন্তু মরক্কোর চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকায় বিদায় জার্মানির।

গ্রুপপর্বে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিদায় জার্মানির। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে নকআউটে পা রেখেছে মরক্কো। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের কারণে শীর্ষে থেকেই শেষ ষোলোতে যাচ্ছে কলম্বিয়া।

সারাদিন/০৩ আগস্ট/এমবি 

Nagad