আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: এখনো পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার অভিযান চলছে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের অভিযান চলছে। গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি। এদিকে সকাল থেকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তালতলা-গৌরগঞ্জ খালের পাশে অপেক্ষা করছেন স্বজনেরা। উদ্ধার অভিযান দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। মুন্সিগঞ্জে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। শনিবার রাতে লৌহজং উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায়
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের উপপরিচালক ওবায়দুল করিম খান বলেন, স্বজনদের দাবি ট্রলারডুবির ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ। তাঁদের মধ্যে দুজন শিশু ও তিনজন নারী। গতকাল রাত থেকেই তাঁরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। মাঝখানে রাতে বৃষ্টির কারণে কিছুটা সময় উদ্ধার অভিযান ব্যাহত হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।ওবায়দুল করিম খান বলেন, ডুবে যাওয়া ট্রলার পাওয়া গেছে। সেটি চেইনের মাধ্যমে ওপরের দিকে টেনে তোলার চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, ঘণ্টাখানেকের মধ্যে ট্রলারটি উদ্ধার করা যাবে। সূত্র: প্রথম আলো

৩০ হাজার আবেদনকারীর তথ্য নেই বিআরটিএতে

গাড়িচালকদের নতুন লাইসেন্স পাওয়া এবং পুরনো লাইসেন্স নবায়ন করার ঝক্কি যেন শেষই হচ্ছে না। আগের নির্ধারিত ফি দিয়ে করা ৩০ হাজার আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যাঁরা চালকের লাইসেন্স নবায়ন করতে দিয়েছেন তাঁরা বছর গড়িয়ে গেলেও লাইসেন্স পাচ্ছেন না। বিআরটিএ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাইসেন্স দেওয়ার কাজ করে থাকে।পুরনো ঠিকাদারি প্রতিষ্ঠানের জায়গায় নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছে। কিন্তু আগের আবেদনগুলোর কোনো তথ্য তারা খুঁজে পাচ্ছে না। কারণ বিআরটিএর সংশ্লিষ্ট তথ্যভাণ্ডারে সেগুলো সংরক্ষণ করা হয়নি।এখন এসব আবেদনকারীকে নতুন করে আবেদন করার জন্য বলছে বিআরটিএর সার্কেল অফিসগুলো। সূত্র: কালের কণ্ঠ

ভারী বর্ষণে কমতে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন জায়গায় রোববার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে অপরিবর্তিত থাকতে পারে।শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৫ এবং সর্বনিম্ন বান্দরবানে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। সোমবার সূর্যোদয় ভোর ৫টা ৩০ মিনিটে। সূত্র: সমকাল

Nagad

খেলাপি ঋণ নিয়ে সংকটে ব্যবসায়ীরা
৮৫ টাকা ডলারে খোলা ঋণপত্র শোধ করতে হচ্ছে ১০৮ টাকা হারে, রাশিয়া উক্রেন যুদ্ধ কভিডসহ নানা কারণে নাস্তানাবুদ শিল্পোদ্যোক্তারা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের শর্ত মানতে গিয়ে দীর্ঘমেয়াদি ঋণ শ্রেণিকরণ বা ক্লাসিফায়েড হিসেবে তালিকাভুক্ত করার সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের ফলে খেলাপি ঋণ নিয়ে গভীর সংকটের মুখে পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, এই ঋণ নিয়ে ব্যবসায়ীরা যখন এলসি বা ঋণপত্র খুলেছেন, তখন প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা। সেই এলসির অর্থ এখন ১০৮ টাকা প্রতি ডলারে পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নাস্তানাবুদ ব্যবসায়ীরা। এর সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানাগুলোতে চলমান সংকট মোকাবিলায় অসহায় হয়ে পড়েছেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওভারডিউ ঋণ শ্রেণিকরণের সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হলে খেলাপি ঋণের পরিমাণ ব্যাপক বেড়ে যাবে। ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ। এর মধ্যে আইএমএফের শর্ত মানতে গিয়ে দীর্ঘমেয়াদি ঋণ শ্রেণিকরণের সময় ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। হুমকিতে পড়বে বেসরকারি খাত। সূত্র: বিডি প্রতিদিন।

বাংলাদেশে সাইবার হামলার হুমকি
ব্যাংকে বাড়তি সতর্কতা
অনলাইন ও এটিএম বুথে লেনদেনে নিরাপত্তাব্যবস্থা জোরদার

বাংলাদেশের ডিজিটাল জগতে সাইবার হামলার ঝড় বয়ে দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।তারা গ্রাহকদের সচেতন করার পাশাপাশি তথ্যভান্ডারের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে কাজ করছে। নিজস্ব ওয়েব পেজ ও সার্ভার সিস্টেমের ওপর কড়া নজর রাখছে। সেখানে কারা প্রবেশ করছে, কী করছে, কতক্ষণ অবস্থান করছে, কখন বের হচ্ছে, ডেটা স্থানান্তরসহ বিভিন্ন বিষয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।শুক্রবার বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা কেন্দ্রীয় সার্ট থেকে সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ৩১ জুলাই একটি হ্যাকার গ্রুপ হুমকি দিয়ে বলেছে, ‘১৫ আগস্ট বাংলাদেশের ডিজিটাল জগতে সাইবার আক্রমণের ঝড় বয়ে দেব।’এরই পরিপ্রেক্ষিতে সার্ট তাদের নিজস্ব সাইবার ক্লিনিকে গবেষণার মাধ্যমে ওই হ্যাকার গ্রুপ সম্পর্কে তথ্য সংগ্রহ করে সতর্কতা জারি করেছে। এই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সব ধরনের সরকারি ও বেসরকারি সংস্থাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।এ সতর্কবার্তা পাওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংকের সাইবার সিকিউরিটি ইউনিট থেকে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সার্ট থেকেও তারা সতর্কবার্তাগুলো পাচ্ছে।এর আলোকে ব্যবস্থাও নিতে শুরু করেছে। কেননা কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংকেই সাইবার রেসপন্স টিম রয়েছে। তারা সার্বক্ষণিকভাবে ডেটা সুরক্ষার কাজে নিয়োজিত থাকে। সূত্র; যুগান্তর

মালয়েশিয়ায় রাতভর অভিযানে ২৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২২৫ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। রাজধানীর কুয়ালালামপুরে চেরাসের তামান কনট এলাকার তিনটি ভবনে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ৮ থেকে ৫৪ বছর। কুয়ালালামপুরভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ৬০০ ব্যক্তির দেশটিতে অবস্থানের কাগজপত্র পরীক্ষা করেন ইমিগ্রেশন বিভাগের ৮০ জন কর্মকর্তা। বৈধ কাগজপত্র না থাকায় ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৫২ জন বাংলাদেশের, ১০৮ জন মিয়ানমারের, ৩০ জন ইন্দোনেশিয়ার, ২০ জন নেপালের, পাকিস্তানের ৭ জন, কম্বোডিয়ার ৬ জন ও ফিলিপাইনের ২ জন নাগরিক রয়েছেন। সূত্র: আজকের পত্রিকা।

নির্বাচনের তফসিলের আগে পুলিশের বিশেষ অভিযান

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সারা দেশে নতুন করে অপরাধীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। অস্ত্র উদ্ধার ও পেশাদার সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হবে। চলতি মাসের শেষ সপ্তাহ বা আগামী মাসের প্রথম সপ্তাহে এ অভিযান চালানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে।

সূত্র জানায়, এরই মধ্যে পুলিশের সব কটি ইউনিটের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে জেলার পুলিশ সুপারদের সঙ্গে আরেকটি বৈঠক করার কথা রয়েছে আইজিপির।সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানান, নির্বাচনের আগে যেকোনো ধরনের সহিংসতা রোধে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযানে সন্ত্রাসীদের পাশাপাশি রাজনৈতিক দুবৃর্ত্তদেরও গ্রেপ্তার করা হবে। তা ছাড়া নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেবে পুলিশ সদর দপ্তর। সীমান্তে অস্ত্র চোরাচালান রোধেও বিশেষ নজরদারিও রাখবে পুলিশ। সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। এই সুযোগে একটি মহল দেশে সহিংসতা করে ফায়দা নিতে চাইছে বলে মনে করছে পুলিশ। সীমান্ত দিয়ে অস্ত্র আনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলায় সক্রিয় হয়ে উঠেছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ নিয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। সূত্র; দেশ রুপান্তর

১৫ই অগাস্ট ‘সাইবার হামলার ঝড় বইয়ে’ দেয়ার হুমকি ভারতীয় হ্যাকারদের

বাংলাদেশের সরকারি সংস্থা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা সার্ট জানিয়েছে, ভারতীয় একদল হ্যাকার ১৫ই অগাস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরণের সাইবার হামলার হুমকি দিয়েছে। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে সার্ট। তবে এ সতর্কতা আসার আগেই দিনাজপুর পুলিশের একটি ওয়েবসাইট হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হ্যাকটিভিস্ট’ নামের ওই হ্যাকার গ্রুপটি ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ এবং তারা ১৫ই অগাস্ট ‘সাইবার হামলার ঝড় বইয়ে দেয়ার হুমকি’ দিয়েছে।ওই হ্যাকার দলটি মূলত বাংলাদেশ ও পাকিস্তানকে উদ্দেশ্য করে এ হুমকি দিয়েছে।প্রসঙ্গত, ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিনটিতে বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। আবার দিনটি ভারতের স্বাধীনতা দিবস। তবে হ্যাকাররা এসব প্রসঙ্গ তাদের হুমকি সম্বলিত বার্তাগুলোতে উল্লেখ করেনি বলে জানিয়েছে সার্ট। সূত্র: বিবিসি বাংলা।

পিছিয়ে যেতে পারে পাকিস্তানের জাতীয় নির্বাচন
আগামী ১২ অগাস্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে।

এ বছর নভেম্বরে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে নতুন আদমশুমারির কাজ শুরু হওয়ায় ভোট কয়েক মাস পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার।পাকিস্তানের জিও নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আদমশুমারি সম্পন্ন করতে এবং নতুন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করতে প্রায় চার মাস সময় লেগে যেতে পারে।যার অর্থ, এ বছর নভেম্বরে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা অন্তত কয়েক মাস পিছিয়ে যেতে পারে। পাকিস্তানের নির্বাচন কমিশনের সাবেক শীর্ষ কর্মকর্তা কুনওয়ার দিলশাদ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন। তিনি বলেন, “পরিস্থিতি বেশ জটিল রূপ নিতে যাচ্ছে। নতুন আদমশুমারির অর্থ পুরো দেশজুড়ে নতুন করে নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করতে হবে।“সেই প্রক্রিয়া সম্পন্ন করে সাংবিধানিকভাবে প্রয়োজনীয় সময়সীমার মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। যার অর্থ, আগামী বছর ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজন সম্ভব হবে না।” সুত্র: বিডি নিউজ

আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’ শুরু

আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’ শুরু হয়েছে। রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।সভা পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে এ বর্ধিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: বাংলানিউজ