বিএনপি নেতা সালাহউদ্দিন গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বিএনপির ডাকা গত ২৮ জুলাইয়ের মহাসমাবেশের কোনো অনুমতি ছিল না। মহাসমাবেশের দিন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে রক্তাক্ত করে এবং তিনটি বাসে আগুন দেয়। রাজধানীর বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়।

ডিবি প্রধান আরও জানান, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা রুজু হয়েছে। এরমধ্যে দুটি মামলার এক নম্বর আসামি সালাহউদ্দিন। অন্য দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। এজন্য ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।

এর আগে আজ (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে আদালত থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী (হানিফ উড়ালসড়ক সড়ক থেকে) থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়েছে বলে অভিযোগ করেছিলেন সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

Nagad