ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।


স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মাহিন হোসেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।