শেখ কামালের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার দোয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও শিক্ষা, ক্রীড়া, বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি মানবতার মানবতার ফেরিওয়ালা মোঃ মহিন উদ্দীন দুলালের সার্বিক সহযোগিতায় পুরষ্কার বিতরণ করা হয়।
শনিবার (৫ আগষ্ট)বাদ আসর ফতুল্লা মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে করেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দীন পাঠান পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহবুবুল হক, উপ কমিটির সদস্য ফয়েজ উল্লাহ ফয়েজ, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক এড. ওয়াজেদ আলী খোকন, আওয়ামীলীগ নেতা ইমতিয়াজ ওমর সুমন, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থা’র সহ সভাপতি মোস্তফা হামিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দীন, মোঃ মিজানুর রহমান সোহাগ, রাশেদা আক্তার, সামসুন নাহার হলি সহ স্থানীয় মুরব্বিয়ান ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।