মহেশপুরে ২ হোটেলকে ২৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহ প্রতিনিধি :
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২ হোটেলে অভিযান পরিচালনা করে ২৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । আজ রবিবার দুপুরে হোটেল কপোতাক্ষকে ১৮ হাজার এবং বিসমিল্লাহ হোটেল এন্ড স্ন্যাক্স হাউজ- ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় । এই সময় এসব হোটেলে মেয়াদ উত্তীর্ণ কোমল পানি, খোলা লবণ, বাসি খাবার ও বিভিন্ন কেমিকেল রং পাওয়া যাওয়ায় জরিমানা করা হয় ।

মোবাইল কোর্ট পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, এই সকল হোটেলে মেয়াদ উত্তীর্ণ কোমল পানি,খোলা লবণ,বাসি খাবার ও বিভিন্ন কেমিকেল রং পাওয়া গেছে তাই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।