পিকনিকের ট্রলারডুবি: ৮ জনের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ট্রলারডুবির পর এ পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের সবাই সেই ট্রলারটির যাত্রী ছিলেন। রোববার (৬ আগস্ট) সকালে উদ্ধার অভিযানে অংশ নেয় ডুবুরি দলের সদস্যরা। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে কয়েকজন। ইতোমধ্যে তাদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।
রোববার (৬ আগস্ট) সকালে এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা।


তিনি জানান, মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। সকালে তারা অভিযানে অংশ নেয়।
নিহত ব্যক্তিরা হলেন, হ্যাপি (২৮), পপি (২৬), শাকিব (৮), মোকসেদা (৪২), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।
উল্লেখ্য, শনিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৪৭ জন যাত্রী নিয়ে এটি ট্রলার ডুবে যায়। জানা গেছে, পারিবারিক একটি পিকনিকে সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৭ জন পদ্মা নদীতে ঘুরতে যান। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানান।