শেখ কামালের জন্মদিনে এতিম ও মাদরাসাছাত্রদের পাশে বিসিবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

সংগৃহীত ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক, দেশের অন্যতম সেরা ও অতি জনপ্রিয় আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন আজ (৫ আগস্ট)। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রীড়া সংগঠক হিসেবে দারুণ কাজ করেছিলেন শেখ কামাল। গড়েছিলেন আবাহনী ক্লাব। তার জন্মদিনে আজ এতিম ও মাদরাসা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মিরপুরে ১৫শ এতিম ও মাদরাসা ছাত্রকে খাবার দিয়েছে ক্রিকেট বোর্ড। এমন আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক।

তিনি বলেন, ‘শেখ কামালকে জাতীয় ক্রীড়া সংগঠকই। স্বাধীনতার পরে তার হাত ধরে ক্রিকেটটা বিশেষ করে, ক্রিকেট তো তখনও এত জনপ্রিয় ছিল না। তার হাত ধরেই কিন্তু তখন আমাদের এটা শুরু হয়। তিনি একাধারে ক্রিকেট, বাস্কেটবল, ফুটবল খেলতেন। কামাল ভাইয়ের হাত ধরেই আবাহনী ক্লাবের জন্ম। আমরা যেটা বলি, আবাহনীর মাধ্যমেই আধুনিক ফুটবল বাংলাদেশে সূচিত হয়েছে। তার মতো বড় মাপের ক্রীড়া সংগঠক বাংলাদেশে এখন পর্যন্ত আর এসেছে বলে আমাদের জানা নেই। ’

‘তার জন্মদিনে আমরা প্রতিবারই এরকম আয়োজন রাখি। আজকেও আমরা ১০টা মাদ্রাসার প্রায় ১৫শ এতিম ও মাদ্রাসা ছাত্রের মাঝে খাবার বিতরণ করেছি। তিনটা জায়গায় আমরা মিলাদ মাহফিল করেছি। কক্সবাজারে যেহেতু উনার নামেই একটা স্টেডিয়াম আছে, ওখানে বড় করে মিলাদ আয়োজন করা হয়েছে। আজকে দিনব্যাপী উনার জন্য নানান অনুষ্ঠান রয়েছে। মাননীয় বোর্ড সভাপতিরও এখানে থাকার কথা ছিল। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে, তাই বোর্ড সভাপতি এখানে এখনও আসতে পারেননি। বিকেলেও আবাহনী ক্লাবে একটা শোকসভা হবে। এসব কার্যক্রম আমরা করেছি।’